পল্লী জাগরণ ফাউন্ডেশনে চাকরি ২০২১

পল্লী জাগরণ ফাউন্ডেশনে  চাকরি

পল্লী জাগরণ ফাউন্ডেশনে  প্রধান কার্যালয় ও শাখা অফিসের বিবিধ কার্যক্রম। পরিচালনার জন্য সৎ, কর্মনিষ্ঠ ও যােগ্য প্রার্থীদের নিকট থেকে নিম্ন বর্ণিত। | পদসমূহে দক্ষ/অদক্ষ পুরুষ/মহিলা নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম:ম্যানেজার

বেতন:ম্যানেজার হিসেবে মাসিক ২৮,০০০/-

শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/সমমান।

ম্যানেজার হিসেবে মাসিক প্রতিবেদন ও কর্মকর্তাদের কার্যক্রম পরিচালনা করা।

 

পদের নাম: ক্রেডিট অফিসার

বেতন: ক্রেডিট অফিসার হিসেবে মাসিক   ২৫,০০০/-

শিক্ষাগত যােগ্যতা: বিএ/এইচএসসি/সমমান।

নিজ উপজেলায় ক্ষুদ্র ঋণ মাইক্রোফিন্যান্স, সঞ্চয়, স্বাস্থ্য সেবা অধীনস্ত সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে।

 

পদের নাম: মনিটরিং অফিসার/প্রােগ্রাম অফিসার

বেতন:মনিটরিং অফিসার/প্রােগ্রাম অফিসার হিসেবে মাসিক ২৫০০০/২৪০০০/-

শিক্ষাগত যােগ্যতা:এসএসসি/সমমান।

মাইক্রোক্রেডিট ও স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং সকল কর্মসূচি দায়িত্ব মােতাবেক পরিচালনা করতে হবে।

 

পদের নাম: কম্পিউটার অপারেটর

বেতন: কম্পিউটার অপারেটর হিসেবে মাসিক ২৩০০০/-

শিক্ষাগত যােগ্যতা:এসএসসি/সমমান।

কম্পিউটার টাইপিং-এ পারদর্শী ও দায়িত্ব মােতাবেক সকল কাজ করতে হবে।

 

 

পদের নাম: অফিস এক্সিকিউটিভ

বেতন: অফিস এক্সিকিউটিভ হিসেবে মাসিক ২১০০০/-

শিক্ষাগত যােগ্যতা:এসএসসি/সমমান।

শাখা অফিসের সকল কাজ দায়িত্ব মােতাবেক করতে হবে।

 

নিয়মাবলীঃ

১) প্রার্থীদের ১কপি ছবি, শিক্ষাগত যােগ্যতা, বায়োডাটা (জীবন বৃত্তান্ত) ও মােবাইল নম্বরসহ আগামী ০৫/০২/২০১১ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।

২) সাক্ষাঙ্কার, প্রশিক্ষণ নিজ। উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে।

পরিচালক (মানবসম্পদ বিভাগ)- পল্লী জাগরণ ফাউন্ডেশন। প্রধান কার্যালয়ঃ বাড়ী-৫৩৩/১১, রােড-৭, ধানমন্ডি, ঢাকা-১২০৯। সূত্রঃ সমকাল ১২/০১/২০২১ইং

E-mail: pollijagaranf@gmail.com

 

আরও পড়ুন:

আপনার গ্রাম সম্পর্কে কোনো তথ্য গুগল সার্চ ইঞ্জিনে হালনাগাদ করুন

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *