সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান (প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি তে কাজে লাগবে এমন সকল সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান ২০২৪ আপডেট নিয়ে আজকের এ আয়োজন।
এই পোস্টে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে, আরো পাবেন সরকারি যেকোনো চাকরির সাধারণ জ্ঞান, বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিগত বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৩, বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং প্রাইভেট ব্যাংকে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪, বাংলাদেশ ছোটদের সাধারণ জ্ঞান, হ্যান্ডবুক আন্তর্জাতিক বিষয়াবলি,
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৪, সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী ২০২৪ pdf, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ আন্তর্জাতিক, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩-২০২৪, করোনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ সেপ্টেম্বর, সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান ২০২৪, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ আন্তর্জাতিক, সাম্প্রতিক সাধারণ জ্ঞান আগষ্ট ২০২৪, সাম্প্রতিক সাধারণ জ্ঞান নভেম্বর ২০২৪
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | General Knowledge 2024
বাংলাদেশ বিষয়াবলীঃ
- প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব ২০ সদস্যের সমন্বয়ে। - প্রশ্ন : ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট । - প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর । - প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
- উত্তর : রংপুর ।
- প্রশ্ন : মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় -
প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
- উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)।
- প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। -
প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
- উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৷
- প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম । - প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম “রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান। -
প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে?
- উত্তর : আবদৌলায়ে সেক ।
- প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত?
উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন। - প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)। - প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম । - প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান। - প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী মারা যায়। - প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব। - প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান - প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?
উত্তর : মায়িশা রহমান । - প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৫ জন । - প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি ।
আন্তর্জাতিক বিষয়াবলীঃ
- প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৩ কোন ৫ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড। - প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম কাচের স্কাইওয়াক নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : মহারাষ্ট্র, ভারত। - প্রশ্ন : মেক্সিকোয় প্রথম নারী প্রধান • বিচারপতির নাম কী?
উত্তর : নরমা লুসিয়া পিনা । - প্রশ্ন : ৭১তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?
উত্তর : আর বনি গ্যাব্রিয়েল (যুক্তরাষ্ট্র)। - প্রশ্ন : লেপার্ড-২ ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর : জার্মানি। - প্রশ্ন : চ্যালেঞ্জার-২ ট্যাংক কোন দেশ তৈরি করে?
উত্তর : যুক্তরাজ্য। - প্রশ্ন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন রুশ কমান্ডার কে?
উত্তর : চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। - প্রশ্ন : চিপ যুদ্ধ কী?
উত্তর : সাম্প্রতিক সময়ে ‘সেমিকন্ডাক্টর চিপ’ শিল্পের বাজার ধরতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চিপ যুদ্ধ বলে পরিচিত। - প্রশ্ন : ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্তানবুলের রামি ব্যারাককে পুনঃসংস্কারের পর তৈরি করা ‘রামি লাইব্রেরি’ কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ২০ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া পঞ্চম সাবমেরিনের নাম কী?
উত্তর : আইএনএস বাগির। - প্রশ্ন : Ghostwriting কী?
উত্তর : একজনের মুখ থেকে শুনে শুনে লেখার রীতি হলো Ghostwriting । যিনি লেখেন তিনি Ghostwriter.
বৃহত্তম, ক্ষুদ্রতম , উচ্চতমঃ
- বৃহত্তম মহাদেশ—এশিয়া
- ক্ষুদ্রতম মহাদেশ : অষ্ট্রেলিয়া
- বৃহত্তম দেশ-রাশিয়া
- ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান।
- বৃহত্তম গ্রহ বৃহস্পতি
- ক্ষুদ্রতম গ্রহ : বুধ
- বৃহত্তম রাত–২২ ডিসেম্বর
- ৪. ক্ষুদ্রতম দিন –২২ ডিসেম্বর
- বৃহত্তম দিন–২১ জুন।
- ক্ষুদ্রতম রাত –২১ জুন
- বৃহত্তম মহাসাগর -প্রশান্ত মহাসাগর
- ক্ষুদ্রতম মহাসাগর : উত্তর মহাসাগর
- বৃহত্তম পাখি–ভোরোম্বে টাইটান
- ক্ষুদ্রতম পাখি ; হামিং বার্ড
- বৃহত্তম – আমাজান
- ক্ষুদ্রতম নদী : ৱাে নদী
- বৃহত্তম মহাসাগর: প্রশান্ত মহাসাগর।
- বৃহত্তম শহর : লন্ডন (আয়তনে)
- বৃহত্তম শহর : টকিও (জনসংখ্যায়)
- বৃহত্তম ব-দ্বীপ : বাংলাদেশ।
- বৃহত্তম যাদুঘর : বিটিশ মিউজিয়াম।
- বৃহত্তম বিমান বন্দর জেদ্দা বিমানবন্দর।
- বৃহত্তম গ্রন্থাগার লাইব্রেরী অব দ্য কংগ্রেস।
- বৃহত্তম ঘড়ি : মক্কা ক্লক (সৌদি আরব)।
- বৃহত্তম মসজিদ : শাহ ফয়সাল মসজিদ।
- বৃহত্তম ব্যাংক : সুইস ব্যাংক।
- বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান সাগর।
- বৃহত্তম জলপ্রপাত : নায়গ্রী।
- বৃহত্তম প্রাণী ; নীল তিমি
- বৃহত্তম মরু ভূমি : সাহাৱামরুভূমি।
- বৃহত্তম দিন : ২১ জুন।।
- বৃহত্তম রাত : ২২ ডিসেম্বর।
- উচ্চতম সেতু — জর্জ সেতু
- উচ্চতম প্রাণী -জিরাফ
- উচ্চতম হ্রদ – টিটিকাকা
- উচ্চতম মূর্তি– মাদার ল্যান্ড (মস্কো)
- উচ্চতম মালভূমি –পামির মালভূমি
- উচ্চতম জলপ্রপাত –অ্যাঞ্জেল জলপ্রপাত
- উচ্চতম পিরািমিড -খুফুর পিরামিড
- উচ্চতম আগ্নেয়গিরি –গুয়ালটিবি আগ্নেয়গিরি
- উচ্চতম রাজধানী ; লাপাজ
- উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্ট
- উচ্চতম বাঁধ –রােগেন বাঁধ
- উচ্চতম স্ট্যাচু — স্ট্যাচু অব লিবার্টি
পাহাড় -পর্বত-মালভূমি-সমভূমি ও মরুভূমিঃ
১। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণি–আন্দিজ পর্বতমালা
২। এশিয়ার সর্ববৃহৎ পর্বতমালা –হিমালয়
৩। ইউরােপের সর্ববৃহৎ পর্বতমালা –আল্পস
৪। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম –মাউন্ট এভারেস্ট
৫। এভারেস্ট শৃঙ্গের নেপালী নাম –সাগরমাতা
৬। আন্দিজ পর্বতমালার অবস্থান –দক্ষিণ আমেরিকায়
৭। পৃথিবীর বৃহত্তম সমভূমি –মধ্য ইউরােপের সমভূমি
৮। পৃথিবীর ছাদ বলা হয় –পামীর মালভূমিকে
৯। পৃথিবীর বৃহত্তম মরুভূমি –সাহারা মরুভূমি, উত্তর আফ্রিকা।
১০। থর মরুভূমির অবস্থান –ভারত-পাকিস্তান
১১। গােবি মরুভূমির অবস্থান –মঙ্গোলিয়া
১২। কালাহারি মরুভূমির অবস্থান –বােতসােয়ানা { না থাকলে দক্ষিণ আফ্রিকা বিখ্যাত শহর,স্কোয়ার হল, টাওয়া
শহর:
1) বান্দুং – ইন্দোনেশিয়া
2) ট্রয় নগরী – তুরস্কে
3) দারফুর → সুদানে
4) মংডু → মিয়ানমার।
5) কোকাং — মিয়ানমার
6) পালমিরা → সিরিয়া
7) হামা সিরিয়া
৪) বামিয়ান- আফগানিস্তান
9) হাত্রা- ইরাক
10) ফালুজা-→ ইরাক
11) শংখলা – থাইল্যান্ড
স্কোয়ারের অবস্থানঃ
1) বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়া
2) রেড স্কোয়ার — মস্কো, রাশিয়া।
3) ট্রাফালগার স্কোয়ার — লন্ডনে।
4) তাস্কিম স্কয়ার, তুরস্ক
5) ইউনিভার্সিটি স্কয়ার— সানা, ইয়েমেন
6) তিয়েনমেন স্কয়ার বেইজিং, চীন
7) গ্রীন স্কয়ার ত্রিপলী, লিবিয়া
৪) রেড স্কয়ার রাশিয়া
9) ট্রাস্লাগার স্কয়ার লন্ডন
10) ডেমক্রেসি স্কয়ার কম্বােডিয়া
11) তাহরির স্কয়ার কায়রাে, মিশর
12} আজাদি স্কয়ার তেহরান
1) গ্রেট হল অবস্থিত – চীনে
2) হােয়াইট হল অবস্থিত – লন্ডনে
3) ইনডিপেন্ডেনস হল অবস্থিত – যুক্তরাষ্ট্রে
টাওয়ারঃ
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে
আইফেল টাওয়ার অবস্থিত – প্যারিসে,
ওয়াল স্ট্রিট – নিউইয়র্কে (শেয়ার বাজারের জন্য বিখ্যাত)।
ফ্লাট স্ট্রীট – লন্ডনে (খবরের কাগজের জন্য বিখ্যাত)
বন্ড স্ট্রীট — লন্ডনে (জুয়েলারি ও টেইলারিং এর জন্য বিখ্যাত)
1) টাইগার হিল অবস্থিত – কাশ্মীরে।
2) ‘ডেমোক্র্যাসি মনুমেন্ট’ অবস্থিত – ব্যাংকক,থাইল্যান্ড
উপনামঃ
- পঞ্চ ড্রাগনের দেশ-তাইওয়ান
- পঞ্চনদের দেশ—পাঞ্জাব
- ইউরােপের রুগ্ন মানুষ—তুরস্ক
- শ্বেতাঙ্গদের কবরস্তান—গিনিকোস্ট
- ইউরােপের সমর রণক্ষেত্র—বেলজিয়াম
- ইউরােপের ককপিট—বেলজিয়াম
- সম্মেলনের শহর —জেনেভা
- দক্ষিণ ভারতের উদ্যান—তাঞ্জোর
- ইউরােপের ক্রীড়াঙ্গন—সুইজারল্যান্ড
- দক্ষিণের গ্রেট ব্রিটেন—নিউজিল্যান্ড
- ইউরােপের বুট—ইতালি
- বাজারের শহর—কায়রাে
- জাঁকজমকের নগরী—নিউইয়র্ক
- পৃথিবীর রাজধানী—নিউইয়র্ক
- ক্যাঙ্গারুর দেশ—অস্ট্রেলিয়া
- সাদা শহর—বেলগ্রেড
- উদ্যানের শহর—শিকাগাে
- বাতাসের শহর—শিকাগো
- পৃথিবীর কসাইখানা—শিকাগো
- দ্বীপের মহাদেশ—ওশেনিয়া
- ভূ-স্বর্গ—কাশ্মির।
- গােলাপী শহর—জয়পুর,রাজস্থান
- পবিত্র পাহাড়—ফুজিয়ানা(জাপান)
- পবিত্র ভূমি—জেরুজালেম
- পবিত্র দেশ—ফিলিস্তিন
- সােনালি আঁশের দেশ—বাংলাদেশ
- সাত পাহাড়ের শহর—রোম
- পােপের শহর—রােম
- নীরব শহর—রােম
- চির শান্তির শহর —রােম
- সােনালি তােরণের দেশ—সানফ্রান্সিসকো
- চির সবুজের দেশ—নাটাল
- সােনালি প্যাগােডার দেশ —মায়ানমার
- চির বসন্তের নগরী—কিটো
- গ্রানাইটের শহর—এভারভিন
- গগনচুম্বী অট্টালিকার শহর—নিউইয়র্ক
- দক্ষিণের রাণী—সিডনি
- হাজার হ্রদের দেশ—ফিনল্যান্ড
- আদ্রিয়াটিকের রাণী—ভেনিস
- আদ্রিয়াটিকের দয়িতা—ভেনিস
- নিশ্ৰুপ সড়ক শহর—ভেনিস
- শান্ত সড়ক—ভেনিস
- দ্বীপের নগরী—ভেনিস
- প্রাচ্যের ভেনিস—ব্যাংকক
- উত্তরের ভেনিস—স্টকহােম
- বাংলার ভেনিস—বরিশাল
- প্রাচ্যের ডান্ডি—নারায়ণগঞ্জ(বাংলাদেশ)
- অন্ধকারাচ্ছন্ন মহাদেশ—আফ্রিকা
- হর্ন অফ আফ্রিকা—ইথিওপিয়া
- প্রাচীরের দেশ—চীন
- আফ্রিকার কিং—ইথিওপিয়া
- শ্বেতহস্তীর দেশ/ শ্যামদেশ—থাইল্যান্ড
- চীনের নীলনদ—ইয়াংসিকিয়াং
- পীত নদীর দেশ—হােয়াংহাে
- প্রাচ্যের ম্যানচেস্টার—ওসাকা(জাপান)।
- হলদে নদী—হােয়াংহাে
- নীল পর্বত—নীলগিরি পাহাড়
- সােভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার-ইউক্রেন
- প্রাচ্যের গ্রেট ব্রিটেন—জাপান
- সূর্য উদয়ের দেশ—জাপান
- ভূমিকম্পের দেশ —জাপান
- বজ্রপাতের দেশ—ভুটান
- ম্যাপল পাতার দেশ—কানাড়া
- লিলি ফুলের দেশ—কানাডা
- সমুদ্রের বধূ—গ্রেট ব্রিটেন।
- সমুদ্রের নদী—গালফ স্ট্রিম।
- মেডিটেরিয়নের দেশ- জিব্রাল্টার
- রৌপ্যের শহর—আলজিয়ার্স
- স্বর্ণ নগরী—জোহান্সবার্গ
- ভূমধ্যসাগরের চাবি/প্রবেশদ্বার—জিব্রাল্টার
- বিশের রুটির ঝুড়ি—প্রেইরি
- হারকিউলিসের স্তম্ভ—জিব্রাল্টার মালভূমি
- পিরামিডের দেশ—মিশর
- পৃথিবীর ছাদ—পামির মালভূমি
- নীল নদের দেশ —মিশর
- নিষিদ্ধ দেশ—তিব্বত
- নিষিদ্ধি শহর—লাসা
- পশুপালনের দেশ—তুর্কিস্তান
- পশ্চিমের জিব্রাল্টার—কুইবেক
- পৃথিবীর চিনির আধার—কিউবা
- মুক্তার দেশ—কিউবা
- মুক্তার দ্বীপ—বাহরাইন
- মরুর মুক্তা–পালমিরা
- মরুভূমির দেশ—আফ্রিকা
- মসজিদের শহর—ঢাকা, ইস্তাবুল
- রিক্সার নগরী—ঢাকা
- ট্যাক্সির নগরী—মেস্কিকো
- মটর গাড়ীর শহর—ডেট্রয়েট শহর
- আগুনের দ্বীপ—আইসল্যান্ড
- লবঙ্গ দ্বীপ—জাঞ্জিবার
- পান্নার দ্বীপ—আয়ারল্যান্ড
- পৃথিবীর সুন্দর দ্বীপ—ট্রিস্টিয়ানা-ডি-কানা
- মন্দিরের শহর—বেনারস
- রাজপ্রাসাদের নগর—কলকাতা
- শান্ত সকালের দেশ—কোরিয়া
- মহীশুরের বাঘ—টিপু সুলতান।
- সকালবেলার শান্তি– কোরিয়াকে
- সােনার অন্তঃপুরে—ইস্তাবুল
- ব্রিটেন বাগান—কেন্ট
- ভারতের রােম—দিল্লি
- ভাটির দেশ—বাংলাদেশ
- ভারতের উদ্যান লখনৌ পৃথিবীর ব-দ্বীপ
- বাংলাদেশের প্রবেশদ্বার—চট্টগ্রাম
- পাকিস্তানের প্রবেশদ্বার করছি
- ভারতের প্রবেশদ্বার—মুম্বাই
- কানাডার প্রবেশদ্বার—সেন্ট-লরেন্স
- সংবাদিতার নােবেল পুরষ্কার বলা হয়
- কোনটি কে-ম্যাগসেসাই
- এশয়ার নােবেল পুরষ্কার বলা হয়।
- কোনটিকে—ম্যাগসেসে পুরষ্কারকে
- ক্রিকেটের বাইবেল বলা হয় কোন
- ম্যাগাজিনকে–ইউজডেন।
- ক্রিকেটের তীর্থস্থান বলা হয় কোন স্টেডিয়াম কে–লর্ডস স্টেডিয়াম।
- ক্রিকেটের আবাসভূমি নামে আখ্যায়িত করা করা হয় কোন মাঠকে–লর্ডসকে
সংগঠনঃ
- সার্কভুক্ত কোন দেশে সার্ক সম্মেলন হয়নি- আফগানিস্তান
- সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই– মালদ্বীপ।
- সার্কভুক্ত কোন দেশ আয়তনে/জনসংখ্যায় বড়- ভারত । |
- সার্কভুক্ত কোন দেশের শিক্ষার হার সবচেয়েবেশি– মালদ্বীপ ।
- সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় | সবচেয়ে বেশি– মালদ্বীপ ।
- সার্কভুক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহীনি নেই -মালদ্বীপ
- সার্কভুক্ত কোন দেশে সমুদ্র বন্দর নেই – আফগানিস্তান,নেপাল, ভুটান।
- সার্কের প্রস্তাবক দেশ—বাংলাদেশ ।
- সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক দেশ – ভারত
- সার্ক বিশ্ববিদ্যালয় নয়া দিল্লি, ভারত ।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় –টোকিও জাপান ।
সংবাদ সংস্থাঃ
- বাসস – বাংলাদেশ সংবাদ সংস্থা।
- এপি — এসােসিয়েটেড প্রেস, যুক্তরাষ্ট্র।
- সিনহুয়া — চীনের সংবাদ সংস্থা।
- রয়টার — যুক্তরাজ্যের সংবাদ সংস্থা।
- পিটিআই — প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ভারত।
- এ পি পি == এসােসিয়েটেড প্রেস অব পাকিস্তান, পাকিস্তান।
- তাস – রাশিয়ার সংবাদ সংস্থা।
- ৪. ইরনা – ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সী,
- ইনা – ইরাকী নিউজ এজেন্সী, ইরাক।
- আনতারা — ইন্দোনেশিয়ার একটি সংবাদ সংস্থা।
- ইউ এন আই — ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া ভারত।
- ইউ পি আই — মার্কিন যুক্তরাষ্ট্র।
- এ এফ পি == এজেন্সী অব ফ্রান্স প্রেস, ফ্রান্স।
- এন সি এন এ — নিউ চায়না নিউজ এজেন্সি, চীন।
- এম ই এন এ — মিডল ইস্ট নিউজ এজেন্সী,
- জানা – লিবিয়া সংবাদ সংস্থা।
- সানা — সিরিয়ার সংবাদ সংস্থা।
- এ ডি এন — জার্মানীর সংবাদ সংস্থা।
- তানযুপ — যুগোশ্লাভিয়ার সংবাদ সংস্থা।
- নভেস্তি — রাশিয়ার সংবাদ সংস্থা।
- মেনা — মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা।
- সমাচার ভারতী — ভারতের সংবাদ সংস্থা।
- এস পি এ – সৌদি প্রেস এজেন্সি, সৌদি আরব।
- হিন্দুস্থান সমাচার — ভারতের সংবাদ সংস্থা।
প্রনালীঃ
- ভারত-শ্রীলংকা কে পৃথক করেছে====পক প্রণালী।
- এশিয়া–আমেরিকা কে পৃথক করেছে===বেরিং প্রণালী
- এশিয়া-ইউরােপ কে পৃথক করেছে=-বসফরাস প্রণালী
- এশিয়া-আফ্রিকা কে পৃথক করেছে==বাব এল মানদেব প্রণালী
- আফ্রিকা কে ইউরােপ থেকে পৃথক করেছে-=জিব্রাল্টার প্রণালী
ব্যাতিক্রম সাধারণ জ্ঞানঃ
- ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ-তুরস্ক।
- মাছ নেই –জর্ডান নদী ।
- সংবিধান নেই -বৃটেন ।
- ডাকটিকেটে সেই দেশের নাম নেই -বৃটেন ।
- মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে- সিঙ্গাপুর ।
- বৃটিশ উপনিবেশ নয় কিন্তু কমনওয়েলথের সদস্য মােজাম্বিক ।
- ইসলামি রাষ্ট নয় কিন্তু OIC এর সদস্য –উগান্ডা
চুক্তি সমূহঃ
1) মুসলিম ও পৌত্তলিকদের মধ্যে মদিনা সনদ স্বাক্ষরিত হয় – ৬২২ খ্রিস্টাব্দে।
2) রাজার ক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে ইংল্যান্ডের রাজা জন ও জনগণের মধ্যে রানিমেড দ্বীপে ম্যাগনাকার্টা” নামক মুক্তি সনদ স্বাক্ষরিত হয় – ১২১৫ খ্রিস্টাব্দে।
3) মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও উভয় দেশের মধ্যে সমঝােতার জন্য ফ্রান্সের ভার্সাই নগরীতে ‘প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯১৯
4) ২য় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় – ১৯৪১ খ্রিস্টাব্দে, উদ্যোক্তা – মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল।
5) দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিধ্বস্ত ইউরােপের পুনর্গঠন, অর্থ সাহায্য এবং আন্তর্জাতিক অর্থ পরিচালনার নীতি প্রণয়ন করার উদ্দেশ্যে ব্রিটন উডস চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৪ খ্রিস্টাব্দে।
6) মানবাধিকার সনদ প্রণীত হয় – ১৯৪৮ খ্রিস্টাব্দে।
7) যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধির উপর চারটি আন্তর্জাতিক চুক্তি ‘জেনেভা কনভেনশন’ সম্পাদন হয় – ১৯৪৮ খ্রিস্টাব্দে, পৃথিবীর ৫৮টি দেশের মধ্যে।
৪) রাশিয়ার মস্কোকে পারমাণবিক পরীক্ষানিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৬৩ খ্রিস্টাব্দে।
9) কাশ্মীর যুগ্ধের অবসানের লক্ষ্যে ভারত পাকিস্তানের মধ্যে উজবেকিস্তানের রাজধানীতে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৬৬ খ্রিস্টাব্দে।
10) ব্যাকটেরিয়া টক্সিনসমৃদ্ধ অস্ত্রে ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে জীবাণুঘটিত অসুহ্রাস চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৭২ খ্রিস্টাব্দে।
11) যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে SALT I চুক্তি স্বাক্ষরিত হয় – ২৭ মে, ১৯৭২; SALT| || চুক্তি স্বাক্ষরিত হয় – ১৮ জুন, ১৯৭৯।
12) হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় – ৩ জুলাই, ১৯৭২।
13) ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৭৩ খ্রিস্টাব্দে।
14) মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৭৮ খ্রিস্টাব্দে।
15) ইউরােপের বিভিন্ন দেশের মধ্যে ম্যাচস্ট্রিটস চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৯২ খ্রিস্টাব্দে, অনুমােদিত হয় – ১৯৯৩ খ্রিস্টাব্দে।
16) ইসরাইল ও ফিলিস্তিনের অসলাে চুক্তি ১৯৯৩ সালে ।
17) দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ১০ বছরের মধ্যে দুই তৃতীয়াংশ হ্রাস করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে START-II চুক্তি স্বাক্ষরিত হয়- ৩ জানুয়ারি, ১৯৯২।
18) জাপানের কিয়ােটায় ১৬০টি দেশ কিয়ােটা প্রটোকল স্বাক্ষর করে – ১১ নভেম্বর, ১৯৯৭
19) বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬।
20) সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় – ৬ জানুয়ারি, ২০০৪; পাকিস্তানের ইসলামাবাদে।
21) ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে, যার মাধ্যমে বসনিয়া ও হার্জেগােভিনার যুদ্ধ নিরসন
22) Nuclear Non-Proliferation Treaty (NPT) স্বাক্ষরিত হয় ১৯৬৮ খ্রিস্টাব্দে, যা ১৯৭০ খ্রিস্টাব্দ হতে কার্যকর হয়।
23) CTBT – Comprehensive Nuclear Test Ban Treaty চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালে।
24) CTBT এর বিপক্ষে বােট দেয় – ভারত, লিবিয়া ও ভুটান।
25) বাংলাদেশ ১২৯তম দেশ হিসেবে CTBT স্বাক্ষর করে এবং ২০০ খ্রিস্টাব্দে ২৮তম দেশ হিসেবে চুক্তিটি অনুমােদন করে।
26) কানাডার অটোয়ায় ১৯৯৭ খ্রিস্টাব্দে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়, উদ্দেশ্য বিভিন্ন দেশে পুঁতে রাখা মাইনগুলাে ধ্বংস করে ফেলা।
27) চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৫৫ খ্রিস্টাব্দে কপিরাইট চুক্তি স্বাক্ষরিত হয়।
28) মহাশূন্যে পারমাণবিক অস্ত্র বহন ও পরীক্ষা নিষিদ্ধকরণের উদ্দেশ্যে ১৯৬৭ সালে মহাশূন্য চুক্তি স্বাক্ষরিত হয়। জর্ডান ও ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৪ সালে।
9) Anti-Ballistic Missile Treaty (ABM Treaty) ১৯৭২ খ্রিস্টাব্দে সােভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়।
উদযাপন/ পালনঃ
- ২৫ বছর পূর্তি পালন করাকে বলে– হিরক জয়ন্তী।
- ৪০ বছর পূর্তি পালন করাকে বলে –রুবি জয়ন্তী
- ৫০ বছর পূর্তি পালন করাকে বলে –সুবর্ণ জয়ন্তী
- ৬০ বছর পূর্তি পালন করাকে বলে –হীরক জয়ন্তী
- ৭৫ বছর পূর্তি পালন করাকে বলে -প্লাটিনাম জয়ন্তী।
- ১০০ বছর পূর্তি পালন করাকে বলে — শতবর্ষ
- ১৫০ বছর পূর্তি পালন করাকে বলে –সার্ধশত বর্ষ
- ২০০ বছর পূর্তি পালন করাকে বলে — দ্বিশত বর্ষ
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪
নােবেল পুরস্কারঃ
- নােবেল পুরস্কারের প্রবর্তক হলেন আলফ্রেড নােবেল –
- নােবেল পুরস্কার দেয়া হয় সাল ১৯০১ – থেকে ।
- নােবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার (১৪ লক্ষ ২০ হাজার ডলার)।
- নােবেল পুরস্কার দেয়া হয়নি– ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সালে(কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের)।
- নােবেল পুরস্কার প্রদান করা হয়– ৬টি ক্ষেত্রে ।
- ৬টি ক্ষেত্র–পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য,শান্তি ও অর্থনীতি ।
- নােবেল পুরস্কার ঘােষনাকারী প্রতিষ্ঠান — ৪টি।
- একটি বিষয়ে সর্বোচ্চ নােবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে–৩ জন।
- নােবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না। — কোন মৃত ব্যক্তিকে।
- মরণােত্তর নােবেল বিজয়ী তিনজন — এরিখ কালফেন্ট (১৯৩১), দ্যাগ হ্যামারশােল্ড (১৯৬১) এবং রালফ স্টেইনম্যান (২০১১) [নােবেল কমিটি জানত না] ।
- নােবেল বিজয়ী প্রথম নারী — ফ্রান্সের ‘মাদাম কুরী’ (পদার্থবিজ্ঞানে -১৯০৩ সাল)।
- দুইবার নােবেল পুরস্কার বিজয়ী — বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)।
- দুইবার নােবেল জয়ী একমাত্র নারী মাদাম কুরী – ১৯০৩ -পদার্থবিজ্ঞানে); রসায়নে ১৯১১
- দু’বার করে নােবেল পুরস্কার বিজয়ী — মাদাম কুরী, লিনাস পাউলিং, জন বার্ডেন ও ফ্রেডারিখ সেঙ্গার।
- শান্তিতে শান্তির ক্ষেত্রে নােবেল পুরস্কার ঘােষনা করে ==নােবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট।
- শান্তিতে নােবেল পুরস্কার দেয়া হয়নরওয়েতে –
- যে নােবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়—শান্তিতে নােবেল ।
- নারীরা সর্বাধিক নােবেল জয় করেছে- শান্তিতে
- শান্তিতে প্রথম নােবেল বিজয়ী নারী — অষ্ট্রিয়ার ‘বার্থাভন সুটনার (১৯০৫ সাল)।
- শান্তিতে প্রথম এশীয় হিসেবে নােবেল পুরস্কার | বিজয়ী — ভিয়েতনামের ‘ওলি ডাক থাে’,
- শান্তিতে নােবেল প্রত্যাখান করেন –ওলি ডাক
- প্রথম মুসলিম হিসেবে নােবেল পুরস্কার বিজয়ী– মিশরের আনােয়ার সাদাত’ (১৯৭৮ সাল)। 24, প্রথম বাংলাদেশি নােবেল বিজয়ী–ড. মুহম্মদ ইউনুস (২০০৬)বাংলাদেশ।
- প্রথম আন্ন নারী হিসেবে নােবেল পান– তাওয়াক্কুল কারমান (২০১১)ইয়েমেন
- শান্তিতে সর্বাধিক তিনবার নােবেল পাওয়া | সংস্থা -রেড ক্রস) ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩
- সাহিত্যে 28. সাহিত্যে নােবেল পুরস্কার ঘােষনা করে — সুইডিস একাডেমী। |
- রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নােবেল পান– উইন্সটন চার্চিল (১৯৫৩)ব্রিটেন
- দার্শনিক হয়ে সাহিত্যে নােবেল পান–বাট্রান্ড | রাসেল (১৯৫০)ব্রিটেন।
- সাহিত্যে প্রথম নােবেল বিজয়ী নারী – সুইডেনের ‘সেলমা লাগেরলফ’ (১৯০৯ সাল)।
- ঐতিহ্যগতভাবে যে নােবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষনা করা হয়—সাহিত্যে নােবেল
- এশিয়ার প্রথম সাহিত্যে নােবেল বিজয়ী – রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ-১৯১৩)।
- এশিয়ার প্রথম সাহিত্যে নােবেল বিজয়ী – রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।
- প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নােবেল পুরস্কার জয়ী — মিশরের ‘নাগিব মাহফুজ (১৯৮৮সাল)।
- চিকিৎসা বিজ্ঞানে নােবেল পুরস্কার ঘােষনা করে-সুইডেনের ক্যারােলিনস্কা ইনস্টিটিউট।
- চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নােবেল বিজয়ী – ভারতের ‘হরগােবিন্দ খােরানা’ (১৯২৯ সাল)।
- নােবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট– থিওডর রুজভেল্ট (১৯০৬ সাল)।
- পদার্থ বিজ্ঞানে নােবেল পুরস্কার ঘােষনা করে – রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
- পদার্থ বিজ্ঞানের প্রথম এশীয় নােবেল বিজয়ী — ভারতের ‘সিভি রমন’ (১৯৩০ সাল)।
- একমাত্র মুসলিম হিসেবে পদার্থ বিজ্ঞানে নােবেল পুরস্কার জয়ী == আব্দুস সালাম (১৯৭৯)পাকিস্তান।
- রসায়নে নােবেল পুরস্কার ঘোষনা করে – রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
- প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে রসায়নে নােবেল পুরস্কার জয়ী — মিশরের আহমেদ এইচ, জেৰাইল’ (১৯৯৯ সাল)।
- অর্থনীতির নােবেল পুরস্কার ঘােষনা করে – রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
- অর্থনীতিতে নােবেল পুরস্কার চালু করা হয়| ১৯৬৯ সালে।
- অর্থনীতিতে প্রথম ও একমাত্র নােবেল বিজয়ী মহিলা – এলিনর অট্রম(২০০৯)।
- অর্থনীতিতে নােবেল বিজয়ী প্রথম এশীয় – ভারতের “অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
- উপমহাদেশের প্রথম নােবেল বিজয়ী–রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।
- এশিয়ার প্রথম নােবেল বিজয়ী — রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য)।
- প্রথম বাঙালি নােবেল বিজয়ী–রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।
- প্রথম বাংলাদেশি নােবেল বিজয়ী–ড. মুহম্মদ | ইউনুস (২০০৬)বাংলাদেশ
- আফ্রিকার প্রথম নােবেল বিজয়ী – দঃ আফ্রিকার ম্যাক্স থেইলা’ (১৯৫১ সাল)।
পূর্ণ রূপঃ
- >ANN- Asia News Network
- >CNN-Cable News Network
- >CNG-Compressed Natural Gas
- >CIRDAP–Center on Integrated Rural Development for Asia and the Pacific
- >CDRB-Center for Development Research of Bangladesh
- >CEDAW-Convention on the Elimination of All Form of Discrimination Against Women
- >UNFCCC- United Nations Framework Convention on Climate Change
- >BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Co-operation.
- >APEC-Asia-Pacific Economic Cooperation
- >ESCAP- Economic and Social Commission for Asia and the Pacific
- >NAFTA-North American Free Trade Agreement
- >SAFTA- South Asian Free Trade Area
- >AFTA-ASEAN Free Trade Area
- ASEAN- Association of Southeast Asian Nations
- >SAPTA-SAARC Preferential Trading Arrangement
- >SAARC -South Asian Association for Regional Cooperation
- >SASEC- South Asia Subregional Economic Cooperation
- >CERN-European Organization for Nuclear Research
- >IAEA – International Atomic Energy Agency
- >ECOSOC –Economic and Social Council
- UNHCR- United Nation High Commission for Refugee
- >UNCTAD – United Nations Conference on Trade and Development
- >UNEP-United Nation Environment Program
- UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization
- >UNIDO – United Nations Industrial Development Organization
- >ILO -International Labor Organization
- >FAO -Food and Agriculture Organization of the United Nations
- >WHO World Health Organization
- >IBRD–International Bank for Reconstruction and Development
- >MIGA -Multilateral Investment Guarantee Agency
- >ICSID-International Center for Settlement of Investment Disputes
- >IFC-International Finance Corporation
- >IDA -International Development Association
- >IMF-International Monetary Fund
- >ICAO-International Civil Aviation Organization
- >ITU – International Telecommunication Union
- >IPU-Inter-Parliamentary Union
- >IFAD – International Fund for Agricultural Development
- >WMO-World Meteorological Organization
- >IMO-International Maritime Organization
- >WIPO – World Intellectual Property Organization
- >ISBN- International Standard Book Number
- >ISO- International Organization for Standardization
- NICAR- National Implementation Committee for Administrative Reforms
- >GATT- General Agreement on Tariffs and Trade
- >WTO-World Trade Organization
- >NATO- North Atlantic Treaty Organization
- >BBC-British Broadcasting Corporation
- >EU-European Union
- >NASA-National Aeronautics & Space Administration
- >ICRC-International Committee of the Red Cross
- >OPEC-Organization of the Petroleum Exporting Countries
- >NAM-Non Aligned Movement
- >OIC-Organization of Islamic Conference
- >ICC-International Crime Court/International Cricket Council
- >ICJ-International Court of Justice
- >ITLOS- International Tribunal for the Law of the Sea
- >ICSPA- International Cyber Security Protection Alliance
- >IMF-International Monetary Fund
- >FIFA-Federation de internationale Football Association
- >EFTA – European Free Trade Association
- >ACU-Asian Clearing Union
- >CIS- Commonwealth of Independent State
- >CAS Court of Arbitration for Sports
- OPCW-Organization for the Prohibition of Chemical Weapons
- BPATC– Bangladesh Public Administration Training Center
- BRRI– Bangladesh Rice Research Institute
- BARI– Bangladesh Agricultural Research Institute
- GDP-Gross Domestic Product
- GNP-Gross National Product
- CTBT– Comprehensive Nuclear Test-Ban Treaty
- ECO– Economic Cooperation Organization
বাংলার সকল চাকরির খবর আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুক পেজ কর্মযোগ লাইক দিয়ে আমাদের সাতে থাকুন।
12 comments
Pingback: ২০২৩ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রশ্নোত্তর - Uttamjob
Pingback: সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই ২০২৩ থেকে ১৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ - bdjob
Pingback: সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই ২০২৩ – Recent General Knowledge 2023 - Bdjobs life
Pingback: যুব উন্নয়ন ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৩ । যুব উন্নয়ন যানবাহন চালনা প্রশিক্ষণ ২০২৩ - Bdjobs life
Pingback: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | MOHPW Job Circular 2023 - bdjob
Pingback: সাম্প্রতিক ১০০টি এমসিকিউ সাধারণ জ্ঞান জুলাই ২০২৩ - upazilajob
Pingback: সাম্প্রতিক সাধারণ জ্ঞান নভেম্বর ২০২৩ - Uttamjob
Pingback: বাংলাদেশের বর্তমান শিক্ষার হার কত 2023 - Drisshopot
Pingback: সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ - Uttamjob
Pingback: পল্লী সঞ্চয় ব্যাংক সম্পর্কে প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান - Drisshopot
Pingback: নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ও কি কি লাগে ২০২৩ - Drisshopot
Pingback: অনলাইনে পাসপোর্ট করার নিয়ম ও পাসপোর্ট করতে কি কি লাগে - Drisshopot