ই-পাসপোর্ট তৈরীর নিয়ম ২০২৩ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ডিআইপি ডট গভ ডটবিডির তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে।
এ চিপের মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য, যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। এতে মাইক্রোপ্রসেসর বা চিপ এবং অ্যান্টেনাসহ স্মার্টকার্ড প্রযুক্তি ব্যবহৃত হয়। পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য চিপে সংরক্ষণ করা হয়।
ই-পাসপোর্টে যেসব বায়োমেট্রিক তথ্য নেয়া হয় সেসব হলো:—ছবি, আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও আইরিশ। ইলেকট্রনিক বর্ডার কন্ট্রোল ব্যবস্থা (ই-বর্ডার) দিয়ে পাসপোর্ট চিপের বাইরের বায়োমেট্রিক বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক যাচাই করা হয়। তাই জালিয়াতি করা কঠিন।
সাধারণ পাসপোর্ট থেকে ই-পাসপোর্টের পার্থক্য হলো:- এতে মোবাইল ফোনের সিমের মতো ছোট ও পাতলা আকারের চিপ থাকে। এতে ৩৮ ধরনের নিরাপত্তাবৈশিষ্ট্য থাকবে, যার অনেক বৈশিষ্ট্য থাকবে লুকানো অবস্থায়। ই-পাসপোর্ট করার সময় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) তথ্যভাণ্ডারে পাওয়া তথ্যগুলো ই-পাসপোর্টে স্থানান্তর করা হবে।
অনলাইনে পাসপোর্ট করার নিয়ম
সাধারণত পাসপোর্টের মতো ই-পাসপোর্টের আবেদনও অনলাইনে পাওয়া যাবে। চাইলে পিডিএফ ফরম নামিয়ে নিয়ে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি ও সকল সনদ সত্যায়ন করা লাগবে না। বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদনপত্র গ্রহণের সময় আবেদনকারীর ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি নেওয়া হবে। সেসব তথ্য চিপে যুক্ত হবে। ইমিগ্রেশন পুলিশ বিশেষ যন্ত্রের সামনে পাসপোর্টের পাতাটি ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে।
ই-পাসপোর্ট তৈরীর নিয়ম ২০২২
ই- পাসপোর্ট এর ধরন:
ই-পাসপোর্ট দুই ধরনের।
একটি ৪৮ পাতার, অন্যটি ৬৪ পাতার। সাধারণ, জরুরি ও অতি জরুরির জন্য ফি তিন ধরনের।
আবেদন যেভাবে করা যাবে:
ই-পাসপোর্টের জন্য অনলাইনে www.dip.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সাইটে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নেওয়ার সুবিধা আছে। সেখানে শুরুতেই অনলাইনে পাসপোর্ট আবেদন, নতুন/রি-ইস্যু বাটন পাওয়া যাবে। এখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। এর আগে দেখে নিতে পারেন ই-পাসপোর্ট আবেদনের ৫টি (পাঁচ) ধাপ।
১. বর্তমান বসবাসরত জেলাতে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কি না।
২. অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফরম,
৩. পাসপোর্ট ফি পরিশোধ,
৪. ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ।
৫. পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সংগ্রহ।
ই-পাসপোর্ট তৈরীর নিয়ম ২০২২
ই পাসপোর্ট করার ক্ষেত্রে আরও কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলো হলো: কাগজপত্র ও ব্যক্তিগত তথ্য যাচাই, আবেদনকারীর ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশের ছবি গ্রহণ, যথাযথভাবে পাসপোর্ট ফি পরিশোধ হয়েছে কি না এবং তালিকাভুক্তির পর সরবরাহ করা ডেলিভারি স্লিপ সংরক্ষণ। পাসপোর্ট গ্রহণের সময় ডেলিভারির রসিদ প্রদর্শন বাধ্যতামূলক। এ ছাড়া সর্বশেষ পুরোনো পাসপোর্ট (যদি থাকে) নিতে হবে।
ই-পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময়ে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। বাংলাদেশের পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা যাবে। অনলাইন পেমেন্ট ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।
সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট দেওয়া হয় এবং এখন পর্যন্ত চালু করা অনলাইন পেমেন্ট পদ্ধতি হলো স্টারকার্ড, ভিসা, কিউ-ক্যাশ, মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ ও ডিবিবিএল নেক্সাস।ই- পাসপোর্টের ফি কত
আরো দেখুন: সাপ্তাহিক চাকরির ডাক
আরোও পড়তে পারেন:
- ই পাসপোর্ট ফি কত ২০২২
- বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- বাংলাদেশ ব্যাংক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- পূবালী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২বাংলাদেশ রাবার বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
- কাস্টমস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
- খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে লাইক দিন।
18 comments
Pingback: বাংলাদেশের ব্যাংক একাউন্ট খোলার নিয়ম - eservicesbd
Pingback: বিকাশ পিন লক হলে করণীয় - apkvlog
Pingback: অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২২ - apkvlog
Pingback: জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড ২০২২ - apkvlog
Pingback: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২ - apkvlog
Pingback: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২ - priocircular
Pingback: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম - Ajobsnews
Pingback: ফার্মেসি ব্যবসা করার নিয়মসমূহ ২০২২ - Alljobsnewspaper
Pingback: অনলাইনে ট্রেনের টিকেট বিকাশে কাটার নিয়ম ২০২২ - Alljobsnewspaper
Pingback: ই-পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২ - jobsnotice24
Pingback: বাংলাদেশ ও বিশ্বপরিচয় পুরো বই থেকে সংগৃহিত সর্বমোট ৩৮৩ টি গুরুত্বপুর্ণ প্রশ্নের নোট - Jobsofficial
Pingback: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । BPSC Job Circular 2022 - Jobsofficial
Pingback: Grameen Bank Job Circular 2022 - Jobsofficial
Pingback: BRAC Bank Limited Job Circular 2022 - Jobsofficial
Pingback: Palli Karma Sahayak Foundation PKSF Job Circular 2022 - Jobsofficial
Pingback: অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২ - Alljobsnewspaper
Pingback: কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম - Jobsexam
Pingback: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান - Uttamjob