জন্মের পরই দেয়া হবে জাতীয় পরিচয় পত্র | জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২২

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২২ এর নতুন নিয়মে জন্মের পরই দেয়া হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। তাছাড়া এখন থেকে এটি পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

জন্মের পরই দেয়া হবে জাতীয় পরিচয় পত্র

জন্মের পরই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার নিয়ম রেখে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২২’ এর খসড়া শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গত ১০ অক্টোবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়া আইন অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সংক্ষেপে কিছু তথ্য জানান।

তিনি বলেন, ২০১০ সালের আইন অনুযায়ী এটা নির্বাচন কমিশনের কাছে ছিল। তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২২ অনুযায়ী, এখন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা সুরক্ষা সেবা বিভাগের কাছে নিয়ে আসা হচ্ছে।

জন্মের পরই দেয়া হবে জাতীয় পরিচয় পত্র

সচিব আরো জানান, শিশুর জন্মের পর তাকে জন্ম নিবন্ধন নম্বর হিসেবে একটি ইউনিক আইডি নাম্বার দেয়া হবে। এই ইউনিক আইডি (Unique ID) হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বার।

২০১০ সালের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে ৩২টি ধারা রয়েছে। নতুন আইনে সেটা থেকে কমিয়ে ১৫টি করা হয়েছে। নতুন আইনটি আগের আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে আইনটি পর্যালোচনা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

আরোও পড়তে পারেন:

 

বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর ২০২২ আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে লাইক দিন।

About Karmojog

Check Also

Malaika Arora oozes hotness in fitness center wear, clicked with Akansha Ranjan

Malaika Arora and Akansha Ranjan have been noticed together after exercise. The girls regarded warm …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *