বাসা বাড়ির বিদ্যু বিল কিভাবে হিসাব করতে হবে

বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব।বিদ্যুৎ বিলের বিষয়টি অনেক গুরুত্বপুর্ন্য অনেক সময় দেখা যায় মিটার নষ্ট হওয়ার ফলে বিদ্যুৎ বিল বেশি আসে এ হ্মেত্রে মিটার যে নষ্ট হয়েছে তা বুঝার উপায় হলো আপনি যদি আপনার বিদ্যুৎ বিল হিসাব করে বের করতে পারেন।

সেহ্মেত্রে আপনার মিটারের বিদ্যুৎ বিলের সাথে যদি আপনার হিসাব করা বিদ্যুৎ বিরের সাথে না মিলে তাহলে বুঝতে পারবেন যে আপনার মিটারের সমস্যা হয়েছে।তাহলে আপনার করনীয় হবে আপনি বিদ্যুৎ আফিসের সাথে যোগাযোগ করলে আপনার মিটার পরিবর্তন করে দিবে।এখন কথা হচ্ছে যে যদি আপনি বিদ্যুৎ বিল হিসাব করতে না পারেন।

তাহলে আপনাকে সবসময় অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে।এ কারনে আমাদের সকলের উচিত বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয় তা জানা নিচে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করবেন সে বিষয়ে আলোচনা করা হলো:

 

আমাদের  বিদ্যুৎ বিল হিসাব করার জন্য যে সুত্র গুলো জানা দরকার:

1kwh=1unit [kwh হলো কিলো ওয়াট]

1hp=746watt

H=time in hour

মনে করি,
আপনার বাসায় ২টা সিলিং ফ্যান ২টা এনার্জি লাইট ১টি ফ্রিজ এবং ১টি টেলিভিশন ব্যবহার করেন।এগুলো ব্যবহার করায় আপনার বিদ্যুৎ বিল যে পরিমান আসতে পারে নিম্নে তার হিসাব করা হলো:

প্রথমে সিলিং ফ্যান হিসাব করি,

সিলিং ফ্যান=সংখ্যা ×সময়×ওয়ার্ট
=2×16×80

  =2560wh
=2560/1000
=2.65kwh

এনার্জি লাইটের হিসাব,

এনার্জি লাইট=সংখ্যা×সময়×ওয়ার্ট
=2×16×30
=960wh
=960/1000
=0.96kwh

ফ্রিজের হিসাব,

ফ্রিজ =সংখ্যা ×সময়×ওয়ার্ট
=1×22×100
=2200wh
=2200/1000
=2.2wh

টেলিভিশনের হিসাব,

টেলিভিশন =সংখ্যা ×সময়×ওয়ার্ট
=1×10×120
= 1200wh
= 1200/1000
=1.2wh

*এখন মোট বিদ্যুৎ বিল হসাব করব:

মোট বিদ্যু বিল= সিলিং ফ্যান + এনার্জি লাইট+ ফ্রিজ+ টেলিভিশন
=2.65+0.96+2.2+1.2
=7.01wh

একদিনের বিদ্যুৎ বিল=7.01wh

এখন ১ মাসের বিদ্যু বিল=7.01×30
=210.3
প্রতি ইউনিটের মুল্য যদি আমরা 6.30 টাকা ধরি তাহলে ইউনিটের মুল্য হবে =210.3× 6.30
=1324.89 টাকা (মোট খরচ)

এখন ১ মাসের বিদ্যুৎ বিল হবে=মোট খরচ+মিটার ভাড়া+ডিমাট চার্জ+সার্ভিজ চার্জ
=1324.89+40+10+15

=1389.89 টাকা মাত্র

উপরিক্ত জিনিস গুলো যদি আপনার বাসায় আপনি ব্রবহার করেন তাহালে ১ মাসের বিদ্যুৎ বিল হবে=1389.89 টাকা মাত্র।

আপনি যদি উপরিক্ত হিসাবগুলো যেভাবে করা হয়েছে একাইভাবে যদি আপনার বাসা বাড়ীর এবং ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব করেন তাহলে আপনাকে বিদ্যুৎতের বারতি বিল দিতে হবে না।

আরে পড়তে পারেন:

সময় তাকে বলে দিবে আপনার মুল্য কতটা

ভিডিও দেখতে  ক্লিক করুন

 

 

About Karmojog

12 comments

  1. Pingback: শীতে হাঁটু ব্যথা কেন হয়? কারণ ও প্রতিকারে - Karmojog

  2. Pingback: স্যামসাং গ্যালাক্সি মোবাইল এর শীর্ষ ৯ লুকানো টিপস - Karmojog

  3. Pingback: অনলাইনে জন্মনিবন্ধন - Popular Jobsbd

  4. Pingback: অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম ২০২২ - Popular Jobsbd

  5. Pingback: আদ দ্বীন এনজিও ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Popular Jobsbd

  6. Pingback: আইআরসিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Popular Jobsbd

  7. Pingback: প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Popular Jobsbd

  8. Pingback: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ - Popular Jobsbd

  9. Pingback: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরির বিজ্ঞপ্তি - Popular Jobsbd

  10. Pingback: সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ ২০২২ - Popular Jobsbd

  11. Pingback: অনলাইনে জন্মনিবন্ধন - ejobnews

  12. Pingback: আরডিআরএস নিয়োগ বিজ্ঞপ্তি 2022 - ejobnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *