এইচএসসি পদার্থ বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ২য় সপ্তাহ HSC Physics 2nd Paper (পদার্থ বিজ্ঞান ২য় পত্র) 2nd Week Assignment 2022. এইচএসসি Physics Assignment Answer, এইচএসসি পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর, Hsc Physics Assignment Answer. Physics 2nd paper Assignment। এইচএসসি পদার্থ বিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্ট. In other words, Hsc Physics 2nd Paper Assignment 2022. এইচএসসি পদার্থ বিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্ট ২০২২. HSC Physics 2nd Paper Assignment 2021. Class 11 Physics 2nd Paper. College Assignment Physics 2nd Week 2021.
এইচএসসি পদার্থ বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট
এইচএসসি পদার্থ বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
২০২২ সালের এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এসাইনমেন্ট বিষয়: পদার্থবিজ্ঞান। পত্র:দ্বিতীয় বিষয় কোড: ১৭৫
শক্তির রূপান্তরের সময় সব সময়ই তাপ উৎপন্ন হয়।
একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে ( যা আদর্শ গ্যাস নাও হতে পারে। একটি ঘর্ষণহীন পিস্টনবিশিষ্ট তাপ সুপরিবাহী ধাতব পাত্রের মাঝে আবদ্ধ করা হলাে। গ্যাসের আয়তন পিস্টন নড়াচড়ার ফলে পরিবর্তন করা যায় এবং ধাতব দেয়াল থাকায় বাহিরের সাথে তাপ আদানপ্রদান করে গ্যাসের তাপমাত্রাও পরিবর্তন করা যায়। এখানে একটি গ্যাসের চক্রাকার পরিবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানাে হলাে এবং তিনটি অবস্থানের জন্য সংশ্লিষ্ট তাপমাত্রা
চিত্রে উল্লেখ করা হলাে।
(ক) T1 থেকে T2 অংশে কাজ কত?
(খ) তাপমাত্রা Ta থেকে T2 উন্নতির ফলে গৃহিত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত?
(গ) তাপমাত্রা T2 থেকে 3 পরিবর্তনের ফলে পৃহিত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত?
(ক) T1 থেকে T2 অংশে কাজ কত?
ক এর উত্তর
T1 থেকে T2 তে যেতে আয়তনের কোনাে পরিবর্তন হয়না বলে dV = ০
অতএব, এ প্রক্রিয়ায় কাজ, W = Px dV
=PxO
= ০J
(খ) তাপমাত্রা Ta থেকে T2 উন্নতির ফলে গৃহিত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত?
খ এর উত্তর
T1 থেকে T2 তে আয়তনের পরিবর্তন হয় না বলে,
dV= ০
এখন, আমরা জানি, গৃহিত তাপ সম্পাদিত কাজ + অভ্যন্তরীণশক্তির পরিবর্তন।
অর্থাৎ, dQ = dw+ du
বা, dQ = ০+ du (ক হতে পাই, W = 0; dw = ০ কাজেই)
বা dQ = du
সুতরাং, উপরােক্ত তাপমাত্রার পরিবর্তনে গৃহিত তাপ অভ্যন্তরীণশক্তির সমান।
(গ) তাপমাত্রা T2 থেকে 3 পরিবর্তনের ফলে পৃহিত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত?
গ এর উওর
T2 থেকে 3 তে যেতে চাপ ও আয়তনে পরিবর্তন হয়| যে প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটে কিন্তু সিস্টেমের তাপ ধ্রুব থাকে তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে।
তাই, এ প্রক্রিয়ায়াটি হচ্ছে একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি কোনাে গ্যাসকে কুপরিবাহী পাত্রে রেখে খুব দ্রুত চাপের পরিবর্তন ঘটানাে যায় তাহলে তাপ সিস্টেম থেকে বেরও হতে পারবে না এবং ভেতরে প্রবেশও করতে পারবে না। (যদিও কোনাে প্রক্রিয়াই সম্পূর্ণ ভাবে রুদ্ধতাপীয় নয়।
যেহেতু কিছু তাপ সবসময়ই আদান-প্রদান হয়। কিন্তু কিছু ক্ষেত্রে এই তাপের আদান প্রদান এতই কম হয় যে সেইসব প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হিসেবেই ধরা হয়) রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না বলে do = ০
আমরা জানি,
গৃহিত তাপ = অভ্যন্তরীন শক্তির পরিবর্তন সম্পাদিত কাজ।
অর্থাৎ, dQ = du + dW
বা, ০ = du + dW
বা, dW = – du
এখানে, আয়তন বেড়ে যায় বলে রুদ্ধ তাপীয় প্রসারণ ঘটে। ফল সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ সম্পাদিত হয়, তাই সিস্টেম শীতল হয় এবং এ জন্য ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়।
যা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাসের সমান।
সুতরাং, উপরােক্ত প্রক্রিয়ায় গৃহিত তাপ ০JT
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য kormojog.com এর ফেসবুক পেইজ কর্মযোগ লাইক এবং ফলো করে রাখ।
One comment
Pingback: এইচএসসি পরীক্ষার্থীদের ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 - Kormojog