বিজিবিতে চাকরি – BGB Job Circular 2021

বিজিবিতে চাকুরি BGB Job Circular 2021 বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি BGB Job Circular 2021 প্রকাশ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখন থেকে আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হবে।

ডিজিটাল পদ্ধতিতে ৯৭তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি

শিক্ষাগত যােগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে ঘৰে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযােজ্য)।

বেতন : ৯০০০-২১৮০০/- 

বয়স : ২২- ২০২১ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ২৩-০৮-১৯৯৮ হতে ২২-০৮-২০০৩ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয়।

 শারীরিক মান:

 পুরুষ প্রার্থী :

উচ্চতা : ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) উপজাতিদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার  (৫ ফুট ৪ ইঞ্চি)।

ওজন: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড)উপজাতীয়দের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুক: স্বাভাবিক ৮১,২৮ সেঃমিঃ (৩২ ইঞ্চি), স্ফীত ৮৬,৩৪ সেঃমিঃ (৩৪ ইঞ্চি)উপজাতীয়দের ক্ষেত্রে ৭৬.২০ সেঃমিঃ। ফীত ৮১.২৮ সেঃমিঃ (৩২ ইঞ্চি) ইঞ্চি)

দৃষ্টিশক্তি : ৬/৬

মহিলা প্রার্থী:

উচ্চতা : ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) উপজাতিদের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)।

ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৩,৫৪৪ 

কেজি (৯৬ পাউন্ড) ।

বুক: স্বাভাবিক ৭১.১২ সেঃমিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃমিঃ (৩০ইঞ্চি)।

দৃষ্টিশক্তি : ৬/৬

 

 

বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাপ্রাপ্ত গ্রহণযােগ্য নয়)।

ভর্তির তারিখ ও স্থান : এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।

জেলা কোটা : সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে।

ভর্তি কোটার সংখ্যা সীমিত।

এসএমএস (SMS) এর জন্য প্রযােজ্য কোডসমূহ : রেজিস্ট্রেশনের জন্য এসএমএস (SMS) করতে প্রয়োজনীয় কোডসমূহ নিম্নবুপ:

(ক) HSC &SSC Board Code। এসএমএস (SMS) প্রেরণের সময় এইচএসসি/ সমমান এবং এসএসসি/সমমান পাসের নিম্নবর্ণিত বাের্ড কোড ব্যবহার করতে হবেঃ

Dhaka = DHA

Rajshahi = RAJ

Jessore = JES

Comilla =  COM

Dinajpur = DIN

Mymensingh =  MYM

Barisal = BAR

Chittagong =  CHI

Sylhet =  SYL

Madrasha =  MAD 

Diploma in Business  studies = DIB

Bangladesh Open University (BOU)OTH

 

** Techincal Board   TEC/HBM/ DIC/VOC  (৪টি হতে যে কোন একটি নির্বাচন করতে হবে ।

** Technical Board এর যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে   পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে SMS প্রেরণের সময় বাের্ড কী  ওয়ার্ড হিসেবে OTH টাইপ করতে হবে।

Home District Code : এসএমএস (SMS) প্রেরণের সময় নিম্নবর্ণিত Home District Code ব্যবহার করতে হবে।

বিজিবিতে চাকুরি BGB Job Circular 2021

রেজিষ্ট্রেশন : বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১ ও ২ অনুযায়ী আগ্রহী যােগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ১০০০ ঘটিকা হতে ১৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেইড মােবাইল ফোন থেকে ইংরেজিতে এস এম এস (SMS) প্রেরণের মাধ্যমে। রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

(ক) এসএমএস (SMS) এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করার নিয়মাবলীঃ বর্ডার গার্ড বাংলাদেশ এ সিপাহী (জিডি) পদে এসএসসি/সমমান এবং। এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটকের প্রিপেইড মােবাইলের মেসেজ অপশনে গিয়ে

নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুন : BGB Space>HSC PASS YEAR<Space>HSC BOARD KEYWORD<space HSC ROLL <space> SSC PASS YEAR<space SSC BOARD KEYWORD <space SSC ROLL<space> HOME DISTIRICT CODE<space>UPAZILLA NAME- SEND TO 16222.

উদাহরণ : BGB_2020 DHA236098 2018 DHA405698 40 MIRPUR- SEND TO 16222

প্রার্থীদের এসএমএস (SMS) প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে। যােগ্য প্রার্থীদেরকে একটি পিন (PIN) নম্বর সম্বলিত এসএমএস (SMS) টেলিটক নম্বরে প্রেরণ করা হবে। অযােগ্য প্রার্থীদের অযােগ্যতার কারণ এসএমএস (SMS) এ উল্লেখ থাকবে। যােগ্য প্রার্থীদের পিন|

(PIN) নম্বর প্রাপ্তির পর ১৫০.০০ টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছক হলে পুনরায় টেলিটক মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিবর্ণিত তথ্যগুলি টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে BGB<space> YES<space PIN NUMBER<space> CONTACT MOBILE NUMBER (any mobile operator) SEND TO 16222

উদাহরণঃ BGB YES 97409812 01XXXXXXXXX-SEND TO 16222

 

ভর্তি কার্যক্রমের ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ) টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটকের। প্রিপেইড মােবাইলের ব্যালেন্স এসএমএস (SMS) প্রেরণ চার্জসহ ১৬০.০০ (একশত ষাট) টাকা থাকা আবশ্যক। দ্বিতীয়বার এসএমএস (SMS) প্রাপ্তির পর প্রার্থীকে রেজিশেন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস (SMS) টেলিটক ও প্রার্থীর নিজস্ব মােবাইলে প্রেরণ করা হবে। ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে/ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য

নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে টেলিটক প্রিপেইড মােবাইল হতে ১৬২২২ নিম্বরে প্রেরণ করুন। BGB<space>SOLDIER <space> HELP<space>SSC BOARD KEYWORD <space> SSC ROLL<space>PASSING YEAR <space> HOME DISTRICT CODE<space> UPAZILLA NAME – ISEND TO 16222.

উদাহরণ: BGB SOLDIER HELP |DHA 405698 2012 40 MIRPUR- SEND TO 16222

শুধুমাত্র কনফার্মেশন মেসেজ প্রাপ্ত প্রার্থীগণএস এম এস(SMS) এ সরবরাহকৃত নিজস্ব মােবাইল নম্বরে পরবর্তীতে এই গ্রামীণ, রবি অথবা টেলিটক নম্বর (০১৭২৯০২৪৮,১৮৯৬৯ ০১৫৫২১৪৬১৫০) এর মাধ্যমে পরীক্ষার স্থান তারিখ ও অন্য জানিয়ে এসএমএস (SMS) করা হবে পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে/ভুলে গেলে যেকোন

টেলিটক নাম্বার থেকে মােবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিম্ন লিখিতগুলি টাইপ করে ১৬২২২ নম্বরে প্রেরণ করুনঃ BGB<space> ১ DIER <space>HELP<space> ROLL <space> 97GD 010001- SEND TO 16222 Entgat BGB SOLDIER HELP ROLL 97GD-010001- SEND TO 16222, ফি | জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না।। |

প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ : নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের  পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই Fasting Sugar.HbA1C, HBs Ag. Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করানাে হবে। উল্লেখ্য, Fasting Sugar. | HbA1C & Scrum Creatinine রক্ত পরীক্ষায় যােগ্য, HBsAg

ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope | Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই | চুড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।

ভর্তির সময় অবশ্যই যা সংগে আনতে হবে :

(ক) এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (প্রযােজ্য। ক্ষেত্রে)।

(খ) সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্ত এইচএসসি/ সমমান এবং এসএসসি/সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।

গ। অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযােজ্য) কর্তৃক সত্যায়িত।

ঘ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার (যা প্রযােজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।

ঙ। চারিত্রিক সনদপত্র ।

চ। সদ্য তােলা নীল বাউল সম্বলিত পাবে। প্রিন্টকত ১১ (এগার) কপি পাসপাের্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউপি চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত। ব্যতীত)।

ছ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার। (যা প্রযােজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।

জ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

ঝ। http://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিাকে প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলােড পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতঃ ভর্তির সময় সংগে আনতে হবে।

ঞ। বিজিবি এর কর্মরত/অবসরপ্রাপ্ত/শহীদ/মৃত সদস্যের সন্তানদের জন্য। প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নম্বর, পদবী, নাম উল্লেখ পূর্বক স্থায়ী ঠিকানা সম্বলিত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি উপস্থাপন করতে হবে।

এছাড়া কর্মরত বিজিবি সদস্যের সন্তানগণ পিতার বর্তমান পরিচয়পত্রের সত্যায়িত ছায়াকপি এবং অবসরপ্রাপ্ত, শহীদ ও মৃত বিজিবি সদস্যের সন্তানগণকে তার পিতার পেনশন বহি, কার্যমুক্তি ছাড়পত্র ও পরিচয়পত্র (যা বিদ্যমান) নির্বাচনী পর্ষদের নিকট উপস্থাপনের জন্য সংগে আনতে হবে।

 

ট। মুক্তিযােদ্ধা, বিএনসিসি ক্যাডেট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, উপজাতি এবং সরকারী নিবাসী (এতিম) সদস্য প্রার্থীদের জন্য প্রযোজ্য:

(১) মুক্তিযােদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান এর জন্য। মুক্তিযােদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান হিসেবে চিহ্নিত করণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয়।

ইউনিয়ন/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ঔরসজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র যা উপজেলা নির্বাহী কর্মকর্তা/১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে। উল্লেখ্য, মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে।

বিজিবিতে চাকুরি BGB Job Circular 2021

এছাড়া নিম্নবর্ণিত নথিপত্র সংগে অনিতে হবে :

(ক) মুক্তিযােদ্ধার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত)/জন সনদপত্রের ফটোকপি (সত্যায়িত) ও মৃত মুক্তিযােদ্ধাদের ক্ষেত্রে মৃত্যু সনদপত্রের ফটোকপি (সত্যায়িত)।

(খ) মুক্তিবার্তার ফটোকপি (সত্যায়িত)। উল্লেখ্য মুক্তিবার্তার প্রথম পাতাসহ সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার নামের পাতা।

(গ) সরকার কর্তৃক জারিকৃত মুক্তিযােদ্ধার গেজেটের ফটোকপি (সত্যায়িত)। উল্লেখ্য, গেজেটের প্রথম পাতাসহ সংশ্লিষ্ট মুক্তিযােদ্ধার নামের পাতা।

(ঘ)মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র (মুলকপি)।

(ঙ) বাংলাদেশ | মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত সনদপত্রের ফটোকপি (সত্যায়িত)।

(চ)। মুক্তিযােদ্ধার নাতির ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ও পিতা-মাতার। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত)।

(ছ) মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযােদ্ধার উত্তরাধিকারী সনদপত্র এবং নাতিদের ক্ষেত্রে পিতা বা মাতার নাগরিকত্ব সনদপত্র।

(২) বিএনসিসির ক্যাডেটদের জন্য : বিএনসিসির কোন আগ্রহী ক্যাডেট বিজিবিতে ভর্তির ক্ষেত্রে বিএনসিসি রেজিমেন্ট কমান্ডার কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে।

(৩) আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা এ্যাডজুটেন্ট এর প্রতিস্বাক্ষরিত, থানা কর্মকর্তা দ্বারা প্রদত্ত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে।

(৪) উপজাতীয়দের জন্য উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত উপজাতি সনদপত্র উপস্থাপন করতে হবে।

(৫) সরকারী এতিমখানা নিবাসী (এতিম) সদস্য। সরকারী ও সরকার নিবন্ধন প্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয়। প্রশংসাপত্র যাতে প্রার্থী এতিম এবং প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা, জন্ম। | এবং এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে।

৬। খেলােয়াড় ও আন্তর্জাতিক ও জাতীয় পদক অর্জনকারী খেলােয়াড়দের। অগ্রাধিকার দেয়া হবে। জাতীয় পর্যায়ের খেলােয়াড়/বিকেএসপি/বিদেশী ক্রীড়া একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও সম্ভাবনাময় খেলােয়াড়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে মান সম্মত এবং দক্ষ খেলােয়াড়দের বিডি ন্ন প্রতিযােগিতায় অর্জিত সনদপত্র সংগে আনতে হবে।

বিশেষ দ্রষ্টব্য : রেজিষ্ট্রেশন সময় প্রদত্ত মােবাইল নম্বরের মােবাইল সেটটি। অবশ্যই সাথে আনতে হবে। বিজিবিতে ভর্তিচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবাের্ড ও কলম সাথে আনতে হবে।

ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত এবং কম্পিউটারে দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। বিজিবি ওয়েব সাইট।

ভর্তি সংক্রান্ত কোন তথ্যাদি ওয়েব সাইটে জানতে হলে Visit করুন http://www.bgb.gov.bd ১৬। HELP DESK এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোন মােবাইল।

ফোন হতে ০১৭৬৯৬০০৮৯৮ নাম্বারে অথবা টেলিটক মােবাইল হতে ১২১ নম্বরে কল করুন। উপ মহাপরিচালক রেকর্ড উইং মহাপরিচালকের পক্ষে।

 

সূত্র : ০৫-০২-২০২১ ইত্তেফাক (পৃষ্ঠা-৭)।

আরও পড়ুন:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি ২০২১

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *