শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Ministry of Education Job Circular 2021

শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Ministry of Education Job Circular 2021 শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই চাকরির খবর প্রকাশ পায় যা চাকরি প্রত্যাশিদের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়

পদ সংখ্যা ৪৭ জন

মারক নং-৩৭,২০,০০০০.০০১.১১,০২৩.২১ (পার্ট-৪).৩১২০                                        তারিখঃ ১৫ ফেব্রুয়ারি ২০২১

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৪ জন

বেতন: ১২৫০০-৩০২৩০/-

শিক্ষাগত যােগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের  ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

 

২. পদের নাম: সাঁটলিপিকার- কাম- কম্পিউটার

পদ সংখ্যা: ১ জন

বেতন: ১১০০০-২৬৫৯০/-

শিক্ষাগত যােগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অপারেটর সাঁট-লিপি পরীক্ষায় গতি ইংরেজিতে ৮০ শব্দ এবং “বাংলায় গতি ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

৩.পদের নাম:  কম্পিউটার অপারেটর

(Upazila ICT Training and Resource Centre for Education (UITRCE) এর জন্য) 

পদ সংখ্যা:৩৭জন

বেতন: ১১০০০-২৬৫৯০/-

শিক্ষাগত যােগ্যতা:বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে  গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-  কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২জন

বেতন: ১০২০০-২৪৬৮০/-

শিক্ষাগত যােগ্যতা:দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক  বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে  দক্ষতা এবং সাঁট-লিপি পরীক্ষায় গতি  জন ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় গতি ৪৫শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

৫. পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ২জন

বেতন:  ৯৩০০-২২৪৯০/-

শিক্ষাগত যােগ্যতা:দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবংকম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ।

 

শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Ministry of Education Job Circular 2021

ক্রমিক ১-২নং পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গােপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নােয়াখালী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, যশাের, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভােলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

ক্রমিক ৩ নং পদের জন্য ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশােরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, নােয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশাের, বাগেরহাট, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ। আবেদন করতে পারবেন।

ক্রমিক ৪-৫নং পদের জন্য ঢাকা, গাজীপুর , মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গােপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নােয়াখালী, নাটোর, চাপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, যশাের, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভােলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

১. অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:

ক) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু। তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২১, সকাল ১০:০০ ঘটিকা।

খ) অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ :১০ মার্চ ২০২১, বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ। Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহত্তির) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী :

ক) http://ban| beis.teletalk.com.bd এই ওয়েবসাইটে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে। অন লাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে পারবেন। খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) 3KB এবং সর্বোচ্চ 60KB ও রঙিন ছবি, (দৈঘ্য ৩০০ x প্রস্থ৩০০ pixel) 4KB এবং সর্বোচ্চ 100KB স্ক্যান করে নির্ধারিত স্থানে  Upload করবেন।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার | পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ  নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি | প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Ministry of Education Job Circular 2021

৪) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান । Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ || করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র  Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র ঝনুসরঃ করা সম্পন্ন। হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা | Download করে সংরক্ষণ করবেন।

Applicant’s কপিতে একটি টংবৎ ওই নম্বর দেওয়া থাকবে এবং Useri৮ নম্বর ব্যবহার করে প্রার্থী | নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য জনপ্রতি ১০০/- টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকাসহ মােট ১১২ টাকা (অফেরৎযােগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online. এ আবেদনপত্রের সকল অংশ । হণ করে Submit না হলেও পরীক্ষার ফি ম না নেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMIS: BANBEIS<space>User ID লিখে Send করতে হবে 1967 ROT SMS: BANBEIS<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://banbeis.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়। ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন।

শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Ministry of Education Job Circular 2021

প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PINT পুনরুদ্ধার করতে পারবেন:

i. User ID জানা থাকলে BANBEIS<space>Help<space>User<space>User ID & send to 16222

ii. PIN Number জানা থাকলে BANBEIS<space>Help<space>PIN<space>PIN No & send to 16222.

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) নিয়ােগ পরীক্ষা ২০১১-এর বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://banbeis.teletalk.com.bd এবং www.banbeis.gov.bd এ পাওয়া যাবে ।

Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে যে কোন টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query a teletalk.com.bd 41 dd admina banbeis.gov.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। মৌখিক পরীক্ষার সময়ে প্রার্থীদের অবশ্যই। নিবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে:

(ক) সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক এবং সকল প্রকার প্রশিক্ষণের সনদ।

(খ) (প্রযােজ্য ক্ষেত্রে)

(১) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার প্রমাণ। হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মােতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। তাছাড়া মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা। সন্তানের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযােদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়ন পত্র ।।

(২) এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায়। আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ০১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে।

তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২  বছর এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স অনু ৩০ বছর।

সরকারি/আধা-সরকারি সংস্থায় চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

(হাবিবুর রহমান) মহাপরিচালক এবং সভাপতি বিভাগীয় পদোন্নতি/নির্বাচন কমিটি

সূত্র : ১৮-০২-২০২১ ইত্তেফাক (পৃষ্ঠা-৩)

আরও পড়ুন:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *