নার্সারি বাংলা পড়া

নার্সারি বাংলা পড়া আপনারা আপনাদের শিশুদের জন্য বাংলা পড়ার পাশাপাশি নার্সারি বাংলা বই পড়াতে নিচের লিংক থেকে  pdf download করতে পারবেন।

স্বরবর্ণ

ও 

 

ব্যঞ্জনবর্ণ

ঠ 

থ 

ধ 

 

বর্ণ দিয়ে শব্দ তৈরি কর :

অ = অজ, অলি।
আ = আম, আতা।
ই = ইট, ইলিশ।
ঈ = ঈদ, ঈগল ।
উ= উট, উঠান।
ঊ = ঊষা, ঊন।
ঋ = ঋন, ঋতু ।
এ = এক , একতা
ঐ = ঐক্য , ঐরাবত
ও= ওল , ওজন।
ঔ = ঔষধ , ঔদার্য।

 

প= পানি , পতাকা
ফ= ফল, ফুল ।
ব= বই , বল ।
ভ= ভয় , ভাত ।
ম= মা, মামা ।
য= যব, যাতা।
র = রব, রাত।
ল= লাল , লতা ।
শ= শীত, শখ ।
ষ= ষাট, ষাঁড়।
স= সাত , সাদা।
হ= হাত, হাঁস।
ড়= বড়, গাড়ি।
ঢ়= গাঢ় , আষাঢ়।
ৎ = সৎ, বৃহৎ।
ং = অংক, বাংলা।
ঃ = নভঃ , দুঃখ।
ঁ = চাঁদ , হাঁস

সাত দিনের নামঃ
শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার।

ছয় ঋতুর নামঃ
গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল

বারো মাসের নাম
১। বৈশাখ
২। জৈষ্ঠ্য
৩। আষাঢ়
৪। শ্রাবন
৫। ভাদ্র
৬। আশ্বিন ৭। কার্তিক
৮। আগ্রহায়ন
৯। পৌষ
১০। মাঘ
১১। ফাল্গুন
১২। চৈত্র

ফুলের নামঃ
গোলাপ, শাপলা, জবা, বেলি, টগর

ফলের নাম
কাঁঠাল, আম, জাম, কলা, লিচু

পশুর নাম
গরু, ছাগল, বিড়াল, হাতি, বাঘ

৫টি সবজির নাম
১। আলু
২। পটল
৩। লাউ
৪। বেগুন
৫। ফুলকপি

৫টি খেলার নাম
১। ক্রিকেট
২। ফুটবল
৩। লুডু
৪। হা-ডু-ডু
৫। দাবা

মাছের নাম
ইলিশ
কৈ
কাতল
বোয়াল
শিং

নার্সারি বাংলা বই pdf download

কেজি/নার্সারি সকল বিষয়ের প্রশ্ন শিট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রিয় জনের সাথে শেয়ার করুন

About Karmojog

Check Also

১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যা

১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যা

১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যা প্রথম শ্রেণি থেকে শুরু করে সকলের জন্য জানা প্রয়োজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *