আনসার বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Sadharon Ansar Job Circular 2022

আনসার বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ৩৫৬ পদে আনসার বাহিনীর নতুন খবর  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (Sadharon Ansar Job Circular 2022) অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার নিয়ােগ ২০২২ সাকুলার। ৫০৯৮৭ ডজন প্রশিক্ষিত সাধারণ আনসার। সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভুত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবশর, সমুদ্র, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও ভেন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন নসার বাহিনীর একজন গর্বিত সদস্য।

আনসার নিয়ােগ ২০২২ সার্কুলার

তাছাড়া আপনি ততগীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় জংশগ্ৰহণের সুযােগ পেতে পারেন। আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে জানলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সুডি অনুযায়ী। বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ ডানসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত

আনসার বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরির ধরন সরকারি চাকরি
জেলা  সকল জেলা
চাকুরী  সরকারী
প্রতিষ্ঠান আনসার বাহিনীর
শুণ্য পদ নিচে উল্লেখিত
পদের সংখ্যা ৩৫৬
শিক্ষাগত যোগ্যতা নিচে উল্লেখিত
বয়স ১৮-২৮
আবেদন শেষ সময় নিচে উল্লেখিত
আবেদন মাধ্যম নিচে উল্লেখিত
চাকরির খবর পেতে KORMOJOG.COM

আরো দেখুন: সাপ্তাহিক চাকরির ডাক

আরোও পড়তে পারেন:

আনসার নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

নতুন কোন বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে এখানে সংযুক্ত করা হবে। নতুন সব সরকারি চাকরির নিয়ােগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত তােমাদের সাইটে ভিজিট করুন, ধন্যবাদ। বিজ্ঞপ্তিটি অফিসিয়াল দেখতে ডানসার ভিডিপির ওয়েবসাইটে ভিজিট করুন।

আনসার বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
  •  আবেদনের শেষ তারিখঃ ১০-১১-২০২২ ইং 
  • আবেদনের ঠিকানাঃ ansarvdp.gov.bd

আনসার বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর সুশৃংখল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ােজিত থাকে। বাহিনীর ৩৫০ টি স্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পুরণের লক্ষ্যে জ্যেগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন জাহ্বান করা যাবে।

প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিচের ছকে বর্ণিত জেলাসমুহের পাশে উল্লেখিত শূন্য কোটায় অঙ্গীভূত করা হবে। উল্লেখ্য নিয়ােগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ০৬ বছর সন্তোজনক চাকরির পর স্থায়ী করা হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যােগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে।

মােবাইলে এসএসএস এর মাধ্যমে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মেীখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ০৬ মাস মেয়াদী । মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে যােগদান করতে হবে।

  • বয়স ২২ বছর। 
  • শিক্ষাগত যােগ্যতাঃ এসএসসি/৮ম স্কুল সার্টিফিকেট পাশ।
  • শারীরিক যােগ্যতাঃ উচ্চতা ৫ ফুট ৬/৪ ইঞ্চি বুকের মাপ- ৩০/৩২, দৃষ্টি শক্তি- ৬/৬

প্রথমিক বাছাইয়ের সময়সূচি

অনিবার্য কারণবসত বাছাইয়ের তারিখ, সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে, বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মােবাইল মেসেজের মাধ্যমে ডাবহিত করা হবে।

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *