স্কয়ার কোম্পানিতে চাকরি ২০২২-Square Group Jobs Circular 2022: দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। স্কয়ার কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিচের পদে আবেদন করা জন্য বিশেষভাবে জানুরােধ করা হল। বাংলাদেশের সকল জেলার নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্কয়ার কোম্পানিতে চাকরি ২০২২
প্রতিষ্ঠানঃ | স্কয়ার গ্রুপ |
চাকরির ধরনঃ | কোম্পানি চাকরি |
জেলাঃ | সকল জেলা |
শুন্যপদঃ | ১ টি |
পদের সংখ্যাঃ | অনিদিষ্ট |
বয়সঃ | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিজ্ঞাপনে উল্লেখিত |
ওয়েবসাইটঃ | squaregroup.com |
আবেদন শুরুর তারিখঃ | বিজ্ঞপ্তি দেখুন |
আবেদনের শেষ তারিখঃ | ৩০/১০/২০২২ |
আবেদনের মাধ্যমঃ | squaregroup.com |
স্কয়ার কোম্পানিতে চাকরি ২০২২ স্কয়ার কোম্পানি লিমিটেড, দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট, টেক্সটাইল ও কসমেটিক্স ও ঔষধ পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানে বিভিন্ন পদে আমরা কিছু পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী খুঁজছি। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখ এর মধ্যে আবেদন করার জন্য অনুরােধ করা হল।
স্কয়ার নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
আন্তর্জাতিক সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে নিমােক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়ােজন। সম্প্রতি তােলা ১ কপি পাসপাের্ট সাইজের রাঙ্গন ছবি ও জীবন-বৃতসহ মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার (১১ তলা), ৭২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা ১২১২ ঠিকানা বরাবর পাঠাতে হবে।
প্রয়ােজনীয় যােগ্যতা ও দক্ষতাঃ স্নাতক থবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হব এবং দেশের যেকোনাে স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
উপরােক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যােগ্যতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবন-বৃত্তান্ত এবং স্বহস্তে লিখিত আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ ঠিকানা বরাবর পাঠাতে হবে।
মনােনীত প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে
- ঢাকার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার, ৭২ মহাখালী বা/এ, ঢাকা ১২১২
- বগুড়াঃ হােটেল ক্যাসেল সােয়াদ, মাটিডালি বিমান মােড়, দ্বিতীয় বাইপাস, বগুড়া
- সিলেট। ৪৪ পায়ড়া দর্শন দেউরী, আম্বরখানা, সিলেট।
- খুলনাঃ খান এ সবুর রােড, ছােট বয়রা, মুর নর, খুলনা ১১০০
- চট্টগ্রাম। ৩৫/সি, বায়েজিদ বােস্তামি রোভ, পূর্ব নাসিরাবাদ, টেক্সটাইল মােড়, উটএম
বিঃদ্রঃ যে পদের জন্য আবেদন করা হলে তা অবশ্যই খামের উপরে উল্লেখ করতে হবে। প্রার্থীর পক্ষে যেকোনাে ধরনের সুপারিশ প্রার্থীর অযােতা বলে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে তার আবেদন বাতিল করা হবে।