বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২২

বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২২ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য বিষয়ক থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষাসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে বাংলা সাহিত্য বিষয়ের ওপর নানা প্রশ্ন।এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন। ছাত্র জীবন থেকে শুরু করে সব চাকরি জীবি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২২

বাংলা সাহিত্য – গুরুত্বপূর্ণ MCQ

 

প্রশ্ন:১। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তর : গ. ছোটগল্প

প্রশ্ন:২। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রতাপাদিত্য চরিত
ঘ. হিতোমপদেশ
উত্তর : গ. রাজা প্রতাপাদিত্য চরিত

প্রশ্ন:৩। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা
খ. লুইপা
গ. সরহ পা
ঘ. শবর পা
উত্তর: খ. লুইপা

প্রশ্ন৪। খনার বচন কী সংক্রান্ত ?
ক. কৃষি
খ. ব্যবসা
গ. শিল্প
ঘ. রাজনীতি
উত্তর: ক. কৃষি

প্রশ্ন৫। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ
ক. নারীর মূল্য
খ. রায়তের কথা
গ. তেল নুন লাকড়ী
ঘ. বীরবলের হালখাতা
উত্তর : ঘ. বীরবলের হালখাতা

প্রশ্ন৬। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল
খ. সেন
গ. গুপ্ত
ঘ. তুর্কী
উত্তর : ঘ. তুর্কী

প্রশ্ন৭। ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত
উত্তর : ঘ. কানাহরি দত্ত

প্রশ্ন৮। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী
খ. চন্দ্রাবতী
গ. পদ্মাবতী
ঘ. কামিনী রায়
উত্তর : খ. চন্দ্রাবতী

বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ২০২২

প্রশ্ন৯। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তর : গ. চণ্ডীদাস

প্রশ্ন১০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. মীর মোহম্মদ সফী
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. আলাওল
উত্তর : গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

প্রশ্ন১১। সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. বিষবৃক্ষ
ঘ. যোগাযোগ
উত্তর : খ. গৃহদাহ

প্রশ্ন১২। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. চণ্ডীদাস
ঘ. ঈশ্বরী পাটনী
উত্তর : খ. গোবিন্দচন্দ্র দাস

প্রশ্ন১৩। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তর : গ. আলাউদ্দিন আল আজাদ

প্রশ্ন১৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
ঘ. প্রকৃতি প্রেম
উত্তর : ক. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ

প্রশ্ন১৫। ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রহসন
ঘ. কাব্য
উত্তর : খ. উপন্যাস

প্রশ্ন১৬। ‘ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. প্রবন্ধ
উত্তর: গ. কাব্য

প্রশ্ন১৭। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. বিরহ বিলাপ
খ. অশ্রুমালা
গ. অমিয়ধারা
ঘ. মহাশ্মশান
উত্তর : ক. বিরহ বিলাপ

প্রশ্ন১৮। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. জীবনানন্দ দাশ
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর : গ. জীবনানন্দ দাশ

বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

প্রশ্ন১৯। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তর : ক. কাব্য

প্রশ্ন২০। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?
ক. কবর
খ. নীলদর্পণ
গ. শর্মিষ্ঠা
ঘ. ভদ্রার্জুন
উত্তর : ঘ. ভদ্রার্জুন

(সংগৃহীত)

আরোও পড়তে পারেন:

 

বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর ২০২২ আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে লাইক দিন।

About Karmojog

Check Also

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *