প্রাইমারি সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুুতি ২০২২

প্রাইমারি সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুুতি ২০২২

প্রাইমারি ৪৫ হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুুতি।পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এখন থেকেই প্রস্তুুতি নিয়ে নিন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন যারা এবারের প্রাথমিক নিয়োগ পরীক্ষা দিবেন লেখাটা তাদের জন্য, সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম ও কিছু টেকনিক অবলম্বন করলে এমসিকিউতে ভালো করা সম্ভব। তার আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ভালো করে জানুন , তারপর ভালো করে শুরু করুন।

 

Primary Assistant Teacher Exam Preparation

পরীক্ষার ধরনঃ

এমসিকিউতে ৮০ মার্ক
মৌখিক পরীক্ষায় ২০ মার্ক

মোট ১০০ মার্ক ।

এমসিকিউতে সময় ১ ঘন্টা ২০ মিনিট এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার।
প্রথমেই একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরী, প্রাথমিক নিয়োগ পরীক্ষার এমসিকিউতে ভালো মার্ক পেতে হবে তাহলেই সম্ভবনা তৈরি হবে, টার্গেট করুন প্রিলিতে (৭০-৮০) + ভাইভাতে (১৫-১৮ ) মার্ক। তাহলেই হতে পারে একটা সিট আপনার, প্রসেসটা খুব জটিল না , ইচ্ছা করলেই সম্ভব, অসংখ্য ছাত্রছাত্রীর চাকরী হয়েছে শুধুমাত্র ভালো প্রস্তুতির মাধ্যমে । আর একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলুন ( পরীক্ষার আগেই তো অমুক ত্মুক প্রশ্ন পেয়েছে , ও তো যোগাযোগ করেছে , ওর তো হবেই মামা খালু আছে)।
এবার একটু থামুন ! আপনি যদি শুধুমাত্র এমসিকিউতে ভালো করেন এভারেজ ৭০+ , আপনারই সম্ভবনা বেশি এবং মেধা ও যোগ্যতা দিয়েই চাকরি আপনারই হবে, এটা আমার একেবারে চোখে দেখা বেশ কয়েকজন এমন আছে প্রচুর মেধাবী, চাকরী এমনি হয়েছে। তাহলে এখন প্রশ্ন হল কিভাবে ভালো করব ? চলুন শুরু করি…

 

primary teacher exam suggestion 2021

সাধারণত যে বিষয়ে প্রশ্ন আসেঃ

১. বাংলা ( ১৫- ২০ টি ) প্রশ্ন
২.ইংরেজি ( ১৫- ২০ টি ) প্রশ্ন
৩. গণিত ( ১৮-২০ টি) প্রশ্ন
৪. সাধারণ জ্ঞান ( ১৫ -১৮ টি ) ও
৫. কম্পিউটার ও বিজ্ঞান (৩- ৫ টি ) প্রশ্ন আসে ।

এখানে মনে রাখবেন ১ মার্কের ভ্যালু অনেক , প্রিলি ও ভাইভার মার্ক যোগ করে ফাইনালি আপনাকে সিলেক্টেড এর তালিকায় আসতে হবে, এখানে ১ মার্ক মিস হলে কয়েক লক্ষ ছাত্রছাত্রীর পিছনেও থাকতে পারেন, তাই প্রস্তুতি নিতে হবে সঠিক ভাবে বুলেটপ্রুফ প্রস্তুতি। তাহলে কিভাবে পড়ব ?

কিভাবে পড়বেন  কোন বই পড়বেন

প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারণত দুই ভাবে নেওয়া লোক আমি দেখেছি

১. যে কোন প্রাথমিক নিয়োগ পরীক্ষার গাইড + যে কোন জব সল্যুশন + ডাইজেস্ট।

২. প্রতিটি বিষয়ের উপর বেসিক বই+ জব সল্যুশন + প্রাথমিক নিয়োগ পরীক্ষার গাইড।

 

এখন কিভাবে পড়ব ? কোনটা ভালো ?

এখন সোজাসাপ্টা বলি, উপরের যদি পদ্ধতি ১ এপ্লাই করেন তাহলে বিগত লক্ষ লক্ষ প্রশ্ন সমাধান বিভিন্ন জব সল্যুশন বা ডাইজেস্ট বা যে কোন গাইড থেকে করে কিছু প্রশ্ন হুবহু কমন ঠিকই পাবেন কিন্তু লক্ষে কতদূর যেতে পারবেন সেটা অনিশ্চিত এবং লক্ষ লক্ষ প্রশ্ন থেকে কতগুলো মনে থাকবে সেটাও প্রশ্ন থেকেই যায়।

তাহলে কি করব ?

যেটা করা যেতে পারেঃ প্রথমে যে কোন প্রাথমিক নিয়োগ পরীক্ষার একটি গাইড অনুসরণ করুন এবং আইডিয়া নিন বিগত সালের প্রশ্ন কিভাবে এসেছে। তারপর বিষয়ভিত্তিক বেসিক বইগুলো ভালো করে পড়ুন, প্রশ্ন যেখান থেকেই আসুক না কেন পারবেন, অল্প পড়ে মনে থাকবে বেশি ভালো করবেন। তারপর যে কোন জব সল্যুশন ভালো ভাবে বুঝে সময় নিয়ে বেশ কয়েকবার শেষ করুন, নিজেকে যাচাই করুন, কনফিডেন্স অনেক বেড়ে যাবে। বিগত সালের প্রশ্ন যেমন- বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন গুলো ভালো ভাবে নিজের আয়ত্তে আনুন, মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে হুবুহু কমন আসে। মনে রাখবেন কয়েকটা প্রশ্ন কমন দিয়ে হবে না এখানে ভালো মার্কের জন্য বেসিক বইগুলো অবশ্যই পড়তে হবে।
বেসিক কোন কোন বই পড়ব ?

প্রাইমারি সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুুতি ২০২১

বুকলিস্ট – কোন কোন বই পড়বেন

বেসিক বইঃ

১. বাংলাঃ বাংলার জন্য জর্জ এর MP3 বা অভিযাত্রি বা অগ্রদূত বা শিখর এর বাংলা । বাংলায় একটা স্ট্রং জোন তৈরি করুন , বাংলা আপনাকে এগিয়ে রাখবে। বাংলা ব্যাকরণ এর উপর গুরুত্ব দিন বেশি।

২. ইংরেজিঃ ইংরেজি গ্রামারের জন্য Competitive Exams বা ইংলিশ টিউটর বা Apex বা MASTER ইংলিশ বা যে কোন বেসিক ইংলিশ । বিগত সালের প্রশ্ন দেখে বুঝে বুঝে পড়ুন। ইংলিশ লিটারেচার এর বিগত বিসিএস এর প্রশ্ন গুলো দেখে যাবেন মাঝে মাঝে দুই একটি প্রশ্ন আসে।

৩.গনিতঃ শাহীন স ম্যাথ বা খাইরুলস ম্যাথ বা যেটা ভালো মনে করেন। গণিতটা প্রতিদিন প্যাকটিস করে নিজের আয়ত্তে নিন। খুব দ্রুত সময়ে উত্তর করা যায় গনিতে , যা আপনাকে এগিয়ে রাখবে। গণিত দেখে ভয় পাবেন না , নিয়মিত প্যাক্টিস এ সবই সম্ভব।

৪.সাধারন জ্ঞানঃ বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি – জর্জ এর MP3 বা আজকের বিশ্ব। সাম্প্রতিকঃ রিসেন্ট ভিউ বা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বা সাম্প্রতিক ডায়েরী বা আলালস সাম্প্রতিক ও অবশ্যই মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স । রিসেন্ট তথ্য গুলো ভালো করে পড়ুন।

৫.কম্পিউটার ও বিজ্ঞানঃ  Self Suggestion কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি” সর্বোচ্চ কমন পাওয়া বই এটি এবং বিভিন্ন পরীক্ষায় অপশন সহ কমন পড়েছে । বিজ্ঞান এর জন্য প্রফেসরস বা mp3। সেলফ সাজেশন কম্পিউটার ও বিজ্ঞান থেকে শুধুমাত্র বিগত সালের প্রশ্ন গুলো ভালো ভাবে পড়বেন। এখানে ( ২-৫) মার্ক থাকতে পারে যা আপনাকে এগিয়ে রাখবে , গুরুত্ব সহ পড়ুন , অন্য সাবজেক্টে খারাপ করলে এখান থেকে কাভার হবে।

প্রাইমারি সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুুতি ২০২১

অন্যান্য বইঃ

প্রাইমারী গাইডঃ প্রফেসরস প্রাইমারী গাইড বা অ্যাম্বিশন প্রাইমারী গাইড বা গাজী মিজানের প্রাইমারী গাইড বা জর্জ এর প্রাইমারী গাইড বা আপনার পছন্দের যে কোন একটা।
অন্যান্যঃ প্রফেসরস বা যে কোন রিসেন্ট জব সলুশন।

শেষ কথা

এমসিকিউতে ভালো মার্ক থাকলে ভাইভা কোন ব্যাপারই না, এমসিকিউই আপনাকে এগিয়ে রাখবে, আমার দেখা অনেকেই এমসিকিউতে ভালো করে চাকরী করছে , তাই সর্বোচ্চ গুরুত্ব দিন এমসিকিউতে। মেধা ও যোগ্যতা দিয়েই চাকরী আপনার হবে।
আপনার প্রিপারেশন যদি একিবারেই নতুন হয় তাহলে বেসিক ক্লিয়ার করে সময় নিয়ে পড়ুন, জয় আপনারই হবে। সবার প্রস্তুতি ভালো হউক সেই কামনায়।

প্রাইমারি ৩২ হাজার ৭০০ সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুুতি

Primary Assistant Teacher Exam Preparation

 

বাংলার সকল চাকরির খবর আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুক পেজ  কর্মযোগ  লাইক দিয়ে আমাদের সাতে থাকুন।

 

About Karmojog

Check Also

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ …