স্যামসাং গ্যালাক্সি মোবাইল এর শীর্ষ ৯ লুকানো টিপস

স্যামসাং গ্যালাক্সি মোবাইল এর শীর্ষ ৯ লুকানো টিপস আলোচনা করব । বর্তমান অধুনিক এই যুগে আমরা কম বেশি মোবাইল ফোন ব্যবহার করে থাকি।মোবাইল ফোন ব্যবহার করার জন্য আমাদের কিছু তথ্য জানা দরকার।

স্যামসাং গ্যালাক্সি মোবাইল এর শীর্ষ ৯ টি লুকানো টিপস :

কয়েকটি স্যামসং সিক্রেট কোডের তালিকা সম্পর্কে আলোচনা করব

১। আই এম ই নাম্বার: আপনার মোবাইল ফোনের আই এম ই নাম্বার জানা দরকার কারন আপনার ব্যবহারকৃত মোবাইল ফোনটি কোন কারনে হরিয়ে ফেলেন মোবাইল ফোনটি খুজতে আই এম ই নাম্বার দরকার হবে।আই এম ই নাম্বার দিয়ে মোবাইলটি খুজে বের করা সম্ভব

আপনার মোবাইল ফোনের আই এম ই নাম্বার জানতে আপনাকে ডায়েল করতে হবে *#06#।এই কোডটি ডায়েল করলে আপনার মোবাইল ফোনের আই এম ই নাম্বার দেখতে পাবেন তার সাথে লিখে রাখতে পারেন।

২। ভার্সন: আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেটি কোন ভার্সনের তা আপনাকে জানতে হবে ।ভার্সন জানতে আপনাকে ডায়েল করতে হবে*#1234#।এই কোডটি ডায়েল করলে আপনি দেখতে পাবেন আপনার মোবাইল ফোনটি কোন ভার্সনের।

৩। মোইন ভার্সন: আপনার মোবাইল ফোনের মোইন ভার্সন জানতে আপনাকে ডায়েল করতে হবে *#12580*369#

৪। অভার অল চেক: আপনার মোবাইল ফোনের অভার অল চেক করতে আপনাকে ডায়েল করতে হবে *#7353#

৫। ব্যটারির অবস্থা: আপনার মোবাইল ফোনের ব্যটারির অবস্থা জানতে আপনাকে ডায়েল করতে হবে *#0228#

৬। সার্ভিস মুড: আপনার মোবাইল ফোনের সার্ভিস মুড দেখতে আপনাকে ডায়েল করতে হবে *0011#

৭। সার্ভিস টেস্ট : আপনার মোবাইল ফোনের সার্ভিস টেস্ট করতে আপনাকে ডায়েল করতে হবে *#0*#

৮। সিস্টেম ড্রাম মেনু: সিস্টেম ড্রাম মেনু দেখতে আপনাকে ডায়েল করতে হবে *9900#

৯। কত এমবি ব্যবহার করা হলো: মোবাইলে সবাই যে অসীম এমবি ব্যবহারের (আনলিমিটেড) প্যাকেজ নেন, এমন নয়। নির্দিষ্ট একটি প্যাকেজ ব্যবহার শুরু করার পর হঠাৎ যদি সেটি শেষ হয়ে যায়, তবে ব্যবহারকারীর জন্য অসুবিধার কারণ হয় ।

তবে মোবাইলে কী পরিমাণ এমবি ব্যবহার করা হচ্ছে, সেটি পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট একটি সীমানা অতিক্রম করার পর ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখানোর অপশন রয়েছে।

তার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের সেটিং>মাই নেটওয়ার্ক>ডাটা ইউসেজ পাতা থেকে ডেটা ব্যবহার ও মনিটর করা যায় এবং সতর্কবার্তা দেখানোর বিষয়টিও এখানে নির্ধারণ করা যায়। অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণগুলোতে এই অপশনটি নাও থাকতে পারে।

আরো পড়তে পারেন:

বাসা বাড়ির বিদ্যু বিল কিভাবে হিসাব করতে হবে

নকল ৯টি মোবাইল ফোন থেকে দূরে থাকুন

About Karmojog