করোনার পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি৷ করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম৷ এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

বুধবার বিকেলে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ সেখানেই পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল৷

ডিনস কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে মাকসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে৷ অনলাইন পরীক্ষার গ্রহণযোগ্যতা ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়।

তা সুনির্দিষ্ট করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ দুই সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে৷

এ ছাড়া অনলাইন পরীক্ষার দায়িত্ব পালনের ব্যাপারে শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে৷ ডিনস কমিটির এসব সিদ্ধান্ত শিগগির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় অনুমোদন করা হবে৷

চূড়ান্ত পরীক্ষা আটকে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যেই এক বছর পিছিয়ে পড়েছেন৷ শিক্ষার্থীদের অনেকের চাকরি তথা কর্মজীবনে প্রবেশ কিংবা ভবিষ্যতের পরিকল্পনা থমকে আছে পড়াশোনা শেষ করতে না পারায়৷

এমন পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ অনলাইনে পরীক্ষা হলেও আবাসিক হলগুলো বন্ধই থাকবে৷

এর আগে গত ২৯ এপ্রিল করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৭ মে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত হওয়ার আগপর্যন্ত হল বন্ধই থাকছে। টিকা নিশ্চিত হওয়ার অন্তত চার সপ্তাহ পর হলে তোলা হবে শিক্ষার্থীদের।

আরও পড়ুন:

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সরকারি ৭ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

জনতা ব্যাংকে চাকরি ২০২১

কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি | TMSS Job Circular 2021

পরিকল্পনা কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি 2021

জনতা ব্যাংকে চাকরি ২০২১-Janata Bank Job Circular 2021

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ ১৭ দিনে শেষ হবে পরীক্ষা

এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ : ১৭ দিনে শেষ হবে পরীক্ষা

এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ : ১৭ দিনে শেষ হবে পরীক্ষা বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *