পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | PKSF Job Circular 2022

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Palli Karma Sahayak Foundation (PKSF) Job Circular 2022: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চাকরির বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি ১ টি ক্যাটাগরিতে বা পদে মোট ১ জনকে নিয়োগ দেবে। উক্ত পদসমুহে নারী-পুরুষ আবেদন করতে পারবেন।

এই চাকরিতে কোন কোন জেলার বাসিন্দাগন আবেদন করতে পারবেন, আবেদনের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা কি? ইত্যাদি বিষয়সহ আগ্রহী প্রার্থীরা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ বিজ্ঞপ্তি (Palli Karma Sahayak Foundation (PKSF) Job Circular 2022) মনোযোগ দিয়ে পড়ুন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরির ধরনঃ বেসরকারি
জেলাঃ সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন
চাকরি দাতা প্রতিষ্ঠানের নামঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
ওয়েবসাইটঃ https://pksf-bd.org/
পদ সংখ্যা/কাটাগরিঃ ১ টি
মোট নিয়োগ দেয়া হবেঃ ১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রি
প্রার্থীর নুন্যতম বয়সঃ সর্বোচ্চ ৫৫ বছর
আবেদন শুরুর তারিখঃ ১২ মে ২০২২
আবেদন শেষ তারিখঃ ২৯ মে ২০২২
আবেদন প্রক্রিয়াঃ লিংক
আবেদন মাধ্যমঃ অনলাইন আবেদন

আরো দেখুন: সাপ্তাহিক চাকরির ডাক


আরোও পড়তে পারেন:

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চাকরির বিজ্ঞপ্তি ২০২২

পদের বিবরনঃ

পদের নামঃ ডেপুটি প্রজেক্ট কো–অর্ডিনেটর (ফাইন্যান্সিয়াল সার্ভিসেস)

পদসংখ্যাঃ ১ টি।

যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, স্ট্যাটিসটিক, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস ও অর্থনীতিতে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

কোনো সংস্থায় অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০ বছর ম্যানেজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট/ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ম্যানেজমেন্ট/ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়সঃ সর্বোচ্চ ৫৫ বছর।

চাকরির ধরনঃ চুক্তিভিত্তিক।

কর্মস্থলঃ ঢাকা।

বেতন ও সুযোগ–সুবিধাঃ ২ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

 

আবেদন করার নিয়মঃ

আগ্রহী প্রার্থীকে https://pksf-bd.org/e_recruitment/index.php?r=site/jobpost&post_id=224 ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর কাংক্ষিত পদ নির্বাচন করে নেক্স বাটনে ক্লিক করলে যে ফরম আসবে তা সঠিক ভাবে পুরন করতে হবে। অতপর সাবমিট করতে হবে। ফরম পুরনের সময় ভুল করলে আবেদন বাতিল হিসেবে গন্য হবে। তাই ফরম সাবমিট করার পূবে অবশ্যই যাচাই করতে হবে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (Palli Karma Sahayak Foundation (PKSF) Job Circular 2022) চাকরির

আবেদন শুরুর সময়ঃ

১২ মে ২০২২ থেকে আবেদন করা যাবে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (Palli Karma Sahayak Foundation (PKSF) Job Circular 2022) চাকরির

আবেদন শেষ সময়ঃ

২৯ মে ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

 

 

বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর  আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে লাইক দিন।

About Karmojog

Check Also

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ …

10 comments

  1. Pingback: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | DDM Job Circular 2022 - Kormojog

  2. Pingback: বর্ডার গার্ড বাংলাদেশ নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ | BGB Job Circular 2022 - Kormojog

  3. Pingback: কাজী ফার্মস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ | KAZI Farms Job Circular 2022 - Kormojog

  4. Pingback: কমিউনিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022 | Community Bank Job Circular 2022 - Kormojog

  5. Pingback: বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Kormojog

  6. Pingback: নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি? নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করার নিয়ম - jobone

  7. Pingback: আনসার বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Sadharon Ansar Job Circular 2022 - Kormojog

  8. Pingback: পেট্রোবাংলায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Petrobangla Job Circular 2022 - Kormojog

  9. Pingback: জন্ম নিবন্ধন যাচাই ও জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২ - jobstips

  10. Pingback: কাজী ফার্মস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৩ | KAZI Farms Job Circular 2023 - কর্মযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *