পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে।পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন বা পিকেএসএফ। পল্লী উন্নয়ন এবং প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান এটি ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত। এটি বাংলাদেশের ক্ষুদ্র ঋনের জন্য সহায়ক সংস্থা।সম্প্রতি প্রকাশিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বিশ্ব ব্যাঙ্কের অধীনে নিয়ােগ বিজ্ঞপ্তি র যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল।আগ্রহী ও যােগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন
প্রকাশের তারিখ ১৯ এবং ২২ জানুয়ারি ২০২২
চাকরির ধরন প্রাইভেট চাকরি
পদ সংখ্যা অফিশিয়াল নোটিশে দেখুন
লোক সংখ্যা ইমেজে দেখুন
প্রকাশ সূত্র অনলাইন
শিক্ষাগত যোগ্যতা ইমেজে দেখুন
আবেদন করার মাধ্যম ডাকযোগে/কুরিয়ার সার্ভিস
আবেদন করার শুরুর তারিখ শুরু হয়েছে
আবেদন করার শেষ তারিখ ১১ , ১২ , ১৭ , ১৯ ফেব্রুয়ারি ২০২২
অফিশিয়াল ওয়েবসাইট www.pksf-bd.org

Palli Karma-Sahayak Foundation (PKSF) Job Circular 2022

১.পদের নামঃ এনভায়রনমেন্ট অফিসার

পদ সংখ্যা: ০১টি

শিক্ষাগত যােগ্যতাঃ যে কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক ডিগ্রী

বেতনঃ ৫০,০০০ টাকা

২.পদের নামঃ এ্যাসিসটেন্ট ডিরেক্টর-অডিট এন্ড কমপ্ৰায়েন্স 

পদ সংখ্যা: ০১টি।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থলঃ প্রধান কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর।

বেতনঃ ৬৮৫৮১/-টাকা।

শিক্ষাগত যােগ্যতা: হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স/ব্যবস্থাপনায় স্নাতােকোত্তর।

অভিজ্ঞতা ও দক্ষতাঃ রিজিওনাল/জাতীয় পর্যায়ে এনজিও-তে অডিট বিভাগে নূন্যতম ৮ বছরের এবং ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ০৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। খণ কর্মসূচীসহ বিভিন্ন প্রকল্পেঅডিট কার্য পরিচালনা, আন্তর্জাতিক হিসাব রক্ষন বিধি বিধান,বিভিন্ন এযাকাউন্টিং সফটওয়্যার, রিপাের্টিং, সরকারি সশৃষ্টি আইন/বিধিমালা, ভ্যাট, আয়কর-এর বিষয়ে সামঘরীক ধারনাসহ কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্রেল প্রােগাম,ইংরেজিতে যােগাযােগ এর দক্ষতা এবং মােটর সাইকেল চালানাের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

 

৩.পদের নাম: ম্যানেজার-মনিটরিং (এমএফ কর্মসুচি)

পদ সংখ্যা: ০১ (এক) জন

বেতন: ৪৭০০০-৫২০০০/-টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, অর্থনীতিতে স্নাতকোত্তর/ এমবিএ পাশ এবং এনজিও-তে খণ কার্যক্রমে অডিট, মনিটরিং, হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন তৈরী, ডকুমেন্টশন কাজের নুন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মােটর সাইকেল চালানাের দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসে থাকতে হবে।

 

৪. পদের নামঃ এলাকা ব্যবস্থাপক-মাইক্রোফাইন্যান্স।

বেতনঃ ৩৫,৬৮৭/-টাকা।

বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।

শিক্ষাগত যােগ্যতাঃ স্নাতােকোত্তর ডিগ্রী।

অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিস্ট পদে কমপক্ষে ০৪ বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্স এর সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অধিকার) পারদর্শী এবং নিজস্ব মােটর সাইকেল, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে।

 

৫. পদের নামঃ শাখা ব্যবহথাপক-মাইক্রোফাইন্যাস

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতনঃ ২৭,৮৩২/-টাকা

শিক্ষাগত যােগ্যতাঃ নূন্যতম স্নাতক পাশ।

অভিজ্ঞতা ও দক্ষতা: আঞ্চলিক/জাতীয় পর্যায়ে এনজিও-তে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার এর দক্ষতা এবং মাইক্রোফাইন্যান্স এর সফটওয়্যার পরিচালনায় (মাইক্রোফিন ৩৬০ অগ্রাধিকার) পারদশীএবং নিজস্ব মােটর সাইকেল, ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর। বেতনঃ ২৭,৮৩২/-টাকা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়ােগ বিজ্ঞপ্তি

 

বাংলার সকল চাকরির খবর আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুক পেজ  কর্মযোগ  লাইক দিয়ে আমাদের সাতে থাকুন।

About Karmojog

Check Also

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *