কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১  (১৬ ধরনের পদে ৭৬ জন ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। Directorate of Technical Education Job Circular 2021

 

 

 কারিগরি শিক্ষা অধিদপ্তর

 

পদ সংখ্যা ৭৬ জন

স্মারক নং- ৫৭.০৩.০০০০.০১২.১১.০১৭১৯-৮১                                                                                            তাং-১৪ ফেব্রুয়ারি, ২০২১

১. পদের নাম:এ্যাসিসটেন্ট  লাইব্রেরিয়ান

বেতন: ১১,০০০- ২৬,৫৯০/-

পদ সংখ্যা: ৪ জন

শিক্ষাগত যােগ্যতা: লাইব্রেরী সায়েন্সে স্নাতক বা সমমানের ডিগ্রি  অথবা লাইব্রেরী সায়েন্সে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা।

২. পদের নাম:প্রধান সহকারী

বেতন: ১১,০০০- ২৬,৫৯০/-

পদ সংখ্যা: ৪ জন

শিক্ষাগত যােগ্যতা:২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রিসহ দাপ্তরিক কাজে ০১ বৎসরের অভিজ্ঞতা।

৩. পদের নাম: হিসাব রক্ষক

বেতন: ১০,২০০- ২৪,৬৮০/-

পদ সংখ্যা: ৪ জন

শিক্ষাগত যােগ্যতা: বাণিজ্যে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক  বা সমমানের ডিগ্মি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ বৎসরের অভিজ্ঞতা।

 

 

৪. পদের নাম: স্টোর কিপার

বেতন:৯০০০- ২২,৪৯০/-

পদ সংখ্যা: ৪ জন

শিক্ষাগত যােগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

৫. পদের নাম:  ক্যাশিয়ার

বেতন: ৯৩০০-২২,৪৯০/-

পদ সংখ্যা: ৩ জন

শিক্ষাগত যােগ্যতা:বাণিজ্যে স্নাতক অথবা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ বৎসরের অভিজ্ঞতা।

৬. পদের নাম: ইলেকট্রিশিয়ান 

বেতন: ৯৩০০-২২,৪৯০/-

পদ সংখ্যা: ৪ জন

শিক্ষাগত যােগ্যতা: সংশ্লিষ্ট ট্রেড এ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট  (ভােক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭. পদের নাম:  অফিস সহকারী- কাম-কম্পিউটার 

বেতন: ৯৩০০-২২,৪৯০/-

পদ সংখ্যা: ৬ জন

শিক্ষাগত যােগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড মুদ্রাক্ষরিক  প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির গতি  বাংলায় ২০টি শব্দ ও ইংরেজিতে ২০টি শব্দ।

৮. পদের নাম: ক্যাটালগার 

বেতন: ৯৩০০-২২,৪৯০/-

পদ সংখ্যা: ৩ জন

শিক্ষাগত যােগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ লাইব্রেরী সায়েন্স এ সাটিফিকেট কোর্স  সম্পন্ন এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা।

 

৯. পদের নাম: পিএবিএক্স

বেতন: ৯৩০০-২২,৪৯০/-

পদ সংখ্যা: ৩ জন

শিক্ষাগত যােগ্যতা: রেডিও এন্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেড অপারেটর এ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভােক) পরীক্ষায় উত্তীর্ণ।

১০. পদের নাম: ওয়ার্কশপ এ্যাটেনড্যান্ট

সিভিল- ০২

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স-০২

কম্পিউটার সায়েন্স-০২

বেতন: ৯৩০০-২২,৪৯০/-

পদ সংখ্যা: ৬ জন

শিক্ষাগত যােগ্যতা: সংশ্লিষ্ট ট্রেড এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট  (ভােক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  অথবা সংশ্লিষ্ট বাের্ড হতে মাধ্যমিক স্কুল   সার্টিফিকেট (ভােক) বা দাখিল (ভােক) বা । সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট  ক্ষেত্রে ০১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

 

১১. পদের নাম: ওয়ার্কশপ এ্যাসিসট্যান্ট (প্রকৌশল)

সিভিল- ০৫

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স-৫

কম্পিউটার সায়েন্স- ০৪ মেকানিক্যাল- ০১

নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন-০১

বেতন: ৯০০০-২১,৮০০/-

পদ সংখ্যা: ১৬ জন

শিক্ষাগত যােগ্যতা: সংশ্লিষ্ট ট্রেড এ মাধ্যমিক স্কুল  সাটিফিকেট (ভােক) বা সমমানের   পরীক্ষায় উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল ও সার্টিফিকেট (ভােক) বা দাখিল “(ভােক) বা সমমানের পরীক্ষায়  উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

 

১২. পদের নাম:  ল্যাব এ্যাটেনড্যান্ট 

বেতন: ৯০০০-২১,৮০০/-

পদ সংখ্যা: ২ জন

শিক্ষাগত যােগ্যতা:  বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভােক) বা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ০১ বৎসরের চাকুরির অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা ।

 

 

১২. পদের নাম:  ল্যাব এ্যাসিসট্যান্ট (পদার্থ ও রসায়ন)

পদার্থ -৩

রসায়ন-৩

বেতন: ৯০০০-২১,৮০০/-

পদ সংখ্যা: ৬ জন

শিক্ষাগত যােগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল  সাটিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভােক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ০১ বৎসরের চাকুরির অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

 

১৪. পদের নাম: ক্যাশ সরকার

বেতন: ৮৮০০-২১,৩১০/-

পদ সংখ্যা: ২জন

শিক্ষাগত যােগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের  জন পরীক্ষায় উত্তীর্ণ।

 

১৫. পদের নাম:  মেসেঞ্জার পিওন (বার্তাবাহক)

বেতন: ৮২৫০-২০০১০/-

পদ সংখ্যা:৩ জন

শিক্ষাগত যােগ্যতা:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

১৬. পদের নাম:  অফিস সহায়ক 

বেতন: ৮২৫০-২০০১০/-

পদ সংখ্যা: ৬ জন

শিক্ষাগত যােগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১- DTE Job Circular 2021

 

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণ করতে হবেঃ

 

১ অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি  http://dteeng.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ Online-এ  আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখঃ ১৫/০২/২০২১ সকাল ১০:০০ মিনিট। Online-এ আবেদনপত্র ও পরীক্ষার ফি  জমাদানের শেষ তারিখঃ ১৬/০৩/২০২১, বিকাল ০৫:০০ মিনিট।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে  এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (লৈ ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রনি | ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

Applicant’s কপিতে একটি User ID নম্বর  দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ক্রমিক নং-১ থেকে ১৩ পর্যন্ত ১০০/- টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মােট ১১২/- (একশত বারাে) টাকা এবং ক্রমিক নং১৪ থেকে ১৬ পর্যন্ত ৫০/- টাকা; টেলিটকের সার্ভিস চার্জ ০৬/- টাকাসহ  মােট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS; DTEENG<space>User ID লিখে send কতে হবে ১৬২২২ নম্বরে।

দ্বিতীয় SMS: DTEENGspace>Yes <space>PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dteens.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে।

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User  ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:

i. User IDজানা থাকলে DTEENG <space>Help<space>User<space> User ID & send to 16222

ii. PIN’Number জানা থাকলে DTEENG<space>Help<space>PIN<space>PIN No & send to 16222 কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ০৪টি ইঞ্জিনিয়ারিং সিলেট ময়মনসিংহ/ফরিদপুর/বরিশাল) কলেজের শূন্য পদে অস্থায়ী রাজস্বখাতে সরাসরি নিয়ােগ এর বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি ওয়েবসাইট  http://dteeng-teletalk.com.bd এ পাওয়া যাবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১- DTE Job Circular 2021

সকল পদে ২৫/০৩/২০১০ খ্রিঃ তারিখে বয়স ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। মৌখিক পরীক্ষার সময় নিষোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ

(ক) প্রবেশ পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

(খ) পূরণকৃত Application | Form (Applicant’s Copy), সকল সনদপত্রের ফটোকপি ও ০২ (দুই) কপি ছবিসহ দুই সেট দাখিল করতে হবে।

(গ) তোলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেৰে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার | মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

(ঘ) আবেদকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে।

এক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার নাম এবং মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ মুক্তিযােদ্ধার সাথে প্রার্থীর সম্পর্কের বিষয়টি সুস্পষ্টভাবে সনদে উল্লেখ করতে হবে।

এতিম, শারীরিক প্রতিবন্ধী, দ্ৰ ন-গাষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল কতে হবে।

সরকারি/আধা সরকারিস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

নিয়ােগ সংক্রান্ত যাবতীয় তথ্য www.techedu.gov.bd তে পাওয়া যাবে | এবং লিখিত/ ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তথ্য প্রার্থীর মােবাইল ফোনে | SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে।

 

সূত্র : ১৫/০২/২০২১ বাংলাদেশ প্রতিদিন (পৃষ্ঠা-৭)

আরও পড়ুন:

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ TMSS Job Circular 2021

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023

নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Department of Shipping DOS Job Circular 2023 নৌপরিবহন …