বাংলাদেশ চা বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২-Bangladesh Tea Board Job Circular 2022: বাংলাদেশ চা বাের্ড নিয়ন্ত্রিত ও পরিচালিত কাশিপুর চা বাগানের নিম্ন বর্ণিত শুন্য পদে নিয়ােগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা আছে।
বাংলাদেশ চা বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকুরী | সরকারী |
প্রতিষ্ঠান | বাংলাদেশ চা বাের্ড |
শুণ্য পদ | ১টি |
পদের সংখ্যা | নিদিষ্ট নয় |
শিক্ষাগত যোগ্যতা | নিচে উল্লেখিত |
বয়স | ১৮ থেকে ৩০ |
আবেদন শেষ সময় | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | www.teaboard.gov.bd |
চাকরির খবর পেতে | KORMOJOG.COM |
বাংলাদেশ চা বাের্ড নিয়ােগ ২০২২
পদের নামঃ ড্রাইভার
পদের সংখ্যাঃ ০১ জন
যােগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ ও ড্রাইভিং লাইসেন্স
বেতনঃ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ বৈধ কাগজপত্র ও সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবিসহ আবেদন সচিব, বাংলাদেশ চা বাের্ডকে সম্বােধন করে ডামী ২৯/০৯/২০২২ তারিখ রােজ । বৃহস্পতিবার বিকাল ৩ টার মধ্যে ছফিস চলাকালীন দাখিল করতে হবে। উক্ত তারিখের পর কোন ডাবেদন গ্রহণ করা হবে না। ২৯/০৯/২০১২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে।
বাংলাদেশ চা বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
Bangladesh Tea Board Job Circular 2022
১.দরখাস্তে প্রার্থীর পুরাে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা ও ধর্ম লিপিবদ্ধ করতে হবে।
২.শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এর সত্যায়িত চিত্রলিপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময় উক্ত সনদপত্র সঙ্গে আনতে হবে।
৩.চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে জাতীয়তা সনদ এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের নিকট হতে চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সহিত দাখিল করতে হবে।
৪.বৈধ কাগজপত্র ও সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ০২(দুই) কপি সত্যায়িত ছবিসহ আবেদন সচিব, বাংলাদেশ চা বাের্ডকে সম্বােধন করে আগামী ২৯/০৯/২০২২খ্রি. তারিখ রােজ বৃহ:স্পতিবার বিকাল ৩.০০টার মধ্যে অফিস চলাকালীন দাখিল করতে হবে। উক্ত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। ২৯/০৯/২০২২খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে।
৫.অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনের সহিত সংযুক্ত কোন কিছুই ফেরতযােগ্য নয়।
৬.আবেদনের সহিত প্রার্থীর নিজ নাম ও বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০.০০ টাকা মূল্যমানের ৯.৫ x ৪.৫ ইঞ্চি বিশিষ্ট ০১টি ফেরত খাম সংযুক্তাকারে প্রেরণ করতে হবে।
৭.লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ/ডি এ প্রদান করা হবে না।
৮.বাংলাদেশ চা বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশােধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।