পল্লী জাগরণ ফাউন্ডেশনে চাকরি
পল্লী জাগরণ ফাউন্ডেশনে প্রধান কার্যালয় ও শাখা অফিসের বিবিধ কার্যক্রম। পরিচালনার জন্য সৎ, কর্মনিষ্ঠ ও যােগ্য প্রার্থীদের নিকট থেকে নিম্ন বর্ণিত। | পদসমূহে দক্ষ/অদক্ষ পুরুষ/মহিলা নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম:ম্যানেজার
বেতন:ম্যানেজার হিসেবে মাসিক ২৮,০০০/-
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/সমমান।
ম্যানেজার হিসেবে মাসিক প্রতিবেদন ও কর্মকর্তাদের কার্যক্রম পরিচালনা করা।
পদের নাম: ক্রেডিট অফিসার
বেতন: ক্রেডিট অফিসার হিসেবে মাসিক ২৫,০০০/-
শিক্ষাগত যােগ্যতা: বিএ/এইচএসসি/সমমান।
নিজ উপজেলায় ক্ষুদ্র ঋণ মাইক্রোফিন্যান্স, সঞ্চয়, স্বাস্থ্য সেবা অধীনস্ত সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে।
পদের নাম: মনিটরিং অফিসার/প্রােগ্রাম অফিসার
বেতন:মনিটরিং অফিসার/প্রােগ্রাম অফিসার হিসেবে মাসিক ২৫০০০/২৪০০০/-
শিক্ষাগত যােগ্যতা:এসএসসি/সমমান।
মাইক্রোক্রেডিট ও স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং সকল কর্মসূচি দায়িত্ব মােতাবেক পরিচালনা করতে হবে।
পদের নাম: কম্পিউটার অপারেটর
বেতন: কম্পিউটার অপারেটর হিসেবে মাসিক ২৩০০০/-
শিক্ষাগত যােগ্যতা:এসএসসি/সমমান।
কম্পিউটার টাইপিং-এ পারদর্শী ও দায়িত্ব মােতাবেক সকল কাজ করতে হবে।
পদের নাম: অফিস এক্সিকিউটিভ
বেতন: অফিস এক্সিকিউটিভ হিসেবে মাসিক ২১০০০/-
শিক্ষাগত যােগ্যতা:এসএসসি/সমমান।
শাখা অফিসের সকল কাজ দায়িত্ব মােতাবেক করতে হবে।
নিয়মাবলীঃ
১) প্রার্থীদের ১কপি ছবি, শিক্ষাগত যােগ্যতা, বায়োডাটা (জীবন বৃত্তান্ত) ও মােবাইল নম্বরসহ আগামী ০৫/০২/২০১১ইং তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।
২) সাক্ষাঙ্কার, প্রশিক্ষণ নিজ। উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে।
পরিচালক (মানবসম্পদ বিভাগ)- পল্লী জাগরণ ফাউন্ডেশন। প্রধান কার্যালয়ঃ বাড়ী-৫৩৩/১১, রােড-৭, ধানমন্ডি, ঢাকা-১২০৯। সূত্রঃ সমকাল ১২/০১/২০২১ইং
E-mail: pollijagaranf@gmail.com
Palli jagoron foundatio akhane keu apply korle contract me. Phone: 01773-686962
tax u