রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১  ১ টি পদে মোট ০২ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নং-২৬.০২.০০০০.০০৬,১১,৫৪১,২১-৮৪                               তারিখঃ০৪ ফেব্রুয়ারি ২০২১ 

পদের নাম :  গাড়ীচালক

বেতন : ৯,৩০০- ২২,৪৯০/-

পদ সংখ্যা : ০২ জন

শিক্ষাগত যোগ্যতা :জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের  পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদি, ফরিদপুর, টাংগাইল, ময়মনসিংহ,জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, ব্রাক্ষণবাড়িয়া, পাবনা,  সিরাজগঞ্জ, নওগা, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, কুষ্টিয়া,  পিরােজপুর, সিলেট, মৌলভিবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে এতিম ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা  প্রযােজ্য। 

সংশােধন হলে তা অনুসরণ করা হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১-০৯-২০২১ খ্রি, অরিখে বয়স ২০ হতে ৩০ বছর এবং বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://epb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। Online ফরম এর সকল অংশ (জবি এবং স্বাক্ষরসহ যথাযথভাবে পূরণ করতে হবে।

অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। .Online-এ আবেদনপত্র পরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৮-০২ ২০২১ , সকাল ১০:০০ টা  Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১

০৭-০৩-২০২১ খ্রিা, বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন । Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈঘ্য ৩০০x ৮০ pixel) ও রঙিন ছবি (দৈঘ্য ৩০০xগ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে।

নির্ধারিত স্থানে Upload করবেন। Applicarit’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মােট ১১২ টিাকা।

আদনপত্র Submit এরঅনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। প্রথম SMS:PB<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।  SMS qPBspace>Yes<space PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://cpb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানাে হবে। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নির্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password করতে পারবেন।

User ID জানা থাকলে EPB<space> Telp<space> User<space User ID & Send to 16222. PIN Number জানা থাকলে EPB<space>Help <space>PIN<space>PIN NO & Send to 16222, Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে কল করুন।

সদস্যসচিব নিয়ােগ /নির্বাচনি ও পদোচুতি কমিটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোের্ড প্রকল্প পরিচালকের কার্যালয় পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক

সূত্র: ০৫-০২-২০২১ নিউ নেশন (পৃষ্ঠা-৪)।

আরও পড়ুন:

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …