বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য – প্রশ্ন ও উত্তর

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর  সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বিষয়ক থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষাসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বিষয়ের ওপর নানা প্রশ্ন।এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন। ছাত্র জীবন থেকে শুরু করে সব চাকরি জীবি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য – প্রশ্ন ও উত্তর

০১. কম্পিউটার আবিস্কার করেন কে ?

উত্তর:- হাওয়ার্ড আইকেন।

০২. আধুনিক কম্পিউটারের জনক কে ?

উত্তর:- চার্লস ব্যাবেজ।

০৩. বিশ্বের প্রথম কম্পিউটার পোগ্রামার কে ?

উত্তর:- লেডে অ্যাডা অগাস্টা।

০৪. মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতার নাম কি ?

উত্তর:- বিল গেটস।

০৫. কত সালে সর্বপ্রথম মিনি কম্পিউটার আবিস্কার হয় ?

উত্তর:- 1964 সালে।

০৬. বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি ?

উত্তর:- পিডিপি-1।

০৭. ফেইসবুকের প্রধান নির্বাহীর নাম কি?

উত্তর:- মার্ক জুকেরবার্গ।

০৮. ব্রডব্যান্ড গতিতে শীর্ষে রয়েছে কোন দেশ ?

উত্তর:- দক্ষিণ কোরিয়া।

০৯. বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি ?

উত্তর:- আইবিএম 1620।

১০. কম্পিউটারে বাংলা লেখার প্রথম সফটওয়্যারের নাম কি ?

উত্তর:- শহীদলিপি।

১১. কম্পিউটারে বাংলা লেখার প্রথম সফটওয়্যারের ডেভলপারকে ?

উত্তর:- সাইফুদ্দোহা শহীদ।

১২. চীনে নতুন চালু হওয়া সার্চ ইঞ্জিনের নাম কি ?

উত্তর:- গুজি।

১৩. বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীর কোন দেশে ?

উত্তর:- চীন।

১৪. আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম কি ?

উত্তর:- অ্যাপল ইঙ্ক।

১৫. এমপিথ্রি ফাইল ফরম্যাট উদ্ভাবকের নাম কি ?

উত্তর:- ডাগফিন ব্যাচ।

১৬. কাসপারস্কি ল্যাবের প্রতিষ্ঠাতার নাম কি ?

উত্তর:- ইউজিনি ক্যাসপারস্কি।

১৭. ফ্লাশ প্লেয়ার তৈরি প্রতিষ্ঠানের নাম কি ?

উত্তর:- অ্যাডব।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য – প্রশ্ন ও উত্তর

১৮. গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের নাম কি ?

উত্তর:- এনড্রয়েড।

১৯. বাংলাদেশে প্রথম ইন্টারনেট সুবিধা আসে কোন সালে ?

উত্তর:- ১৯৯৬ সালের ৬ জুন।

২০. বাংলাদেশে প্রথম মোবাইল সুবিধা আসে কোন সালে ?

উত্তর:- ১৯৯৩ সালের এপ্রিল মাসে।

২১. বাংলাদেশে নির্মাণাধীন আইসিটি পার্কের অবস্থান কোথায় ?

উত্তর:- গাজীপুরের কালিয়াকৈর।

২২. বাংলাদেশে আইসিটি ইনকিউবেটর কোথায় অবস্থিত ?

উত্তর:- ঢাকার কারওয়ান বাজারে।

২৩. ত্রিমাত্রিক চ্যানেলে প্রথম সরাসরি ফুটবল ম্যাচ সম্প্রচার করা হয়েছে কোন দেশে ?

উত্তর:- যুক্তরাজ্য।

২৪. বিশ্বে সর্বপ্রথম যে কম্পিউটার তৈরি করা হয় তাতে মেমরি হিসাবে কি ছিল ?

উত্তর:- পাঞ্চ কার্ড(যা ছিল রিড অনলি) ব্যবহার করা হয়েছিল।

২৫. স্কাইপ কি ধরনের সার্ভিস ?

উত্তর:- ইন্টারনেটভিত্তিক টেলিফোন সার্ভিস।

২৬. বিশ্বের সবচেয়ে হালকা মোবাইলের ওজন কত ?

উত্তর:- ৪০ গ্রাম।

২৭. উইন্ডোজ সেভেন ব্যবহার করা যাবে কয়টি ভাষায় ?

উত্তর:- ৫৯টি ভাষায়।

২৮. বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার কোথায় ?

উত্তর:- (বিসিএস কম্পিউটার সিটি)- ঢাকার আগারগাঁওয়ে।

২৯. বাডা অপারেটিং সিস্টেমের প্রথম হ্যান্ডসেটের নাম কি ?

উত্তর:- স্যামসাং ওয়েভ এস-৮৫০০।

(সংগৃহীত)

আরোও পড়তে পারেন:

 

বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর  আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে লাইক দিন।

About Karmojog

Check Also

এলজিইডি কার্য সহকারী ৭২০টি পদে নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন-সমাধান ২০২৩ PDF

এলজিইডি কার্য সহকারী ৭২০টি পদে নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন-সমাধান ২০২৩ PDF

এলজিইডি কার্য সহকারী ৭২০টি পদে নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন-সমাধান ২০২৩ PDF  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *