ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর | ৫ম সপ্তাহ

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর | ৫ম সপ্তাহ HSC Finance Banking & Insurance Assignment 2022 Answer ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর 2022 HSC Finance Banking & Insurance Assignment

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এসাইনমেন্ট  | ৫ম সপ্তাহ

অ্যাসাইনমেন্ট নম্বর -১ , প্রথম অধ্যায়ঃ অর্থায়নের সূচনা।

এবং অ্যাসাইনমেন্ট উত্তরে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয়েছে

  • যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারনা
  • যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলি
  • যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহ এবং
  • যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্য বর্ননা।

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এসাইনমেন্ট উত্তর | ৫ম সপ্তাহ

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারনা:

অর্থায়নঃঅর্থায়নের মূল কাজ হলাে তহবিল সংগ্রহ ও তার ব্যবহার, ব্যবস্থাপনা এবং বিনিয়ােগ। আমাদের দৈনন্দিন জীবনে অর্থের প্রয়ােজন। আর অর্থায়ন ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সম্পূর্ণ অচল। এজন্যই অর্থায়নকে ব্যবসায় প্রতিষ্ঠানের হৃদপিন্ড বলা হয়। একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য কি পরিমাণ মূলধন প্রয়ােজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করার জন্য লাভজনক এবং কোন প্রজেক্ট বা সম্পদে বিনিয়ােগ করলে। সবচেয়ে বেশি মুনাফা হবে, সেই সকল বিষয়ের পরিকল্পনা। প্রণয়ন ও বাস্তবায়নের যে কর্যাবলী তাকেই অর্থায়ন বলে।

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণাঃ ব্যবসায়ের অর্থায়ন এক মালিকানা এবং অংশিদারী ব্যবসায়ে মালিক সরাসরি ব্যবসা পরিচালনায় জড়িত। কিন্তু কোম্পানির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মালিক তথা শেয়ার মালিক ব্যবসা পরিচালনায় সরাসরি জড়িত থাকে না। তাই এই অর্থায়নের স্বরূপ সম্পূর্ণ আলাদা। অনুমােদন পাওয়ার পর একটি তালিকাভুক্ত কোম্পানি তার অনুমােদিত মূলধনকে ছােট ছােট অংশে বিভক্ত করে শেয়ার হিসেবে জনসাধারনের নিকট বিক্রয় করে। যেমন: ১০ কোটি টাকার মূলধন ১০ টাকার ১ কোটি শেয়ারে বিভক্ত করে সাধারণ জনগণের কাছে বিক্রয় করা হয়। প্রতিটি শেয়ারের মূল্য মাত্র ১০ টাকা হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র বিনিয়ােগকারীরাও কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে উক্ত কোম্পানিতে বিনিয়ােগ করতে পারে।

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলি:

 

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলিঃ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামােকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়ে থাকে যেমন- ব্যবস্থাপনা বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ ও অর্থ বিভাগ ইত্যাদি। এসব বিভাগের মাধ্যমে ব্যবসায় সময়ের প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়। কিন্তু এসব বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলাে অর্থ বিভাগ। প্রতিটি বিভাগের সাথে এর যােগাযােগ রয়েছে। নিচে অর্থ বিভাগ তথা অর্থায়নের কার্যাবলি আলােচনা করা হলােঃ

(১) তহবিল সংগ্রহ: একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ হলাে কম খরচের সম্ভাব্য উৎসসমুহ চিন্তিত করে সেখান থেকে প্রয়ােজনীয় তহবিল সংগ্রহ করা। একটি প্রকল্পে বিনিয়ােগ করার জন্য। প্রয়ােজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন এর মাধ্যমে অর্থায়ন করা হবে তা নির্ধারণ করা অর্থায়নের প্রধান কাজ। মালিকের নিজস্ব মূলধন ও ঋণকৃত মূলধনের মিশ্রণকে মূলধন কাঠামাে বলা হয়। যে মিশ্রণটির খরচ সবচেয়ে কম সেটাই কাম্য মিশ্রণ। আর এটা নির্ণয় করা অর্থায়নের কাজ। কোম্পানিতে শেয়ার মালিকদের আয় ও ঝুকির রক্ষা করে।

HSC Finance Banking & Insurance Assignment 2022 Answer

(২) মূলধন বাজেটিং সিদ্ধান্ত: মূলধন বাজেট সিদ্ধান্ত বলতে একটি প্রকল্প চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও নির্বাচন করাকে বুঝায়। অর্থাৎ মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদি বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বুঝায়। একটি প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়ােজন, প্রকল্পের কার্যকাল , ঐ প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়, আয়ের অনিশ্চয়তা প্রভৃতি বিষয় বিবেচনা ও মূল্যায়ন করে বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই দীর্ঘ মেয়াদি অর্থায়নের পূর্বে প্রকল্পের মূলধন বাজেটিং -এর মাধ্যমে আর্থিক সম্ভাব্যতা। যাচাই করে নেওয়া অর্থায়নের অন্যতম কাজ। সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই দীর্ঘ মেয়াদি অর্থায়নের পূর্বে প্রকল্পের মূলধন বাজেটিং -এর মাধ্যমে আর্থিক সম্ভাব্যতা যাচাই করে নেওয়া অর্থায়নের অন্যতম কাজ।

(৩) স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা: একটি প্রতিষ্ঠানে স্থায়ী ও চলতি এই দুই ধরনের সম্পদ থাকে। স্থায়ী সম্পত্তি চলতি সম্পত্তিতে সময় করে অর্থ বিনিয়ােগ করতে হয়। এজন্য একজন আর্থিক ব্যবস্থাপককে যে কোন ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে চলতি মূলধন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়। চলতি মূলধনে বিনিয়ােগের ক্ষেত্রে কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা ও তারল্য-এর মধ্যে সামঞ্জস্য বিধান করাই প্রধান কাজ। স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদপন্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বুঝায়। কী পরিমাণ কাঁচামাল ক্রয়ের জন্য অর্থ কোথা হতে সংগ্রহ করা যাবে – এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়ােগ সিদ্ধান্ত বলে।

HSC Finance Banking & Insurance Assignment 2022 Answer

কোন কোম্পানি যদি চলতি মূলধনে অধিক বিনিয়ােগ করে বা মূলধন যদি অব্যবহৃত থাকে, তাহলে মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে। আবার যদি চলতি সম্পত্তিতে আর্থিক বিনিয়ােগের পরিমাণ কমে যায় তাহলে কোম্পানির চলতি দেনা পরিশােধে অসুবিধা হয়। যাতে মুনাফা অর্জন ক্ষমতা কমে না যায়, আবার দেনা পরিশােধের অপারগতা সংক্রান্ত ঝুঁকির সম্মুখীন হতে না হয়। চলতি মূলধনের প্রধান উপাদান হলাে নগদ তহবিল, কাঁচামাল বা উৎপাদিত দ্রব্যের মজুত, বিবিধ দেনাদার, প্রাপ্যবিল ইত্যাদি। ব্যবসায়ের দৈনন্দিন কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়ােজনীয় মূলধনকে স্বল্পমেয়াদি বা চলতি মূলধন বলা হয়। চলতি মূলধনের উপাদান হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায় যার মেয়াদ ১ বছর বা তার কম।

 

HSC Finance Banking & Insurance Assignment 2022 Answer

(৪) তহবিল/ মুনাফা বণ্টন: চলতি ব্যবসায়ে মুনাফা হলে তা মালিকের মাঝে বিতরণ করা হয়। এটিকে লভ্যাংশ বা উরারফবহফ (Dividend) বলে। ব্যবসা প্রসারের জন্য এটি অর্থায়নের একটি উৎস হিসেবে কাজ করে। অর্জিত মুনাফার কি পরিমাণ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে এবং কি পরিমাণ কোম্পানিতে রেখে দেওয়া হবে তা ঠিক করে নিতে হয়। তাই যে লভ্যাংশ বন্টন হার কোম্পানির শেয়ার মালিকদের সন্তুষ্ট রেখে এবং ভবিষ্যতের বিনিয়ােগ সুযােগের সদ্ব্যবহারের সংস্থান রেখে শেয়ার মূল্য সর্বাধিক করতে পারে তাই কাম্য লভ্যাংশ বন্টন’ তাছাড়া, কোম্পানির লভ্যাংশ প্রদানের স্থায়ীত্ব এবং বােনাস শেয়ার ও নগদ লভ্যাংশ প্রদানের ব্যাপারে আর্থিক ব্যবস্থাপককে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়।

 যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহ:

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিসমূহঃ নীতিমালা হল কার্যসম্পাদনের কাঠামাে। সুতরাং নীতিমালা বলতে এমন কিছু স্টেলিক বিষয়কে বুঝায় যা নির্দিষ্ট কোন কার্য সম্পাদন করার ক্ষেত্রে অনুসরন করা হলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন সহজতর হয়। তাই একজন আর্থিক ব্যবস্থাপককে। বিনিয়ােগ সিদ্ধান্ত এবং র্থায়নের অন্যান্য কাজ সম্পাদনের সময় অর্থায়নের এসব নীতিমালা বিবেচনা করতে হয়। নিয়ে। অর্থায়নের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে আলােচনা করা হলােঃ

১) অর্থের সময়মূল্য নীতি: এই নীতি সব ধরনের বিনিয়ােগের সাথে জড়িত। সময়ের পরিবর্তনের সাথে সাথে টাকার মূল্য পরিবর্তন হয়। কারণ | আজকের ১০০ টাকা একবছর পরের ১০০ টাকার সমান নয়। কেননা বিনিয়ােগের যথার্থ মূল্যায়ন একটি নির্দিষ্ট বাট্টাহার মাধ্যমে অর্থের সময়মূল্য নির্ধারণ করা হয়। একজন আর্থিক ব্যবস্থাপক তখনই একটি বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ করে যখন উক্ত প্রকল্পের প্রত্যাশিত নগদ প্রবাহের বাউকৃত মূল্য প্রাথমিক বিনিয়ােগের চেয়ে বেশি হয়। কারণ আপাতদৃষ্টিতে বটিকরণ ছাড়া নগদ প্রবাহ বেশি মনে হলেও তা প্রকৃত পক্ষে বিনিয়ােগের সময়মূল্য নির্ধারণ করা হয়।

HSC Finance Banking & Insurance Assignment 2022 Answer

একজন আর্থিক ব্যবস্থাপক তখনই একটি বিনিয়ােগ সিদ্ধন্ত গ্রহণ করে ঘখন উক্ত প্রকল্পের প্রত্যাশিত নগদ প্রবাহের বাটিকৃত মূল্য প্রাথমিক বিনিয়ােগের চেয়ে বেশি হয়। কারণ আপাতদৃষ্টিতে বাটাকরণ ছাড়া নগদ প্রবাহ বেশি মনে হলেও তা প্রকৃত পক্ষে বিনিয়ােগের চেয়ে বেশি নাও হতে পারে।

২) তারল্য ও মুনাফা: আমরা প্রতিনিয়ত শামিল আন্দোনের খবর পত্র পত্রিকায় দেখে থাকি। যেমন ধরন, বকেয়া বেতনের দাবিতে কারখানা বন্ধ করে নেওয়ার খবর। অর্থাৎ এ প্রতিষ্ঠানটি তারল্য সংকট দেখা দিয়েছে। তারল্যের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কেননা বেশি তারল্য থাকলে খরচ বেড়ে যায় আবার কম হলে ব্যয় নির্বাহ করা যায় ।

৩) ঝুঁকি-মুনাফা নীতি: বাস্তবে একজন পাইলট বেতন ও ভাতাদি মিলিয়ে পর্যাপ্ত আর্থিক সুবিধা ভােগ করে। কারণ তার কাজের মধ্যে একটি ঝুঁকি রয়েছে। অর্থাৎ ঝুঁকি গ্রহণের সাথে আয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ঝুকি ও আয়ের মধ্যে বিপরিত সম্পর্ক বিদ্যমান। বিনিয়ােগের ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক ঝুকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধনপূর্বক বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বিনিয়ােগ হতে প্রত্যাশিত মুনাফা অ্যাপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুকি বলা হয়। ঝুঁকির কারণেই বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ মুনাফা অর্জন করা সম্ভব হয় না এবং বিনিয়ােগ ক্ষতির সম্মুখীন হয়। বিনিয়ােগ হতে প্রাপ্ত নগদ অর্থ যদি ব্যয়ের জেয়ে বেশি হয় তাকে মুনাফা বলে।

HSC Finance Banking & Insurance Assignment 2022 Answer

ঝুকিমুনাফা নীতি অনুসারে বিনিয়ােগ যত বেশি ঝুঁকিপূর্ণ হবে প্রত্যাশিত মুনাফার হার ততাে বেশি হবে। কারণ একজন। | বিনিয়ােগকারী যখন অধিক ঝুকি গ্রহণ করে তখন সে অধিক মুনাফা প্রত্যাশা করে। আর্থিক ব্যবস্থাপকের ঝুকি ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যায়।

৪) পাের্টফলিও বৈচিত্রায়নের নীতি: একজন বিনিয়ােগকারী তার সমস্ত অর্থ একটি সম্পদে বিনিয়ােগ না করে একাধিক সম্পদে বিনিয়ােগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাস করার প্রচেষ্টাকে পাের্টফলিও বৈচিত্রায়নের নীতি বলা হয়। অর্থায়নে একটি বহুল প্রচলিত মতবাদ হচেহ সম্পদ। ব্যবস্থাপনার ক্ষেত্রে এনীতির ভূমিকা অপরিসীম। ধরুন, আপনার সব টাকা মানিব্যাগে রেখেছেন। এটি হারিয়ে গেলে পুরাে টাকাই খােয়া যাবে। আর যদি কিছু টাকা মানিব্যাগে কিছু প্যান্টের পকেটে কিছু সার্টের পকেটে রাখা হলে ম্যানিব্যাগ। হারালে পুরাে টাকা খােয়া যাবে না। এটাই মূলত বৈচিত্রায়ন।

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্য বর্ননা:

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্যঃ যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত সিদ্ধান্তগুলাে বাস্তবায়নের প্রধান উদ্দেশ্য হলাে ঐ কোম্পানির নির্দিষ্ট লক্ষ্যে। পৌছানাে। কোম্পানির ঐ লক্ষ্যে পৌছানাের জন্যই পূর্বে বর্ণিত বিনিয়ােগ সিদ্ধান্ত, অর্থসংস্থান সিদ্ধান্ত ও লভ্যাংশ সিদ্ধান্ত সুষ্ঠুভাবে গ্রহণ ও তার বাস্তবায়ন একান্ত প্রয়ােজন। এগুলাের বাস্তবায়ন করা প্রতিষ্ঠানের একটি চলমান প্রক্রিয়া। একটি ফার্মের সর্বজন স্বীকৃত উদ্দেশ্য হচ্ছে ঐ ফার্মের মালিকের বা মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণ (economic welfare) সাধন করা। মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণের জন্য মূলতঃ দু’টি পন্থা (approach) আছে। তা হলাে:

১. মুনাফা সর্বাধিককরণ (Profit Maximization)

২. সম্পদ সর্বাধিককরণ (Wealth Maximization)

(১) মুনাফা সর্বাধিকরণ: কোন ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে মালিকদের জন্য মুনাফা অর্জন এবং তা সর্বাধিকরণ করা। মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যকে সামনে রেখে একজন আর্থিক ব্যবস্থাপক ঐ ফার্মের | বিনিয়ােগ সিদ্ধান্ত, অর্থসংস্থান সিদ্ধান্ত ও লভ্যাংশ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করেন।

HSC Finance Banking & Insurance Assignment 2022 Answer

(২) সম্পদ সর্বাধিকরণ: একটি ফার্মেরর সবচেয়ে গ্রহণযােগ্য এবং যথাযথ উদ্দেশ্য হচ্ছে ঐ ফার্মের শেয়ারহােল্ডারদের তথা, ফার্মের সম্পদ সর্বাধিকরণ বা নীট বর্তমান মূল্য সর্বাধিকরণ। কোম্পানির বা ফার্মের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যকে সামনে রেখে ঐ কোম্পানির আর্থিক কর্মকান্ড বা সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে থাকে। এটি মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যের দুর্বলতাগুলাে দূর করে সঠিকভাবে সম্পদের পরিমাপ করতে সক্ষম হয় বলে এ উদ্দেশ্যটি একটি সুষ্ঠু ও যুক্তিসঙ্গত উদ্দেশ্য হিসেবে। সার্বজনীনভাবে গৃহীত। এটি ফার্মের মুনাফা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব আরােপ করে। ফার্মের দীর্ঘমেয়াদী মূল্য এর প্রবৃদ্ধি, বিনিয়ােগকারীদের ঝুঁকির পরিমাণ, এর শেয়ার মূল্য, লভ্যাংশ ইত্যাদি দ্বারা এ উদ্দেশ্য প্রভাবিত হয়।

 

 

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য kormojog.com এর ফেসবুক পেইজ কর্মযোগ লাইক এবং ফলো করে রাখ।

About Karmojog

Check Also

এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর SSC 2022 11th Week Sharirik Shikkha Answer, …