স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ DGHS Job Circular 2021 প্রকাশিত হয়েছে। শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য Directorate General of Health Services (DGHS) Job Circular 2021 প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ২৮ ধরনের পদে ৫৩৮ জনকে নিয়োগ দিবে স্বাস্থ্য অধিদপ্তর। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তর চাকরির খবর ২০২১ পাবেন সরকারি চাকরির খবর ও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা kormojog.com এ। স্বাস্থ্য অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি চাকরি প্রার্থীদের নিকট হতে চাকরির আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন । স্বাস্থ্য অধিদপ্তর জব সার্কুলার ২০২১

১.পদের নাম : প্রশিক্ষণ সমন্বয়কারী
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ১,৮০,০০০ টাকা।

২.পদের নাম : টিবি প্রতিরোধক থেরাপি (আইপিটি) সহ-সমন্বয়কারী
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ১,৮০,০০০ টাকা।

৩.পদের নাম : নজরদারি কর্মকর্তা (এসএমও) -টিবি মেডিকেল
পদ সংখ্যা : ৬৪ টি।
বেতন স্কেল : ৭০,০০০ টাকা।

৪.পদের নাম : বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা : ০২ টি।
বেতন স্কেল : ৬০,০০০ টাকা।

৫.পদের নাম : এম ও ই অফিসার
পদ সংখ্যা : ০৩ টি।
বেতন স্কেল : ৭০,০০০ টাকা।

৬.পদের নাম : এমআইএস অফিসার
পদ সংখ্যা : ০২ টি।
বেতন স্কেল : ৬০,০০০ টাকা।

৭.পদের নাম : এইচআর অফিসার
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ৫০,০০০ টাকা।

৮.পদের নাম : যোগাযোগ ও ডকুমেন্টেশন অফিসার
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ৫০,০০০ টাকা।

৯.পদের নাম : প্রোগ্রাম অর্গানাইজার
পদ সংখ্যা : ১৬ টি।
বেতন স্কেল : ২৫,০০০ টাকা।

১০.পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)
পদ সংখ্যা : ৩২০ টি।
বেতন স্কেল : ২৫,০০০ টাকা।

১১.পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদ সংখ্যা : ৭৫ টি।
বেতন স্কেল : ২৫,০০০ টাকা।

১২.পদের নাম : আইটি সহকারী
পদ সংখ্যা : ০২ টি।
বেতন স্কেল : ২৫,০০০ টাকা।

১৩.পদের নাম : এমআইএস সহকারী
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ২৫,০০০ টাকা।

১৪.পদের নাম : ড্রাইভার 
পদ সংখ্যা : ০৪ টি।
বেতন স্কেল : ২০,০০০ টাকা।

১৫.পদের নাম : বৈদ্যুতিক
পদ সংখ্যা : ০৫ টি।
বেতন স্কেল : ১৮,০০০ টাকা।

১৬.পদের নাম : ল্যাব অ্যাটেন্ডেন্ট
পদ সংখ্যা : ০৫ টি।
বেতন স্কেল : ১৮,০০০ টাকা।

১৭.পদের নাম : ক্লিনার
পদ সংখ্যা : ০৫ টি।
বেতন স্কেল : ১৮,০০০ টাকা।

১৮.পদের নাম : বিতরণ সহায়ক
পদ সংখ্যা : ০২ টি।
বেতন স্কেল : ১৮,০০০ টাকা।

১৯.পদের নাম : এম ও ই বিশেষজ্ঞ
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ১,৩০,০০০ টাকা।

২০.পদের নাম : পরিচালক (কেপি হস্তক্ষেপ)
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ৯৯,০০০ টাকা।

২১.পদের নাম : অ্যাকাউন্টস অফিসার
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ৪৫,০০০ টাকা।

২২.পদের নাম : মেডিকেল অফিসার
পদ সংখ্যা : ০৫ টি।
বেতন স্কেল : ৬০,০০০ টাকা।

২৩.পদের নাম : আউটরিচ সুপারভাইজার
পদ সংখ্যা : ০৫ টি।
বেতন স্কেল : ২০,০০০ টাকা।

২৪.পদের নাম : সহকারী ব্যবস্থাপক (প্রিজন হস্তক্ষেপ)
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ৭৫,৬০০ টাকা।

২৫.পদের নাম : কাউন্সেলর (কারাগারের হস্তক্ষেপ)
পদ সংখ্যা : ০৬ টি।
বেতন স্কেল : ২৬,২৫১ টাকা।

২৬.পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট -ল্যাব (কারাগারের হস্তক্ষেপ)
পদ সংখ্যা : ০৬ টি।
বেতন স্কেল : ২৫,০০০ টাকা।

২৭.পদের নাম : ম্যানেজার (প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট)
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ৯৯,০০০ টাকা।

২৮.পদের নাম : হিসাবরক্ষক (প্রিজন হেড কোয়ার্টার ভিত্তিক)
পদ সংখ্যা : ০১ টি।
বেতন স্কেল : ৩০,০০০ টাকা।

  • আবেদন শুরু তারিখঃ ২৭ জুলাই ২০২১
  • আবেদনের শেষ তারিখঃ ১০ আগষ্ট ২০২১
  • আবেদন প্রক্রিয়াঃ ntp.teletalk.com.bd

 

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ

১.১০/০৮/২০২১ তারিখে পদ ভিত্তিক বর্নিত প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

২. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন Appeared candidates cannot apply

৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://ntp.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরন করতে পারবেন । আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৭/০৭/২০২১ খ্রিঃ, সকাল ১০.০০ টা

(ii) Online-এ আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১০/০৮/২০২১ খ্রিঃ, বিকাল-৫.০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য৩০০xপ্রস্থ ৮০pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ ৩০০xপ্রস্থ ৩০০pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid মােবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে

ক্রমিক নং-০১, ০২, ১৯, ২০, ২৪ ও ২৭ নং পদের জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৩৬.০০ (ছত্রিশ) টাকা সহ (অফেরতযােগ্য) মােট ৩৩৬/(তিনশত ছত্রিশ) টাকা এবং ক্রমিক নং-০৩ থেকে ৮ , ২১ ও ২২ নং পদের জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৪.০০ (চব্বিশ) টাকা সহ (অফেরতযােগ্য) মােট ২২৪/- (দুইশত চব্বিশ) টাকা 

ক্রমিক নং ০৯ থেকে ১৩, ২৫, ২৬ ও ২৮ নং পদের জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ১২/-(বার) টাকা (অফেরতযােগ্য) মােট ১১২/-(একশত বার) টাকা 

ক্রমিক নং ১৪ থেকে ১৮ ও ২৩ নং পদের জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ ৫০(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬.০০ (ছয়) টাকা সহ (অফেরতযােগ্য) মােট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনাে অবস্থাতেই গৃহীত হবে না।

 NTP<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: NTP ABCDEF

Reply: Applicant’s Name, Tk. 336/224/112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay free type

NTP<space>Yes<space>PIN and send to 16222.

NTP<space>Yes<space>PIN 163 send P760 26 16222. Example: NTP Yes 12345678

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for ….. Application for post

XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX).

 

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ntp.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল নাম্বারে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন। করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

 

ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় জানা যাবে;

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। (i) User ID Start 217069 NTP<space>Help<space>User ID send to 16222

Example: NTP Help User ABCDEF & send to 16222 PIN Number Start 21767: NTP<space>Help<space>PIN<space>PIN No & send to 16222

Example: NTP Help PIN 12345678 & send to 16222

(ঝ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা [email protected] বা [email protected] ই-মেইলে যােগাযােগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: NTP, Post Name: ** ***, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)।

(ঞ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না! (১০/০৮/২০২১)শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

৪. প্রার্থীর যােগ্যতা যাচাইঃ

(ক) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনাে প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

(১) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)

(২) প্রার্থীর সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র (প্রযােজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)

(৩) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।

(৪) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(৫). ক্রমিক নং-১৪ এ বর্ণিত পদের প্রার্থীর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের এর সত্যায়িত অনুলিপি।

৬. নিয়ােগে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা

৭. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।

৮. লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৯. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য WWW.mohfw.gov.bd এবং WWW.dghs.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

১০. উপরে উল্লেখ করা হয় নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযােজ্য হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

 

 

বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর ২০২১ আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে Like দিন।

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …