এসএসসি ২০২২ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর | ৯ম সপ্তাহ

এসএসসি ২০২২ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর | ৯ম সপ্তাহ SSC 2022 Accounting Assignment Answer 9th Week ২০২২ সালের সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে সুস্থ আছো। চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য ৯ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ধারণা দেওয়ার নিমিত্তে আজকের আর্টিকেলে- ২০২২ সালের এসএসসি হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট ৯ম সপ্তাহ সমাধান নিয়ে আলোচনা করবো।

এসএসসি পরীক্ষার ২০২২ সালের ৯ম সপ্তাহের হিসাববিজ্ঞান পাঠ্যবইয়ের ২য় অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে পাঠ্য বইয়ের ৩য় ও ৪র্থ অধ্যায় হতে শিক্ষার্থীরা আয়ত্ত করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে অ্যাসাইনমেন্ট লিখতে হবে।

এসএসসি ২০২২ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট | ৯ম সপ্তাহ

 

বিষয়ঃ হিসাব বিজ্ঞান

বিষয় কোড: ১৪৬

এ্যাসাইনমেন্টঃ ০২

অ্যাসাইনমেন্টঃ “হিসাবরক্ষণে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়ােগ”

সহায়ক তথ্য: মেসার্স জয়া এন্ড কোং-এর কতিপয় লেনদেন নিম্নরূপ:

১। মিসেস জয়া মুখার্জি ব্যবসায়ে আরাে ২০,০০০ টাকা বিনিয়ােগ করলেন।

২। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলাে ২৫,০০০ টাকা।

৩। অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হলাে ১৮,০০০ টাকা।

৪। রাজনের নিকট বিক্রয় করা হলাে ২৫,০০০টাকা।

৫। ব্যাংক চার্জ ধার্য করল ১,৫০০ টাকা।

৬। ব্যাংক হতে উত্তোলন করা হলাে ৬,০০০ টাকা।

৭। ধারে পণ্য ক্রয় করা হলাে ১৫,০০০ টাকা।

৮। মজুরি প্রদান করা হলাে ৩,০০০ টাকা।

৯। ক্রয় ফেরত ২,০০০ টাকা।

১০। ব্যাংকে জমা দেওয়া হলাে ১০,০০০ টাকা।

লেখার নির্দেশনা: (সংকেত/ধাপ/পরিধি):

ক. দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা;

খ. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য;

গ. ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি (পাঠ্য বইয়ের আলােকে);

ঘ. সংযুক্ত লেনদেনগুলাের ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণসহ নির্ণয় করা (পাঠ্য বইয়ের ৫৫ পৃষ্ঠার আলােকে);

 

 

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য kormojog.com এর ফেসবুক পেইজ  কর্মযোগ লাইক এবং ফলো করে রাখ।

About Karmojog

Check Also

৮ম (অষ্টম) শ্রেণির ইংরেজী অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ২য় সপ্তাহ

৮ম (অষ্টম) শ্রেণির ইংরেজী অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ২য় সপ্তাহ

৮ম (অষ্টম) শ্রেণির ইংরেজী অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ২য় সপ্তাহ প্রিয় শিক্ষার্থী আপনি যদি ৮ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *