বাংলাদেশের সরকার প্রশাসন সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩

বাংলাদেশের সরকার প্রশাসন সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশের সরকার প্রশাসন সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। লেখাটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

 

বাংলাদেশের সরকার প্রশাসন সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩

প্রতিষ্ঠান

১.প্রশ্ন : ২৫ জানুয়ারি ২০২২ কোন উন্নয়ন কর্তৃপক্ষের আইনের খসড়া প্রকাশ করা হয়?
উত্তর : বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)।

প্রশ্ন : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে?
উত্তর : মিঠামইন, কিশোরগঞ্জ ।

প্রশ্ন : BSMRIITH’র পূর্ণরূপ কী?
উত্তর : Bangabandhu Sheikh Mujibur Rahman International Institute of Tourism and Hospitality

প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০২২ সরকার কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) হিসেবে ঘোষণা করে?

উত্তর : ২৯টি।

প্রশ্ন : গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোতে বেআইনিভাবে প্রবেশ করলে কী সাজা রয়েছে?

উত্তর : গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশ করলে সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। বেআইনিভাবে প্রবেশ করে ক্ষতিসাধন বা ক্ষতির চেষ্টা করলে ১৪ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই দেওয়া যাবে।

প্রশ্ন : কোন আইনের আলোকে সরকার ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) ঘোষণা করে?
উত্তর : ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ১৫ অনুসারে।

প্রশ্ন : বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) কতটি?
উত্তর : ৫টি।

প্রশ্ন : দেশের পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) কোনটি?
উত্তর : সিলেট ওয়াসা।

প্রশ্ন : সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ২ মার্চ ২০২২।

প্রশ্ন : APAR’র পূর্ণরূপ কী?
উত্তর : Annual Performance Appraisal Report

প্রশ্ন : APAR কী?

উত্তর: সরকারি কর্মকর্তাদের (৯ম-২য় মেড) বার্ষিক কর্মকৃতি মূল্যায়ন। যেখানে এক অর্থবছরে কর্মচারীর ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর ৪০ ও বছরব্যাপী কাজের মূল্যায়নের নম্বর হবে ৬০। একটি অনলাইন সফটওয়্যারের মাধ্যমে এটি মূল্যায়ন হবে। ভালো গ্রেড প্রাপ্তদের দেওয়া হবে প্রণোদনা আর খারাপ গ্রেড পেলে বাধ্যতামূলক প্রশিক্ষণ, বই পড়া এবং অন্য কর্মচারীর অধীনে কাজ করতে হবে ।

প্রশ্ন ACR’র পূর্ণরূপ কী?
উত্তর : Annual Confidential Report

প্রশ্ন : জাতীয় কৃষি কাউন্সিল গঠন করা হয় কবে?
উত্তর : ৩১ আগস্ট 2022 ।

প্রশ্ন : জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী ।

প্রশ্ন : কোন প্রকল্পটিকে স্থায়ী কাঠামো (স্বায়রুশাসিত সংস্থা) রূপ নিতে ২৮ মার্চ ২০২২ ‘এজেন্সি টু ইনোভেইট (এ টু আই) আইন ২০২২’র খসড়া অনুমোদন দেওয়া হয়?

উত্তর : Aspire to Innovate (a2i) প্রকল্প।

প্রশ্ন : Aspire to Innovate (a2i)’র পূর্বনাম কী ছিল?
উত্তর : Access to Information

প্রশ্ন : Access to Information (a2i) এর যাত্রা শুরু হয় কবে?
উত্তর : ২০০৭ সালে।

প্রশ্ন : ২৮ এপ্রিল ২০২২ কোথায় দুটি পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করার আইনের খসড়া অনুমোদন হয়?
উত্তর : জামালপুর ও রংপুর।

প্রশ্ন : দেশে বর্তমানে কতটি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে?
উত্তর : ২টি কুমিল্লা ও বগুড়ায় ।

প্রশ্ন : ২৩ আগস্ট ২০২২ কোন মহানগরের জন্য Detailed Area Plan (DAP) অনুমোদন দেয় সরকার?
উত্তর : বাংলাদেশ মন্ত্রিসভা

প্রশ্ন : মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তর : ৪৮ জন ।

প্রশ্ন : মন্ত্রিসভার মন্ত্রীর সংখ্যা কত?
উত্তর : ২৬ জন।

প্রশ্ন : প্রতিমন্ত্রীর সংখ্যা কত?
উত্তর : ১৯ জন।

প্রশ্ন : টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
উত্তর : ৩ জন ।

নাম পরিবর্তন

প্রশ্ন : ৩০ ডিসেম্বর ২০২১ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের নতুন কী নাম রাখার সিদ্ধান্ত নেয়?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক।

প্রশ্ন : শহীদ জিয়া শিশু পার্ক কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : ১৯৭৯ সালে।

প্রশ্ন : ২৮ জুন ২০২২ মন্ত্রিপরিষদ বিভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম ‘বি-বাড়িয়া’ না লিখে কী লেখার নির্দেশ দেন?
উত্তর : ব্রাহ্মণবাড়িয়া ।

প্রশ্ন : পৌরসভার ‘সচিব’ পদের বর্তমান নাম কী?
উত্তর : পৌর নির্বাহী কর্মকর্তা।

প্রশ্ন : ১৬ মার্চ ২০২২ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (FWVTI) নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ঢাকা বা Family Welfare Training Institute (FWTI), Dhaka

বাংলাদেশের সরকার প্রশাসন সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩

নির্বাচন কমিশন

প্রশ্ন : বাংলাদেশ নির্বাচন কমিশন মুক্তিযোদ্ধাদের জন্য ১৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে বিতরণ শুরু করা বিশেষায়িত স্মার্ট কার্ডে কোন দুটি শব্দ লেখা রয়েছে?
উত্তর : বীর মুক্তিযোদ্ধা।

প্রশ্ন : স্বাধীনতার পর প্রথমবারের মতো *প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ জাতীয় সংসদ পাস হয় কবে? উত্তর : ২৭ জানুয়ারি ২০22 ।

প্রশ্ন : প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের নূন্যতম বয়স কত হতে হবে?
উত্তর : ৫০ বছর।

জাদুঘর

প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথমবারের মতো ভার্চুয়াল জাদুঘর চালু হয়?
উত্তর : ২৮ ফেব্রুয়ারি ২০২২।

প্রশ্ন : ভার্চুয়াল জাদুঘরের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : আহমেদ জামান সঞ্জীব।

প্রশ্ন : ভার্চুয়াল জাদুঘরে কীভাবে প্রবেশ করা যাবে?
উত্তর : ‘ভিএমবি’ নামের অ্যাপে প্রবেশ করে ভিআর হেড সেটের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে ।

প্রশ্ন : লন্ডনের বিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামের আদলে বাংলাদেশের কোথায় ‘সেলিব্রেটি গ্যালারি’ গড়ে তোলা হয়েছে?
উত্তর : রাজশাহীতে।

প্রশ্ন : কার তৈরি ৪০ জন দেশি-বিদেশি কিংবদন্তী ব্যক্তিদের ভাস্কর্য নিয়ে সেলিব্রেটি গ্যালারি গড়ে তোলা হয়েছে?
উত্তর : ভাস্কর মৃণাল হক।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি?
উত্তর : জয় বাংলা।

প্রশ্ন : ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান করার গেজেট প্রকাশিত হয় কবে?
উত্তর : ২ মার্চ ২০২২।

প্রশ্ন : ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ ২০২২’ বাজেট আকারে প্রকাশ করা হয় কবে?
উত্তর : ৪ জুন ২০২২ ।

প্রশ্ন : জন্ম নিবন্ধনের নতুন নিয়মে কারো জন্ম নিবন্ধনের সময় কাদের জন্মসনদ আর লাগবে না?
উত্তর: মা-বাবার।

প্রশ্ন : ধানভিত্তিক ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে বাংলাদেশে প্রথম ও একমাত্র রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তর : গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইউস্টিটিউটে।

 

বাংলার সকল চাকরির খবর আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুক পেজ  কর্মযোগ  লাইক দিয়ে আমাদের সাতে থাকুন।

About Karmojog

Check Also

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *