স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | DGHS Job Circular 2021

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১-DGHS Job Circular 2021:স্বাস্থ্য অধিদপ্তর আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন-২ শাখার স্মারক নং-৪৫:০০.০০০০.১৪৫.০০২.০০৪.১৮-২০৯ তারিখ: ২৪.০৬.২০২১ খ্রি. মোতাবেক আউট সোর্সিং এর মাধ্যমে সরাসরি সেবা প্রদানকারী নিয়োগের অনুমতিক্রমে ৪র্থ স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর কর্মসূচী (HPNSP) এর অধীন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি)’ শীর্ষক অনুমোদিত অপারেশনাল প্ল্যানের আওতায় সরাসরি নিয়োগযোগ্য নিম্নোক্ত ৪৭ (সাতচল্লিশ) টি পদে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ ২০২১

চাকরির ধরন সরকারি চাকরি
জেলা সকল জেলা
প্রতিষ্ঠানের নাম স্বাস্থ্য অধিদপ্তর
পদ সংখ্যা ০৪ টি
খালি পদ ৪৭ জন
আবেদন শুরু তারিখ ০৭ ডিসেম্বর, ২০২১
শিক্ষাগত যোগতা ৮ম/এইচএসসি
বেতন স্কেল ১৯,১১০ টাকা
আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর, ২০২১
অফিসিয়াল ওয়েবসাইট www.dghs.gov.bd
আবেদন নিয়ম cdc.teletalk.com.bd
আবেদন মাধ্যম অনলাইনে

 

স্বাস্থ্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

১.পদের নাম : ডাটা এন্ট্রি কাম ডাটা এনালিষ্ট/কম্পিউটার অপারেটর
খালি পদ : ০৯ জন।
শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি/সমমান (ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ-২.০০)। (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত (কমপক্ষে ৬ মাস)। (গ) কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজী ৩০ এবং বাংলায় ২৫ শব্দ হতে হবে। (ঘ) ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে Standard Aptitude test a উত্তীর্ণ হতে হবে। (ঙ) কম্পিউটার ডাটা এন্ট্রি এর কাজে সরকার স্বীকৃত/নিবন্ধিত প্রতিষ্ঠানে কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১৯,১১০ টাকা।

২.পদের নাম : ড্রাইভার
খালি পদ : ১৫ জন।
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (খ) হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (গ) সরকার স্বীকৃত/নিবন্ধিত প্রতিষ্ঠানে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা ও ইঞ্জিন মেরামতের সাধারণ জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল : ১৮,৬১০ টাকা।

 

৩.পদের নাম : অফিস সহায়ক
খালি পদ : ১৬ জন।
শিক্ষাগত যোগ্যতা : (ক) এস.এস.সি/সমমান (খ) সরকার স্বীকৃত/নিবন্ধিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১৭,৬১০ টাকা।

৪.পদের নাম : ক্লিনার
খালি পদ : ০৭ জন।
শিক্ষাগত যোগ্যতা : (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ) সরকার স্বীকৃত/নিবন্ধিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ১৭,৬১০ টাকা।

Directorate General of Health Services Job Circular 2021

  • আবেদন শুরু তারিখঃ ০৭ ডিসেম্বর ২০২১
  • আবেদনের শেষ তারিখঃ ২১ ডিসেম্বর ২০২১
  • আবেদন প্রক্রিয়াঃ http://cdc.teletalk.com.bd

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

DGHS Job Circular 2021

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদনকারীকে অবশ্যই অনুসরণ করতে হবেঃ

০১/১২/২০২১ ইং তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। সরকারী/আধা সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

8. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.mohfw.gov.bd এবং www.dghs.gov.bd অথবা ক্লিক করুন http://cdc.teletalk.com.bd নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীর বয়স : ১৮-৬০ বছরের মধ্যে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে।

 

নিয়োগে সরকারের প্রচলিত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।

এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং স্থায়ী রাজস্ব পদে নিয়োগের কোন প্রতিশ্রুতি দেয়া হবে না। এ নিয়োগ সাকুলো বেতনে চুক্তিভিত্তিক (শুধু প্রকল্প চলাকালীন সময়ের জন্য)। প্রকল্পের মেয়াদ শেষে পদসমূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে

এবং নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র-ই অব্যাহতি পত্র হিসেবে গণ্য হবে। ১১. কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে কারণ দর্শানো ছাড়া নিয়োগ প্রক্রিয়া/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

Under the supervision of Deputy Program Manager , National Malaria Elimination & ATD Control Program , CDC DGHS , the Entomologist will provide technical support on implementing entomological interventions and vector related issues . The incumbent will have the following responsibilities :

  • 1. Undertake vector surveillance and collect , analyze and interpret the data for effective implementation of the integrated vector management strategies
  • 2 . Conduct entomological investigations including susceptibility tests , fauna studies etc. of the vectors in different areas.
  • 3. Monitor entomological density , bionomics and sensitivity for insecticides Carry out entomological assessment to know the impact of program interventions Conduct regular field visits for ensuring quality implementation of the vector control measures and provide on – spot technical support , as appropriate
  • 6. Conduct / facilitate training and supportive supervision to entomological staff from all levels .
  • 7. Take part in development / revision of entomological guidelines and participate in review meetings for technical inputs :
  • 8. Undertake research on entomological techniques and procedures for adoption under the program
  • 9. Perform any other tasks assigned by the management Qualifications and Experience

1. Only Bangladeshi nationals can apply .

 

2 . Female candidates are strongly encouraged to apply .

3. Master’s Degree in entomology / Zoology with specialization in entomology from any recognized institute At least 7 years of experience in the field of entomology

4 . S. Previous experience of working with GO / NGO / INGOS / UN agencies / Donors will be preferred

6. Skilled with computer competency ( MS word , Excel , Power Point , etc. )

7. Skilled in spoken and written Bangla and English and ability of report writing in both languages

8 . Strong team building and interpersonal communication skills .

9. Must not perform / be engaged in any activities against the organization or the state . General Instructions : There is no provision of TA and DA for interview Candidates serving under Government and autonomous organization should apply though proper channel The interested candidates are requested to send an application via postal / courier with cover letter ,

 

02 ( Two ) PP size color photographs , copies of all academic and experience certificates ( with attestation ) to the following address Director , Disease Control , and Line Director , Communicable Disease Control ( CDC ) , National Malaria Elimination & ATD Control Program , House No – 442 ( 5th floor ) , Road No – 30 ,

New DOHS , Mohakhali Dhaka – 1206 or through email to [email protected] by within 15 days after the publication of the vacancy announcement in the newspaper . Name of the post should be mentioned clearly on the top of the envelop / in the subject line of the email Incomplete application will be rejected . Only short – listed candidates will be call for interview . Authority reserves all the rights to accept / reject / take any decision on the recruitment process .

 

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *