সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য বিষয়ক থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষাসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে বাংলা সাহিত্য বিষয়ের ওপর নানা প্রশ্ন।এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন। ছাত্র জীবন থেকে শুরু করে সব চাকরি জীবি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ।
সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১.প্রশ্ন: “সারদামঙ্গল” কোন যুগের কাব্য গ্রন্থ?
উত্তর: আধুনিক যুগের।
২.প্রশ্ন: বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশনন্দিনী।
৩.প্রশ্ন: বঙ্কিমচন্দ্র মােট কতটি উপন্যাস লিখেছেন?
উত্তর: ১৪টি।
৪.প্রশ্ন: বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কমলযুদ্ধ শুরু করেন?
উত্তর: প্যারীচাঁদ মিত্র।
৫.প্রশ্ন: “নীল দর্পণ” নাটকের রচয়িতা কে?
উত্তর: দীনবন্ধু মিত্র।
৬.প্রশ্ন: “নীল দর্পন” কোন ধরনের রচনা ?
উত্তর: নাটক।
৭.প্রশ্ন: “নীল দর্পণ” ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
৮.প্রশ্ন: কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
উত্তর: বেতাল পঞ্চবিংশতি।
৯.প্রশ্ন: “সংবাদ প্রভাকর” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১০.প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি?
উত্তর: অমিত্রাক্ষর।
১১.প্রশ্ন: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য ?
উত্তর: দুই যুগের মিলনকারী।
১২.প্রশ্ন: “ঠক চাচা” চরিত্র টি কোন উপন্যাসের লেখা?
উত্তর: আলালের ঘরে দুলাল।
১৩.প্রশ্ন: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র কোনটি?
উত্তর: দিগদর্শন।
১৪.প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তর: চন্দ্রাবতী।
১৪.প্রশ্ন: “শকুন্তলা” গ্রন্থটি কার লেখা?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৬.প্রশ্ন: “একে কি বলে সভ্যতা” কে লিখেছেন ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৭.প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি?
উত্তর: সনেটের প্রবর্তন।
১৮.প্রশ্ন: কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৯.প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কার রচনা ?
উত্তর: মীর মোশাররফ হোসেন।
২০.প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কোন ধরনের রচনা ?
উত্তর: উপন্যাস।
সাধারণ জ্ঞান বাংলা সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
২১.প্রশ্ন: “বিষাদ সিন্ধু” কোন যুগের গ্রন্থ?
উত্তর: আধুনিক।
২২.প্রশ্ন: বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৩.প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ?
উত্তর: ভ্রান্তিবিলাস।
২৪.প্রশ্ন: বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কত শতকে?
উত্তর: উনিশ শতকে।
২৫.প্রশ্ন: “বুড় শালিকের ঘাড়ে রোঁ” কোন জাতীয় শিল্পকর্ম ?
উত্তর: প্রহসন।
২৬.প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরি।
২৭.প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কবে ?
উত্তর: ১৮০১ সালে।
২৮.প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে কে বাংলা ভাষার চর্চা করতেন?
উত্তর: রামরাম বসু।
২৯.প্রশ্ন: “সবুজপত্র” কে সম্পাদনা করেন?
উত্তর: প্রমথ চৌধুরী।
৩০.প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।
৩১.প্রশ্ন: বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
৩২.প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর: ভারতচন্দ্র।
৩৩.প্রশ্ন: “বীরবলের হালখাতা” গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তর: প্রবন্ধ।
৩৪.প্রশ্ন: শামসুর রাহমানের আত্মজীবনী কি?
উত্তর: কালের ধুলোয় লেখা।
৩৫.প্রশ্ন: রবিন্দ্রনাথ ঠাকুর “নাইট” উপাধি ত্যাগ করেন কত সালে?
উত্তর: ১৯১৯ সালে।
৩৬.প্রশ্ন: কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: বিরহবিলাপ।
৩৭.প্রশ্ন: “সেজুতি” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৮.প্রশ্ন: “ময়নামতির চর” কাব্যগ্রন্থ টি কে লিখেছেন ?
উত্তর: বন্দে আলী মিয়া।
৩৯.প্রশ্ন: জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ঝরা পালক।
৪০.প্রশ্ন: ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন সালে?
উত্তর: ১৯২৬সালে।
৪১.প্রশ্ন: “The Field of Embroidered Quilt” কাব্যটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ ?
উত্তর: নকশি কাঁথার মাঠ।
৪২.প্রশ্ন: “শকুন্তলা” কে অনুবাদ করেন ?
উত্তর:বিদ্যাসাগর।
৪৩.প্রশ্ন: “অন্নদামঙ্গল” কাব্য কে রচনা করেন?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।
৪৪.প্রশ্ন: কে যুগ সন্ধিক্ষণের কবি?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৪৫.প্রশ্ন: চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
উত্তর: মনসামঙ্গল।
৪৬.প্রশ্ন: কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত ?
উত্তর: মনসা দেবী।
৪৭.প্রশ্ন: মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর: কানাহরি দত্ত।
৪৮.প্রশ্ন: “ভাঁড়ুদত্ত” কোন কাব্যের চরিত্র ?
উত্তর: চণ্ডীমঙ্গল।
৪৯.প্রশ্ন: কোন দুজন আরাকান রাজসভার কবি ?
উত্তর: মহাকবি আলাওল ও দৌলত কাজী।
৫০.প্রশ্ন: সতীময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা কে?
উত্তর: দৌলত কাজী।
৫১.প্রশ্ন: “গুল-ই-বকাওলী” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ইজ্জাতুলা।
৫২.প্রশ্ন: বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে ?
উত্তর: মধ্যযুগে।
৫৩.প্রশ্ন: রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।
৫৪.প্রশ্ন: “লাইলী-মজনু” কাব্যটির অনুবাদক কে?
উত্তর: দৌলত উজির বাহরাম খান।
৫৫.প্রশ্ন: পদাবলীর প্রথম কবি কে ?
উত্তর: বিদ্যাপতি।
৫৬.প্রশ্ন: “মুর্দা ফকির” চরিত্রটি কোন গ্রন্থের?
উত্তর: কবর।
৫৭.প্রশ্ন: “এলেবেলে” বইটি কার লেখা?
উত্তর: হুমায়ূন আহমেদ।
৫৮.প্রশ্ন: প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।
৫৯.প্রশ্ন: শাহ মুহাম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্য কোনটি?
উত্তর: ইউসুফ-জোলেখা।
আরোও পড়তে পারেন:
- প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে গণিতের সম্ভব্য অংক সমুহ
- ২০২২ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান
- সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২
- শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি
- কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার উপায়
- অসমাপ্ত আত্মজীবনী থেকে বার বার আসা প্রশ্ন উত্তর ২০২২
- প্রাচীন যুগ ও চর্যাপদ
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস নিয়ে প্রশ্ন উত্তর ২০২২
বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর ২০২২ আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে লাইক দিন।