সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২ সাম্প্রতিক সাধারণ জ্ঞান  বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষাসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ওপর নানা প্রশ্ন। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন। ছাত্র জীবন থেকে শুরু করে সব চাকরি জীবি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ।

 

৭ এপ্রিল, “বিশ্ব স্বাস্থ্য দিবস”।

প্রতিপাদ্য : ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’।

 

অস্কার:

★ ৯৪তম অস্কার।

★ শ্রেষ্ঠ চলচ্চিত্র : কোডা।

★ সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন।

★ শ্রেষ্ঠ অভিনেতা: উইল স্মিথ।

★ শ্রেষ্ঠ অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন।

 

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২

আপনি প্রতিদিন আমাদের এই লিংকে বা পেইজে ভিজিট করুন কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই পেইজে সাধারণ জ্ঞান আপডেট করতে

১।. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।

২।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।

৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।

৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।

৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।

৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।

৭.. সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।

৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ :

হাভিয়ের কাবরেরা (স্পেন)।

৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।

১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।

১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।

১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।

১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।

১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।

১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।

১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)

১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।

১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)𑅁

২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১

২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০

২২. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।

২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।

২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

২৫. ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।

২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়।

পরিচালক

– রেজওয়ান শাহরিয়ার।

২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর

– ২০১৫-১৬

২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ

– চীন।

২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.

৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।

৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই

____________________________________________________
🔺🔺এক নজরে “স্বাধীনতা পুরস্কার ২০২২”-
✅‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ পাচ্ছেন-১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।
#স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে – বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) এবং সিরাজুল হক (মরণোত্তর)।
#চিকিৎসাবিদ্যায়- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।
#সাহিত্যে- মো. আমির হামজা (মরণোত্তর)।
#স্থাপত্যে- স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন (মরণোত্তর)।
#গবেষণা ও প্রশিক্ষণে- ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ’।

_______________________________________________________

২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।
৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।

৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।
৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য
১০। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
১১। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)।
১২। E-Sim=Embedded Subscriber Identity Module.
১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
১৪। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর
২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত।
২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।

________________________________________________________

আপনি আমাদের সাইটে সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পাবেন. আমরা প্রতিনিয়ত প্রশ্ন সমাধানের আপডেট দিয়ার চেষ্টা করি
আপনি কোন বিষয়ের প্রশ্ন সমাধান খুঁজতে চাইলে আমাদের সার্চ অপসন এ গিয়ে সার্চ করবেন

চাকরির পরিক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।

১। মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় – ১৯৭৩ সালে।
২। ২০২১ সালে বৈধ পথে প্রবাসী রেমিট্যান্স আসে – ২২ বিলিয়ন ডলারের বেশি।
৩। সাদা সোনা বলা হয় – চিংড়িকে।
৪। বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ – ব্রি ধান-৫২।
৫। গ্রিনিচের দ্রাঘিমা – ০ ডিগ্রি।
৬। আন্তজার্তিক তারিখ রেখা অতিক্রম করেছে – প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে।
৭। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় – ২৩ সেপ্টেম্বর।
৮। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা -২৭ টি।
৯। ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে – মোগল।
১০। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় – ১৬০০ সালে।
১১। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় – ১৭৫৭ সালে।
১২। ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে – ২৫৯১ ডলার।
১৩। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মান করবে – যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি আইএম পাওয়ার।
১৪। চট্টগ্রামের বাঁশখালীতে এলএনজিভিত্তিক – ৬০০ মে.ও বিদ্যুধ কেন্দ্র করবে সৌদি আরবেন অ্যাকুয়াপাওয়ার।
১৫। ২০২০-২১ অর্ত বছরের চুড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির হার – ৬.৯৪%
১৬। আফ্রিকা কাপ অব নেশনস জিতে – সেনেগাল।
১৭। প্রথম বাংলাদেশি নারী সাঁতারু হিসেবে সোনা জেতেন – মাহফুজা খাতুন, ২০১৬ সালে।

১।বাংলা একাডেমির নতুন সভাপতি’ হিসেবে নিয়োগ পেয়েছেন– একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক ‘সেলিনা হোসেন’।
২।জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি’ নির্বাচিত হয়েছেন– বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ‘রাবাব ফাতিমা’।
৩।২০২২ সালে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘একুশে পদক’ পাচ্ছেন– ‘২৪ জন’ বিশিষ্ট নাগরিক।
৪।দেশের ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে দূষিত জেলা- গাজীপুর, ২য়- ঢাকা, ৩য়- নারায়ণগঞ্জ।
সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা- মাদারীপুর।
৫।বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা : ২৫,২৮৪ মেগাওয়াট ।বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা : ১৫১টি |
৬।বঙ্গবন্ধু স্যাটেলাইট-০২
নির্মাণ ও উৎক্ষেপণ করবে: গ্লাভকসমস (রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান)।
উৎক্ষেপণের সময়কাল: ২০২৩ সালে (সম্ভাব্য)।

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১:
Test ক্রিকেটার: জো রুট
ODI ক্রিকেটার: বাবর আজম
T-20 ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান

🔺🔷বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা।

##পুরস্কার পাচ্ছেন- মোট ১৫ জন গুণী ব্যক্তি (১১টি ক্যাটাগরিতে)।

✅পুরস্কার বিজয়ীরা হলেন-
#কবিতায়- আসাদ মান্নান ও বিমল গুহ।
#কথাসাহিত্যে- ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী।
#প্রবন্ধ/গবেষণায়- হোসেন উদ্দীন হোসেন।
#অনুবাদে- আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী।
#নাটকে- সাধনা আহমেদ।
#শিশুসাহিত্যে- রফিকুর রশিদ।
#মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায়- পান্না কায়সার,
#বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায়- হা-রুন-অর-রশিদ,
#বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে- শুভাগত চৌধুরী।
#আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে- সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো।
#ফোকলোরে- আমিনুর রহমান সুলতান।

আপডেট তথ্য
১।বর্তমানে ধান উৎপাদনে শীর্ষ দেশ
– চীন (বাংলাদেশ- ৩য়)
চাল উৎপাদনে শীর্ষ দেশ-
-চীন (বাংলাদেশ- ৪র্থ
চাল রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত
চাল আমদানিতে শীর্ষ দেশ-
চীন (বাংলাদেশ – ২য়)

২। ষষ্ঠ আদমশুমারি হয়
২৪-৩০ ডিসেম্বর, ২০২১।
স্বাধীন বাংলাদেশে
প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে।
১৯৮১ সালে দ্বিতীয়,
১৯৯১ সালে তৃতীয়,
২০০১ সালে চতুর্থ এবং
২০১১ সালে পঞ্চম জনশুমারী অনুষ্ঠিত হয়।

৩। দেশের নবনিযুক্ত (২৩ তম) প্রধান বিচারপতি হতে যাচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী।

৪। জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান।

৫। প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করেছে নাসার সৌরযান “পার্কার”।

৬। ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।
সূত্র : Centre for Economic & Business Research

 

21. Name of the robot sent by China to Mars?
Ans: Zhurong.

22. Which Arab country recognized diplomatic relations with Israel on 10th December 2021?
Ans: Morocco.

23. Which country invented the advanced military drone ‘Akinci’?
Ans: Turkey.

24. First Muslim and first women chairperson of International Press Institute?
Ans: Khadija Patel(South Africa)

25. Which country adopts checkbook diplomacy?
Ans: China.

26. Aramco Oil Company located-
Ans: Saudi Arabia.

27. Largest recipients of Foreign Direct Investment(FDI)?
Ans: The United States.

28. Largest investor of FDI?
Ans: China.

29. Which country has invested the most in Bangladesh in 2020?
Ans: Netherlands.

30. Which country performs the best progress towards achieving all 17 SDGs?
Ans: Finland.

31. Rank of Bangladesh to achieve all 17 SDGs?
Ans: 19th

32. Top recipient of foreign remittances?
Ans: India. ( Bangladesh=7th).

33. Bangladesh in global hunger index 2021?
Ans: 76th

34. Ranked top in Press Freedom Index?
Ans: Norway.

35. Bangladesh in national cyber Security index 2021?
Ans: 38th. ( lowest south Sudan)

36. Which country has the smallest gender gap according to the Gender gap index 2021?
Ans: Iceland ( Bangladesh 65).

37. Bangladesh in the Military Strength Ranking 2021?
Ans: 45th.

38. Largest garments manufacturer in the world?
Ans: China(Bangladesh 3rd).

39. Which country hosts the largest number of refugees?
Ans: Turkey.

40. Strongest passport in Henley Passport Index October 2021?
Ans: Japan & Singapore.

About Karmojog

Check Also

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ …