জায়মান কী? জায়মান অক্সিজেন কী? কিভাবে উৎপন্ন হয়?

জায়মান কী? জায়মান অক্সিজেন কী? কিভাবে উৎপন্ন হয়? আজ আমরা সেই সম্পর্কে জানব

 

জায়মান কী? জায়মান অক্সিজেন কী? কিভাবে উৎপন্ন হয়?

জায়মান কী?  বা জায়মান অর্থ কী?

সমাধানঃ জায়মান অর্থ হলো জন্মিয়েছে এমন। রসায়নে জায়মান হলো সদ্য প্রস্তুত পরমানু।

জায়মান অক্সিজেন কী?

সমাধানঃ জায়মান অক্সিজেন হলো সদ্য প্রস্তুত অক্সিজেন পরমানু। অর্থাৎ এটি এখনো অন্য অক্সিজেনের সাথে যুক্ত হয়নি। এটি খুবই ক্ষণস্থায়ী। এটির জারক ধর্ম খুবই বেশি। অর্থাৎ এটি খুবই অল্প সময়ে অন্য অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরমানু গঠন করে।

জায়মান অক্সিজেনকে [O] রুপে প্রকাশ করা হয়।

জায়মান অক্সিজেন তৈরিঃ

সাধারণত পানির উপস্থিতিতে  একটি জারক পদার্থের সাথে এসিড অথবা ক্ষারক পদার্থের বিক্রিয়ায় একটি অস্থায়ী অক্সিজেন তথা জায়মান অক্সিজেন উৎপন্ন হয়।

জায়মান অক্সিজেন তৈরির বিক্রিয়াঃ 

👉    HOCl →    HCl + [O]

👉    H₂SO₄ +KMnO₄ →    H₂O + SO₂ + [O]

👉    H₂SO₄ +K₂Cr₂O₇ →    H₂O + SO₂ + [O]

👉    O₂ +hu → [O] + [O]

👉    O₃ +hu → O₂ + [O]

জায়মান অক্সিজেনের বৈশিষ্ট্যঃ

জায়মান অক্সিজেনের বৈশিষ্ট্য হলো এসি রঙিন বস্তুকে বর্ণহীন করে।

রঙিন বস্তু +  [O] = বর্ণহীন

আরোও পড়তে পারেন:

এসএসসি রসায়ন বিজ্ঞান ৯ অধ্যায় এসিড ক্ষার সমতা প্রশ্ন ও সাজেশন

 

About Karmojog

Check Also

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন ও সমাধান

এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা প্রশ্ন ও সমাধান নবম-দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় …