৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ৯ম সপ্তাহ

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ৯ম সপ্তাহ ২০২১ সালের ৯ম শ্রেণির এসাইনমেন্ট উত্তর এখানে দেয়া হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির ৯ম সপ্তাহের এসাইনমেন্ট বা সপ্তাহের নির্ধারিত কাজ বা প্রশ্ন ২৭ জুন ২০২১ তারিখে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd)। এই এসাইনমেন্ট সম্পন্ন করে নিজ নিজ স্কুল শিক্ষকের নিকট জমা দিতে হবে। সব সপ্তাহের এসাইনমেন্টের সমাধান বা উত্তর এখানে দেয়া হয়েছে।

৯ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট  ২০২১ | ৯ম সপ্তাহ

 

কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা

শ্রেণি: ৬ষ্ঠ

বিষয়: বিজ্ঞান

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ক্রম:

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ২

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম:

দ্বিতীয় অধ্যায়:জীবজগৎ

 

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:

  • পাঠ-১: জীবজগৎ জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য
  • পাঠ-২:জীবজগতের শ্রেণিকরণ
  • পাঠ-৩:অসপুষ্পক উদ্ভিদ
  • পাঠ-৬:সপুষ্পক উদ্ভিদ
  • পাঠ-৭:আবৃতবীজী উদ্ভিদ
  • পাঠ-৮:অমেরুদন্ডী ও মেরুদণ্ডী প্রাণী।
  • পাঠ-৯-১০: অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য

 

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

তােমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণিভুক্ত দশটি  শিক্ষার্থীরা প্রাণীর  নাম বাছাই করে ছকে শ্রেণিবিন্যাস কর।

 

নির্দেশনা:

তােমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণিভুক্ত দশটি  শিক্ষার্থীরা প্রাণীর  নাম বাছাই করে ছকে শ্রেণিবিন্যাস করবে।

 

 

মূল্যায়ন রুব্রিক্স:

অতিউত্তম: 

 ১. ছকে শ্রেণিকরণের সঠিকতা মানবজীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের বিন্যাস করবে। মানব

 ২. তথ্য, ধারণা সঠিকভাবে উপস্থাপন পাঠ-২: সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ

৩. লেখায় লক্ষ্যণীয়মাত্রায় নিজস্বতা ও জীবজগতের শ্রেণিকরণ নেয়া যায়- এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি কর।

 

উত্তম: 

সচেতনতা বৃদ্ধির জন্য

১. ছকে শ্রেণিকরণের সঠিকতা প্রতিবেদন তৈরি

২. তথ্য, ধারণা উপস্থাপন অধিকাংশ

৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতাগুরুত্ব

 

ভাল:

১. ছকে শ্রেণিকরণের সঠিকতা

২. তথ্য, ধারণা উপস্থাপন আংশিক সঙ্গতিপূর্ণ।

৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা

 

অগ্রগতি প্রয়ােজন:

১. ছকে শ্রেণিকরণের অভাব

২. তথ্য, ধারণা উপস্থাপন অসংগতিপূর্ণ

৩. লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব

৬ষ্ঠ শ্রেণির নবম সপ্তাহ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2021

 

 

 

 

শিক্ষার্থীদের জন্য আমাদের পরামর্শ, আমরা যেভাবে উত্তর/সমাধান দিব সেটা হুবহু না লিখে উত্তরটা নিজের ভাষায় লেখার চেষ্টা করতে । এতে করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে ভালো নম্বর অর্জন করতে পারবে ।

প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য kormojog.com এর ফেসবুক পেইজ  কর্মযোগ লাইক এবং ফলো করে রাখ।

About Karmojog

Check Also

৮ম (অষ্টম) শ্রেণির ইংরেজী অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ ২য় সপ্তাহ

৮ম (অষ্টম) শ্রেণির ইংরেজী অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ২য় সপ্তাহ

৮ম (অষ্টম) শ্রেণির ইংরেজী অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ২য় সপ্তাহ প্রিয় শিক্ষার্থী আপনি যদি ৮ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *