বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান  ৫০টি mcq প্রশ্ন ও প্রশ্নোত্তর

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান  ৫০টি mcq প্রশ্ন ও প্রশ্নোত্তর ৫০টি MCQ Question and Answer বাংলাদেশ বিষয়াবলী’ সাধারণ জ্ঞান থেকে আমাদের এ সাইটি মূলত সকল চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যেমন, bcs preliminary, bank job, primary and other all govt job.

বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংরেজি লিটারেচার, ইংরেজি গ্রামার, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি উপর বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা আসা এমসিকিউ প্রশ্নপত্রের উত্তর আপলোড দিয়ে থাকি। যদি কোন প্রশ্নোত্তর ভুল মনে হলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।  ধন্যবাদ

বাংলাদেশ বিষয়াবলী’ সাধারণ জ্ঞান  ৫০টি mcq প্রশ্ন ও প্রশ্নোত্তর

১. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?

উত্তর :ব্যাবিলন।

২. শশাঙ্কের রাজধানী ছিল –

উত্তর :কর্ণসুবর্ন

৩. গ্রান্ড-ট্রাঙ্ক রোডের নির্মাতা কে?

উত্তর : শেরশাহ্‌

৪. ‘দীন-ই-এলাহি’ প্রবর্তন করেন –

উত্তর : সম্রাট আকবর

৫. একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-

উত্তর : গৌড়

৬. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-

উত্তর : নৌকা

৭. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?

উত্তর : ১৮৮৫ সালে

৮. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল–

উত্তর : ৩৮০-৪১৫ সাল

৯. কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?

উত্তর : মুর্শিদকুলি খান

১০. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

উত্তর : পুলিশ ব্যবস্থা

১১. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?

উত্তর : বেদ

১২. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?

উত্তর : নিশাত মজুমদার

১৩. ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দাবি কি ছিল?

উত্তর : বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

১৪. ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে?

উত্তর :১৪৮৭ সালে

১৫. ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল?

উত্তর : কলকাতা

১৬. আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?

উত্তর :প্রচন্ড গণআন্দোলনের জন্য

১৭. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?

উত্তর : এরিস্টটল

১৮. নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে –

উত্তর : ঢাকায়

১৯. কোন জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে?

উত্তর : হুন জাতি

২০. কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?

উত্তর :লর্ড মাউন্টব্যাটেন

২১. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

উত্তর : ইবনে বতুতা

২২. কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?

উত্তর : পর্তুগীজরা

২৩. লর্ড লিটন কতসালে ‘আর্মস অ্যাক্ট’ প্রবর্তন করেন?

উত্তর : ১৮৭৮ সালে

২৪. কাকে ‘প্রাচীন ভারতের নেপোলিয়ন’ বলা হয়?

উত্তর : সমুদ্রগুপ্ত

২৫. চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?

উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত

২৬. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ –

উত্তর :ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

২৭. ইবনে বতুতা কোন দেশের পর্যটক?

উত্তর : মরক্কো

২৮. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

উত্তর :গিয়াস উদ্দিন আযম শাহ্‌

২৯. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

উত্তর : এক নতুন জাতীয় চেতনার

৩০. টিপু সুলতান কে ছিলেন ?উত্তর :ব্যাঙ্গোলারের শাসনকর্তা

উত্তর : মহীশূরের শাসনকর্তা

৩১. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?

উত্তর :৯ মে ১৯৫৪

৩২. রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্থানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?

উত্তর : ২২ ফেব্রুয়ারী

৩৩. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন?

উত্তর :ব্যামফিল্ড ফুলার

৩৪. শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে –

উত্তর :আলাউদ্দিন হুসেন শাহ্‌

৩৫. বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

উত্তর : পূর্ববঙ্গ ও আসাম

৩৬. পানিপথ অবস্থিত –

উত্তর : দিল্লির অদূরে

৩৭. কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে ?

উত্তর : ১৯৫৪

৩৮. মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন ?

উত্তর : ইবনে বতুতা

৩৯. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো –

উত্তর :বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ

৪০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন –

উত্তর : শশাঙ্ক

৪১. রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?

উত্তর : দিনাজপুর

৪২. হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে –

উত্তর : হর্ষবর্ধন

৪৩. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?

উত্তর :আলাউদ্দিন খিলজি

৪৪. বাংলায় মুসলিম শাসন সূচনা করেন –

উত্তর :মুহাম্মদ বখতিয়ার খলজি

৪৫. কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?

উত্তর :ইংল্যান্ড

৪৬. দ্বিতীয় বাহাদুর শাহ্‌কে নির্বাসিত করা হয় –

উত্তর : রেঙ্গুনে

৪৭. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন –

উত্তর : খাজা নাজিম উদ্দীন

৪৮. প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে ‘আসসালামুআলাইকুম’ জানিয়েছিলেন কে ?

উত্তর : মাওলান আব্দুল হামিদ খান ভাসানীউত্তর : শের-এ বাংলা এ, কে ফজলুল হক

উত্তরঃ খ

৪৯. বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে –

উত্তর : আকবরের সময়

৫০. পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন –

উত্তর : ধীরেন্দ্র নাথ দত্ত

 

আরোও পড়তে পারেন:

About Karmojog

Check Also

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *