৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২১ প্রথম সপ্তাহে ষষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ১৬ মার্চ ২০২১ সালে প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সমাধান আমাদের ওয়েবসাইটে
বাংলা ২য় পত্র
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট প্রশ্ন বাংলা ১ম সপ্তাহ ২০২১
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ
ভাষা ও বাংলা ভাষা (ব্যাকরণ)
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ
১.৫ ভাষার রুপ বৈচিত্র্য
(জ) সাধু ও চলিত ভাষা
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
১. নিচের রচনাংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর: তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতাে একটি গাভি চাহিলেন। সেও ধবল রােগীর মতাে তাহাকে কিছুই দিলনা। তখন স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকে আবার তেমনি করিবেন। তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনাে উপায় নাই। যিনি তােমার চক্ষু ভালাে করিয়া দিয়াছেন, আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি।
এসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনাঃ
সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্যসমূহ জানতে পাঠ্যবইয়ের ৭নং পৃষ্ঠা পড়তে হবে
মূল্যায়ন রুব্রিক্সঃ
> সর্বনাম ও ক্রিয়াপদগুলির সঠিকভাবে রূপান্তর করতে পারলে অতি উত্তম;
> সর্বনাম পদের আংশিক ও ক্রিয়াপদগুা পরিপূর্ণভাবে রূপান্তর করতে পারলে উত্তম;
>সর্বনাম ও ক্রিয়াপদগুলির আংশিক রূপান্তর করতে পারলে-ভালাে;
> সর্বনাম ও ক্রিয়াপদগুলির কোনাে রূপান্তর করতে না পারলে – অগ্রগতি প্রয়ােজন।
৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান
এসাইনমেন্ট শুরু
চলিত রুপঃ তারপর স্বর্গীয় দূত আগে যে টাকওয়ালা ছিল, তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মত একটি গাভি চাইলেন। সেও ধবল রােগীর মতাে তাকে কিছুই দিলােনা। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকে আবার তেমনি করবেন। তারপর স্বর্গীয় দূত আগে যে অন্ধছিল, তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোন উপায় নেই। যিনি তােমার চোখ ভালাে করে দিয়েছেন, আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি: যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি।
এসাইনমেন্ট শেষ
5 comments
Pingback: অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহের গ্রিক প্রশ্ন ও সমাধান (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী) - Kormojog
Pingback: অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহের গ্রিক প্রশ্ন ও সমাধান (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী) - Kormojog
Pingback: ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২১ - Kormojog
Pingback: ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহের গ্রিক প্রশ্ন ও সমাধান ২০২১ - Kormojog
Pingback: ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত এসাইনমেন্ট প্রশ্নের সমাধান ২০২১ - Kormojog