৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।
৭ম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১
বিষয়ঃ গণিত
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-০১) অধ্যায় ও
অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তুঃ
১. সংখ্যার বর্গ ও বর্গমূল;
২. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল:
৩. সংখ্যার বর্গমূল নির্ণয়:
৪. মূলদ ও অমূলদ সংখ্যা;
৫. সংখ্যারেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
> ১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।
> ২, একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় কিন্তু বর্গাকারে সাজানাে যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যাবে, তা নির্ণয় কর।
সপ্তম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ১ লেখার নির্দেশনাঃ
- উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবে।
- প্রদত্ত সংখ্যাগুলাের ল.সা.গু. নির্ণয় করে, সারিতে সাজানাে সৈন্য সংখ্যা বের করবে। প্রাপ্ত সৈন্য সংখ্যাকে মৌলিক উৎপাদকে। বিশ্লেষণ করে উৎপাদকের জোড়া তৈরির মাধ্যমে পূর্ণ বর্গসংখ্যা তৈরি করে সৈন্য সংখ্যা নির্ণয় করবে।
মূল্যায়ন রুব্রিক্সঃ
- বর্গসংখ্যা লিখন;
- উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয়:
- সারিতে সাজানাে সৈন্যসংখ্যা নির্ণয়;
- বর্গাকারে সাজানাে সৈন্য সংখ্যা নির্ণয়;
৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২১
১নং প্রশ্নের উত্তর
মনে করি তিন অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা ১৪৪।
দুটি পক্রিয়ায় ১৪৪ এর বর্গমূল নির্ণয় নিচে দেখানাে হলাে
উৎপাদক প্রক্রিয়াঃ ১৪৪ কে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করে পাই
.:. ১৪৪= ২x২x২x২x৩x৩
= (২x২)×(২x২)×(৩x৩)
প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক বা উৎপাদক নিয়ে পাই ২x২x৩=১২
১৪৪ এর বর্গমূল v১৪৪ = ১২
ভাগ প্রক্রিয়াঃ
ভাগের সাহায্যে ১৪৪ এর বর্গমূল নির্ণয়
.:. নির্ণেয় ১৪৪ এর বর্গমূল ১৪৪ = ১২
২নং প্রশ্নের উত্তর
সৈন্য দলটিকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায়। তাই ঐ সৈন্য সংখ্যা ৯,১২ ও ২০ দ্বারা বিভাজ্য। এরুপ ক্ষুদ্রতম সংখ্যা ৯, ১২, ও ২০ এর ল,সা,গু
ল,সা,গু = ২x২x৩ xx৫= ১৮০ প্রাপ্ত ল,সা,গু ১৮০ দ্বারা ৯, ১২, ও ২০ সৈন্য দলকে সাজানাে গেলেও বর্গকিারে সাজানাে যায় না। কারণ ১৮০ বর্গ সংখ্যা নয়। এখন ১৮০ বা ২x২x৩ x ৩x৫ কে বর্গ সংখ্যা করতে হলে ল,সা,গু কে কমপক্ষে ৫ দ্বারা গুণ করতে হবে। .. সৈন্য সংখ্যাকে ৫ দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানাে যাবে।
One comment
Pingback: ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২১ - Kormojog