টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – TMSS Job Circular 2021

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – TMSS Job Circular 2021 (০৬ ধরনের ১৭৯৬পদে ).নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

টিএমএসএসে চাকরি

পদ সংখ্যা : ১৭৯৬ জন

আবেদন শুরুঃ ফেব্রুয়ারি ১৬, ২০২১
আবেদন শেষঃ মার্চ ৩১, ২০২১

 

(১)পদের নাম: অপারেশন মনিটরিং টীম কর্মকর্তা

বেতন:(চুক্তিভিত্তিক)৪০০০০/-৫০০০০/-

পদ সংখ্যা:১২ জন

বয়স: ৪৫ বছর

শিক্ষাগত যােগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান। শিক্ষাজীবনে সকল পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএসিজিপিএ থাকতে  হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ২০টি শাখা পরিচালনা করার ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

(২)পদের নাম: সহকারী পরিচালক (হিসাব)

বেতন: ৩৬,৬৩০/-

পদ সংখ্যা:০৮জন

বয়স: ৪০বছর

শিক্ষাগত যােগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি শিক্ষাজীবনে সকল পর্যায়ে ২য় বিভাগ/শ্রেনীঅথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। হিসাব ব্যবস্থাপনা কাজে ০৩ বছরের অভিজ্ঞতা।  কর্মস্থল, প্রধান কার্যালয়, ঢাকা।

 

(৩)পদের নাম:  হিসাব কর্মকর্তা

বেতন: ১৬৮৯৬/-

পদ সংখ্যা:২০জন

বয়স: ৩০বছর

শিক্ষাগত যােগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ |ডিমি। শিক্ষাজীবনে সকল পর্যায়ে ২য় বিভাগ/ ১১তম শ্রেনী অথবা সমমানের জিপিএ/সিজিপিএথাকতে হবে। 

(৪)পদের নাম: ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যাল)

বেতন: – ২৩,৬৫২/-

পদ সংখ্যা: ১৫৫০জন

বয়স: ৩৫বছর

শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর সমমান ।

(৫)পদের নাম: বিনিয়ােগ কর্মী 

বেতন: – ২৩৬৫২/-

পদ সংখ্যা: ২০০জন

বয়স: ৩৫বছর

শিক্ষাগত যােগ্যতা:  স্নাতক/স্নাতকোত্তর/ সমমান। কর্মস্থল : রাজশাহী ও রংপুর বিভাগ।

 

(৬)পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা 

বেতন: – ৮৮৪৮/-

পদ সংখ্যা: ২জন

বয়স: ৩৫বছর

শিক্ষাগত যােগ্যতা: স্নাতক/সমমান। বয়স ৩৫ বছর। কর্মস্থল  এনামুল হক আট এন্ড কালচারাল“একাডেমী, ঠেঙ্গামারা, বগুড়া।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – TMSS Job Circular 2021

আগ্রহী প্রার্থীগণকে ০১ ও ০২নং পদের জন্য TMSS এর ওয়েব সাইট timss-bd.org-এর Career অপশন হতে “Job Application Form” ডাউনলােড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে।

এছাড়াও ০৩,০৪,০৫০৬ ও ৩৭নং পদের জন্য সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মােবাইল নম্বর ও ই-মেইল এসে সম্বলিত পুর্ণাঙ্গ বনবায়লা আবেদন পরিচালক (এইচআর-এম এভিমিন) বরাবর করতে হবে।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – TMSS Job Circular 2021

বাংলাদেশের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ পূর্বক ০১, ০২, ০৩, ০৪ ও ০৭নং পদের প্রার্থীগণকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় এবং ০৫ ও ০৬নং পদের প্রার্থীগণকে নিম্নবর্ণিত যে কোন ঠিকানায়

আগামী ৩১/০৩/২০২১ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করতে হবে। যে সকল প্রার্থীগণ বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

যে সরুল প্রার্থীগণ রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস রাজশাহী ডােমেইন অফিস, রােড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী অত্র ঠিকানায় আবেদানপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – TMSS Job Circular 2021

যে সকল প্রার্থীগণ রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএসু রংপুর ভােমেইন অফিস, আর, কে রােড়, ঘাঘটপাড়া, দর্শণা, রংপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

 প্রার্থীগণ দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস দিনাজপুর ডোমেইন অফিস, নিমনগর, বালুবাড়ী নাজমা কিন্ডার গার্ডেন স্কুলের পার্কে), দিনাজপুর সদর, দিনাজপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

 প্রার্থীগণ ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা১২১৬ অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদন করতে হবে।

যে সকল প্রাথীগণ চট্টগ্রাম, কলুবাজার, রাঙ্গামাটি, ফেনী ও নােয়াখালী জেলায় কাজ করতেই তাদেরকে টিএমএসএস চট্টগ্রাম ডােমেইন অফিস, ৫৪৯৮ টি  রােল, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

যে সকল প্রার্থীগণ কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় কাজ করতে ইচছুক তাদেরকে টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ সদর, সদর দক্ষিন, কুমিল্লা অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

 প্রার্থীগণ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বিবাড়িয়া জেলায় কাজ করতে ইছুক তাদেরকে টিএমএসএস সিলেট ডােমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা। (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণজমাদান করতে হবে।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – TMSS Job Circular 2021

যে সকল প্রার্থীগণ বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরােজপুর, পটুয়াখালী, ভােলা, মাদারীপুর, ফরিদপুর ও শরিয়তপুর, জেলায় কাজ করতে ইক্ষুক তাদেরকে টিএমএসএস বরিশাল ডােমেইন অফিস,সরলার মলি, সিএন্ডবি রোড়, বৈদপাড়ার মােড়, বরিশাল অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

যে সকল প্রার্থীগণ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশাের, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় কাজ করতে ইছুক তাদেরকে টিএমএসএস যশােৱ ভোমেইন অফিস, তাকলীগ মসজিদের গুলি, ইক, সেক্টর #৭, বাসা # ৯/৪, নিউমার্কেট উপশহর, যশাের অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।

নির্বাচনী পরীক্ষার ফি লাবদ ০১ ও ০২ পদের জন্য ৩০০ টাকা এবং ৩৩, ০৪, ০৫ ০৬ ও ০৭নং পদের জন্য ২০০ টাকার মানি রশিদ (১০, টাকা সার্ভিস চার্জসহ) সংস্থার যেকোন শাখা, অঞ্চল, জোন, ডােমেইন অফিস, ফাউন্ডেশন অফিস বা প্রধান কার্যালয় হতে সংগ্রহ করে বা তফসীলভূক্ত যে কোন ব্যাংক হতে টিমেএসএস শিরােনামে সমমূল্যের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

পরিচালক (এইচআরএম এন্ড এ্যাডমিন)

সূত্র। ১৬/০২/২০২১ প্রথম আলাে (পৃষ্ঠা-৬)

আরও পড়ুন:

জনতা ব্যাংকে চাকরি ২০২১-Janata Bank Job Circular 2021

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *