ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র ও নিয়ম ২০২৩

ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র ও নিয়ম ২০২৩ ব্যাংক একাউন্ট বন্ধ করতে ব্যাংকের শাখায় গিয়ে লিখিত আবেদন বা Bank Account Closing Form পূরন করে। দেখুন ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র লিখার নিয়ম।

বিনা প্রয়োজনের অতিরিক্ত ব্যাংক একাউন্ট রাখা মোটেও উচিত না। যে ব্যাংক একাউন্টে আপনার লেনদেন করার প্রয়োজন নেই, সে একাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া উচিত হবে। জানুন ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র কিভাবে লিখবেন।

অনেক ব্যাংকে একাউন্ট বন্ধ করার জন্য ফরম রয়েছে। ব্যাংকে গিয়ে একটি একাউন্ট ক্লোজিং ফরম সংগ্রহ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পুরণ করে জমা দিয়ে একাউন্ট বন্ধ করতে পারবেন।

ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র ও নিয়ম ২০২৩

 

ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম

ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য Bank Account Closing Form অথবা একটি লিখিত আবেদনের মাধ্যমে ব্যাংকের শাখা ম্যানেজারের নিকট অনুরোধ করতে হবে। ব্যাংকের অব্যবহৃত চেক ফেরত দিন এবং একাউন্টের সকল চার্জ বাদ দেয়ার পর অবশিস্ট ব্যালেন্স উত্তোলন করুন।

 

ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র

তারিখ: ৯ মার্চ ২০২৩

ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লিমিটেড,
কাপ্তাই শাখা, রাঙ্গামাটি।

বিষয়: ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র

 

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারি আপনার শাখার একজন সঞ্চয়ী হিসাবধারী। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার ব্যক্তিগত অপ্রয়োজনীয়তার কারণে এই ব্যাংক একাউন্টে আর লেনদেন করবো না। তাই, আমার ব্যাংক একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে একাউন্টে জমা টাকা উত্তোলন করে নিতে আপনার সহযোগিতা কামনা করছি।

ব্যাংক একাউন্টের তথ্যঃ হিসাবের নাম- কামাল উদ্দিন, ব্যাংক একাউন্ট নম্বর- 5404101526545 ।

অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, উপরে উল্লেখিত বিষয়টি সুবিবেচনা করে আমার ব্যাংক একাউন্টটি বন্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণ করে চির বাধিত করবেন।

আন্তরিকভাবে,

(স্বাক্ষর)
কামাল উদ্দিন
সঞ্চয়ী হিসাব নং- 5404101526545
মোবাইল – 01552950000

About Karmojog

Check Also

ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

১২৬০ জন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

১২৬০ জন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *