৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ৯ম সপ্তাহ ২০২১ সালের ৯ম শ্রেণির এসাইনমেন্ট উত্তর এখানে দেয়া হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির ৯ম সপ্তাহের এসাইনমেন্ট বা সপ্তাহের নির্ধারিত কাজ বা প্রশ্ন ২৭ জুন ২০২১ তারিখে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd)। এই এসাইনমেন্ট সম্পন্ন করে নিজ নিজ স্কুল শিক্ষকের নিকট জমা দিতে হবে। সব সপ্তাহের এসাইনমেন্টের সমাধান বা উত্তর এখানে দেয়া হয়েছে।
৯ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ | ৯ম সপ্তাহ
কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা
শ্রেণি: ৬ষ্ঠ
বিষয়: বিজ্ঞান
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ক্রম:
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ২
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম:
দ্বিতীয় অধ্যায়:জীবজগৎ
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
- পাঠ-১: জীবজগৎ জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য
- পাঠ-২:জীবজগতের শ্রেণিকরণ
- পাঠ-৩:অসপুষ্পক উদ্ভিদ
- পাঠ-৬:সপুষ্পক উদ্ভিদ
- পাঠ-৭:আবৃতবীজী উদ্ভিদ
- পাঠ-৮:অমেরুদন্ডী ও মেরুদণ্ডী প্রাণী।
- পাঠ-৯-১০: অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
তােমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণিভুক্ত দশটি শিক্ষার্থীরা প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণিবিন্যাস কর।
নির্দেশনা:
তােমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণিভুক্ত দশটি শিক্ষার্থীরা প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণিবিন্যাস করবে।
মূল্যায়ন রুব্রিক্স:
অতিউত্তম:
১. ছকে শ্রেণিকরণের সঠিকতা মানবজীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের বিন্যাস করবে। মানব
২. তথ্য, ধারণা সঠিকভাবে উপস্থাপন পাঠ-২: সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ
৩. লেখায় লক্ষ্যণীয়মাত্রায় নিজস্বতা ও জীবজগতের শ্রেণিকরণ নেয়া যায়- এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি কর।
উত্তম:
সচেতনতা বৃদ্ধির জন্য
১. ছকে শ্রেণিকরণের সঠিকতা প্রতিবেদন তৈরি
২. তথ্য, ধারণা উপস্থাপন অধিকাংশ
৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতাগুরুত্ব
ভাল:
১. ছকে শ্রেণিকরণের সঠিকতা
২. তথ্য, ধারণা উপস্থাপন আংশিক সঙ্গতিপূর্ণ।
৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা
অগ্রগতি প্রয়ােজন:
১. ছকে শ্রেণিকরণের অভাব
২. তথ্য, ধারণা উপস্থাপন অসংগতিপূর্ণ
৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব
৬ষ্ঠ শ্রেণির নবম সপ্তাহ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2021
শিক্ষার্থীদের জন্য আমাদের পরামর্শ, আমরা যেভাবে উত্তর/সমাধান দিব সেটা হুবহু না লিখে উত্তরটা নিজের ভাষায় লেখার চেষ্টা করতে । এতে করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে ভালো নম্বর অর্জন করতে পারবে ।
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য kormojog.com এর ফেসবুক পেইজ কর্মযোগ লাইক এবং ফলো করে রাখ।