জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে চাকরি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সম্প্রতি ১ টি পদে মোট ১০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম:

সহকারী জজ-১০০জন

বেতন-৩০৯৩৫থেকে৬৮৪৩০

 

শিক্ষাগত যােগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ বৎসর মেয়াদি জজ-% স্নাতকোত্তর (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনাে ১০০জন স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বৎসর।

(খ) সিজিপিএ মূল্যায়ন পদ্ধতিঃ কোনাে প্রার্থীর ফলাফল উক্তরূপ শ্রেণির পরিবর্তে সিজিপিএ আকারে প্রকাশিত থাকলে, বিশ্ববিদ্যালয় প্রদত্ত সনদের উল্লিখিত স্কেল (যেমন-৪ বা ৫) কে প্রচলিত নম্বর পদ্ধতিতে ৮০% এর সমান দরা হবে। তদানুসারে প্রার্থীর ফলাফলকে প্রথম শ্রেণি (৬০% বা তদুর্ধ), দ্বিতীয় শ্রেণি (৪৫% বা তদুর্ধ্ব কিন্তু ৬০% এর কম), তৃতীয় শ্রেণি (৩৩% বা তদুর্ধ্ব কিন্তু ৪৫% এর কম) হিসেবে নির্ধারণ করা হবে। জুডিসিয়াল সার্ভিস কমিশন

অনুসরণ করা হবেঃ (৮০/বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুসৃত সিজিপিএ স্কেল (যেমন-৪ বা ৫))xঅর্জিত সিজিপিএ= অর্জিত শতকরা নম্বর। এ বিষয়ে বিস্তারিত বিবরণ কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য। নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস নামীয় পুস্তিকার প্রথম অধ্যায়ের ২নং অনুচ্ছেদে বর্ণিত আছে। কোনাে ক্ষেত্রে উক্ত পুস্তিকার নির্দেশনা অনুসারে শিক্ষাগত যােগ্যতা নির্ধারণ সম্ভব না হলে কমিশন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

(গ) পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীঃ আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা ক্ষেত্রমতে স্নাতকোত্তর পরীক্ষায় অবতীর্ণ কোনাে প্রার্থী আবেদনপত্র দাখিল করতে পারবেন। তবে উক্ত পরীক্ষা আবেদনপত্র দাখিলের শেষ তারিখে বা তৎপূর্বে শেষ হতে হবে।

১। অনলাইনে আবেদনপত্র (BJSC Form I) পূরণ ও জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়ঃ

(ক) আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২১/০১/২০২১ খ্রি. তারিখ মধ্যাহ্ন-১২.০০ ঘটিকা।

(খ) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১৫/০২/২০২১খ্রি. তারিখ রাত-১১.৫৯ ঘটিকা। আবেদনপত্র তারিখ ও সময়ের পর কোনাে আবেদনপত্র গ্রহণ করা যাবে না।

বি:দ্র: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র জমাদান চুড়ান্ত করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

(২) বয়স ২৫/০৩/২০২০খ্রিঃ তারিখে অনধিক ৩২ বছর (মাধ্যমিক স্কুল সাটিফিকেট অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র অনুযায়ী বয়স নির্ধারিত হবে। প্রার্থীর বয়স বেশি হলে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।

(৩) প্রার্থীর শারীরিক যােগ্যতাঃ সহকারী জজ পদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে।

(৪) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা অথবা বাংলালেশে Donniciled হতে হবে।

(৫) অপসারণ আদেশ ইস্তফাপত্র অনাপত্তিপত্র ছাড়পত্রঃ চাকুরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের সিল-স্বাক্ষরযুক্ত অনাপত্তিপত্র নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হওয়ার আদেশ সংগ্রহ করতে হবে।

(৬) শুধু লিখিত পরীক্ষায় উৰ্ত্তীর্ণ পরীক্ষার্থীগণ মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযােগ পাবেন। বিজেএস পরীক্ষা একটি প্রতিযােগীতামূলক পরীক্ষা বিধায় ন্যূনতম পাস নম্বর প্রাপ্তি কমিশন কর্তৃক সুপারিশের নিশ্চয়তা প্রদান করে না।

(৭) প্রার্থীকে www.bisc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত BJSC Form  পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জিমাদান সম্পন্ন করতে হবে।

(৮) সফলভাবে আবেদনটি জমা হওয়ার পর টেলিটক ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন ফি ১২০০/- টাকা জমা দিতে পারবেন। পেমেন্ট করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ

প্রথম মেসেজঃ ‘আবেদনকারী আপনার মােবাইল ফোনের মেসেঞ্জ অপশনে গিয়ে টাইপ করুন BJSC স্পেস User ID (Example: BJSC 220293) পাঠিয়ে দিন 16222 নম্বরে।

টেলিটকঃ টেলিটক মেসেজের মাধ্যমে আপনাকে নাম, পদবী ও পিন জানাবে। দ্বিতীয় মেসেজঃ আপনার মােবাইল ফোন মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BJSC স্পেস YES স্পেস পিন (Example: BJSC YES 52364847) পাঠিয়ে দিন 16222 নম্বরে।

টেলিটক লেনদেনটি সম্পন্ন হয়েছে মর্মে আপনার আবেদনপত্রে প্রদত্ত ই-মেইল, মোবাইল ও টেলিটক ফোন নম্বরে জানাবে।

(৯) প্রবেশপত্রঃ আবেদনকারী User ID ব্যবহার করে ১৮/০২/২০২১খ্রিঃ তারিখ মধ্যাহ্ন ১২.০০ ঘটিকা হতে কমিশনের ওয়েব সাইট www.bjsc.gov.bd এর E-Application থেকে প্রবেশপত্রের প্রিন্ট নিতে পারবেন। পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০। www.bjsc.gov.bd।

আরও পড়ুন:

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *