প্রথম শ্রেণির গণিত খালি ঘর পূরণ

প্রথম শ্রেণির গণিত খালি ঘর পূরণ প্রিয় শিক্ষার্থী  তোমাদের নির্ধারিত গণিত খালি ঘর পূরণ তোমাদের বিদ্যালয়ে জমা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। সেজন্য  প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত খালি ঘর পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১ম শ্রেণির গণিত খালি ঘর পূরণ

শূন্যস্থান পূরণ কর :
ক) ১+__ = ৭
খ) ৪+__ =৭
গ) __+৩ =৮
ঘ) ৬-__ =৪
ঙ) ৭-__ =৪
চ)__ -৫ = ৪
ছ) ১২ + ৪=__
জ) ৮-__ =৫
ঝ) ১ মাস =__ দিন
ঞ) ১ ডজন = __টি
ট) ৬০ মিনিট =__ ঘন্টা
ঠ) ষষ্ঠ__ সপ্তম__
ড) ৫ জোড়া = __টি
ঢ) ৫ -__ = ৩
ণ) ৪ -__ = ১

খালিঘরে সংখ্যা বসানো।
১। ১+ ৬ = ৭
২। ৫+ ২ = ৭
৩। ৪+ ২ = ৬
৪। ০ + ৮ = ৮
৫। ৩ + ২ = ৫
৬। ৬ – ২ = ৪
৭। ৬ – ২ = ৪
৮। ৩ + ৭ = ১০
৯। ৬ + ৪ = ১০
১০। ৮ – ৩ = ৫
১১। ১০ – ৭ = ৩
১২। ৮ – ৪ = ৪
১৩। ১০ – ২ = ৮
১৪। ৭ – ৪ = ৩
১৫। ৯ – ৫ = ৪
১৬। ১২ + ৪ = ১৬
১৭। ১৪ – ৪ = ১০
১৮। ৩ + ২ = ৫
১৯। ৫ – ২ = ৩
২০। ৬ – ৪ = ২

খালি ঘর পূরন করঃ
ক) ১৪ ভেঙ্গে ১০ ও ৪ করা যায়?
খ) ১০ থেকে ৮ বিয়োগ করলে ২ থাকে।
গ) ২ ও ৩ নিয়ে ৫ হয় ।
ঘ) ৮ কে ১০ বানাতে ২ লাগে।
ঙ) ৩ কে ভেঙ্গে ২ ও ১ করা যায়।
চ) ৮ এর সাথে ৩ হতে ২ নিয়ে ১০ করা যায়।
ছ) ৩ থেকে ২ চলে যাওয়ায় ১ রইলো।
জ) ১০ ও ১ নিয়ে ১১ হয় ।
ঝ) ২ এর সাথে ৬ যোগ করলে ৮ হয় ।
ঞ) ৮ থেকে ২ বাদ দিলে ৬ থাকে।

আরো পড়ুনঃ

প্রিয় জনের সাথে শেয়ার করুন

About Karmojog

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *