কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষাসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞানের কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান ওপর নানা প্রশ্ন। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন। ছাত্র জীবন থেকে শুরু করে সব চাকরি জীবি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ।
কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
১.প্রশ্ন: কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তর: হাওয়ার্ড এ্যাইকিন।
২.প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
উত্তর: Rom
৩.প্রশ্ন: কম্পিউটারে কোনটি নেই?
উত্তর: বুদ্ধি বিবেচনা।
৪.প্রশ্ন: কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
৫.প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তর: গননাকারী যন্ত্র।
৬.প্রশ্ন: ই-মেইল কি?
উত্তর: ইলেকট্রনিক মেইল।
৭.প্রশ্ন: কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তর: মাইক্রো প্রসেসর।
৮.প্রশ্ন: কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
উত্তর: হার্ডওয়্যার।
৯.প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তর: বিল গেটস।
১০.প্রশ্ন: কম্পিউটার বায়োস (BIOS) কি?
উত্তর: Basic Input-Output System
১১.প্রশ্ন: কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তর: মাদারবোর্ড।
১২.প্রশ্ন: কম্পিউটার র্যাম কি?
উত্তর: স্মৃতিশক্তি।
১৩.প্রশ্ন: কম্পিউটারের এই ‘#’ চিহ্ন কে কি বলে?
উত্তর: হ্যাস চিহ্ন।
১৪.প্রশ্ন: Net অর্থ কি?
উত্তর: জাল।
১৫.প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।
১৬.প্রশ্ন: অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট।
১৭.প্রশ্ন: কম্পিউটারের ব্যবহার নয় কোনটি?
উত্তর: স্বপ্ন দেখা।
১৮.প্রশ্ন: মাউস ক্লিক বলতে কি বুঝায়?
উত্তর: মাউসের বাম বোতামে চাপা।
কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান
১৯.প্রশ্ন: কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: Compute শব্দ থেকে।
২০.প্রশ্ন: কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উত্তর: ৩ ধরনের।
২১.প্রশ্ন: পাওয়ার-পয়েন্ট ফাইলকে কি বলা হয়?
উত্তর: প্রেজেনটেশন।
২২.প্রশ্ন: কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়?
উত্তর: পেনড্রাইভ।
২৩.প্রশ্ন: কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যারের নাম কি?
উত্তর: বিজয়।
২৪.প্রশ্ন: তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি?
উত্তর: ডাক বিভাগ।
২৫.প্রশ্ন: অপারেটিং সিষ্টেম হচ্ছে-
উত্তর: মানুষের মস্তিস্কের বুদ্ধি।
২৬.প্রশ্ন: Find কমান্ড থাকে কোন মেনুতে?
উত্তর: Edit
২৭.প্রশ্ন: অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-
উত্তর: ফন্ট ডায়লগ বক্সে।
২৮.প্রশ্ন: মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার-
উত্তর: প্রাণ।
২৯.প্রশ্ন: কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে-
উত্তর: কম।
৩০.প্রশ্ন: কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
উত্তর: সফটওয়্যার।
৩১.প্রশ্ন: কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: ন্যানো সেকেন্ড।
৩২.প্রশ্ন: কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
উত্তর: সফ্টওয়্যার।
৩৩.প্রশ্ন: কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
উত্তর: তথ্য বা ডাটা।
৩৪.প্রশ্ন: কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?
উত্তর: নির্দেশ অনুযায়ী।
৩৫.প্রশ্ন: কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে?
উত্তর: নিজস্ব ভাষা।
৩৬.প্রশ্ন: কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?
উত্তর: স্ক্যানার।
৩৭.প্রশ্ন: সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
উত্তর: সুপার কম্পিউটার।
৩৮.প্রশ্ন: কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?
উত্তর: মানুষের।
৩৯.প্রশ্ন: শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত?
উত্তর: গণনার।
৪০.প্রশ্ন: কার্সর (Cursor) কি?
উত্তর: আলোক রেখা।
৪১.প্রশ্ন: উইন্ডোজ আসলে কিসের মতো?
উত্তর: খোলা জানালা।
৪২.প্রশ্ন: অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
উত্তর: ডিলিট বা ব্যাকস্পেস।
৪৩.প্রশ্ন: কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন?
উত্তর: ফ্রেড কোহেন।
৪৪.প্রশ্ন: ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস?
উত্তর: ম্যাক্রো ভাইরাস।
৪৫.প্রশ্ন: মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়?
উত্তর: ইদুরের মত।
৪৬.প্রশ্ন: ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন?
উত্তর: ফাইল মেনু।
৪৭.প্রশ্ন: কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে-
উত্তর: ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।
৪৮.প্রশ্ন: ইনপুট ডিভাইস কোনটি?
উত্তর: কিবোর্ড।
৪৯.প্রশ্ন: 0-09 পর্যন্ত Key গুলোর নাম কি?
উত্তর: Numeric key.
৫০.প্রশ্ন: কোনটি স্পেশাল Key?
উত্তর: Space bar
৫১.প্রশ্ন: MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি?
উত্তর: Ctrl+A
৫২.প্রশ্ন: LAN এর পূর্ণ নাম লিখ?
উত্তর: Local Area Network
৫৩.প্রশ্ন: WWW এর পূর্ণ নাম লিখ?
উত্তর: World Wide Web
৫৪.প্রশ্ন: Save কোন মেনুতে রয়েছে?
উত্তর: File মেনুতে ।
৫৫.প্রশ্ন: মেনুবারে কয়টি মেনু আছে।
উত্তর: ৯টি।
৫৬.প্রশ্ন: Save এর সর্টকাট কমান্ড লিখ।
উত্তর: Ctrl+S
৫৭.প্রশ্ন: MS word-এ Symbol কোন মেনুতে আছে?
উত্তর: Insert
৫৮.প্রশ্ন: File অর্থ কি?
উত্তর: নথিপত্র।
৫৯.প্রশ্ন: Data Processing কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার।
৬০.প্রশ্ন: জ্জ্ব কিভাবে লিখতে হয়?
উত্তর: জ্ জ্ ব
৬১.প্রশ্ন: IBM PC প্রথম বাজারে আসে-
উত্তর: ১৯৮১ সালে।
৬২.প্রশ্ন: মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে-
উত্তর: ১৯৯২ সালে।
৬৩.প্রশ্ন: Apple Computer কত সালে বাজারে আসে?
উত্তর: ১৯৭৬ সালে।
৬৪.প্রশ্ন: MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
উত্তর: File
৬৫.প্রশ্ন: পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
উত্তর: File
৬৬.প্রশ্ন: Save অর্থ কি?
উত্তর: সংরক্ষণ করা।
৬৭.প্রশ্ন: ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?
উত্তর: বড় হাতের লেখার জন্য।
৬৮প্রশ্ন: কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি?
উত্তর: ৪টি।
৬৯.প্রশ্ন: কিবোর্ডে কয়টি Alt Key আছে?
উত্তর: ২টি।
৭০.প্রশ্ন: কিবোর্ডে Windos Key কয়টি?
উত্তর: ২টি।
৭১.প্রশ্ন: কিবোর্ডে ESC কয়টি?
উত্তর: ১টি।
৭২.প্রশ্ন: কিবোর্ডে Home Key কয়টি?
উত্তর: ১টি।
৭৩.প্রশ্ন: কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়?
উত্তর: মাইক্রো কম্পিউটার।
৭৪.প্রশ্ন: অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তর: পুরো কম্পিউটার সিষ্টেম।
৭৫.প্রশ্ন: ইউপিএস কত প্রকার?
উত্তর: ২ প্রকার।
৭৬.প্রশ্ন: এইচটিএমএল একটি-
উত্তর: প্রোগ্রাম।
৭৭.প্রশ্ন: কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?
উত্তর: বার্নার্স লী।
৭৮.প্রশ্ন: শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম?
উত্তর: বেসিক প্রোগ্রাম।
৭৯.প্রশ্ন: কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
উত্তর: সি
৮০.প্রশ্ন: ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: ডাটাবেজ।
৮১.প্রশ্ন: ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?
উত্তর: বিট।
৮২.প্রশ্ন: কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?
উত্তর: ইনপুট ডিভাইস।
৮৩.প্রশ্ন: LCD (Liquid Crystal Display) এর জনক কে?
উত্তর: সুইস পদার্থবিদ মার্টিন সাউট।
৮৪.প্রশ্ন: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর: পিপীলিকা।
৮৫.প্রশ্ন: মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?
উত্তর: ৩ এপ্রিল ১৯৭৩সালে।
৮৬.প্রশ্ন: কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে?
উত্তর: ন্যানো সেকেন্ড।
৮৭.প্রশ্ন: কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?
উত্তর: গণিতবিদ।
৮৮.প্রশ্ন: চ্যাট (Chat) অর্থ কি?
উত্তর: খোশগল্প করা।
৮৯.প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।
৯০.প্রশ্ন: নিউমেরিক কি প্যাড কোথায় থাকে?
উত্তর: কীবোর্ডের ডান দিকে।
৯১.প্রশ্ন: সফটওয়্যার এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
উত্তর: মনিটর।
৯২.প্রশ্ন: ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চুড়ান্ত নির্দেশ হল-
উত্তর: Copy
৯৩.প্রশ্ন: একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
উত্তর: ডেটাবেজ।
৯৪.প্রশ্ন: পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়?
উত্তর: প্রেজেন্টেশন।
৯৫.প্রশ্ন: কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
উত্তর: এম.এস.এক্সেল।
৯৬.প্রশ্ন: কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
উত্তর: লেজার প্রিন্টার।
৯৭.প্রশ্ন: কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী?
উত্তর: ইন্টেল।
৯৮.প্রশ্ন: BOL কি?
উত্তর: Bangladesh Online Limited.
৯৯.প্রশ্ন: অপারেটিং সিস্টেম হচ্ছে।
উত্তর: মানুষের মসিত্মস্কের বুদ্ধি।
১০০.প্রশ্ন: Find কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: Edit মেনুতে।
১০১.প্রশ্ন: কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়?
উত্তর: File মেনুর Close কমান্ড দিলে।
১০২.প্রশ্ন: নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি?
উত্তর: ছবি আঁকা।
১০৩.প্রশ্ন: উইন্ডোজ -৯৫ কত সালে বাজারে এসেছিল?
উত্তর: ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর।
(সংগৃহীত)
আরোও পড়তে পারেন:
- প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে গণিতের সম্ভব্য অংক সমুহ
- ২০২২ সালের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান
- সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ২০২২
- শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি
- কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার উপায়
- অসমাপ্ত আত্মজীবনী থেকে বার বার আসা প্রশ্ন উত্তর ২০২২
- প্রাচীন যুগ ও চর্যাপদ
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস নিয়ে প্রশ্ন উত্তর ২০২২
বাংলার সকল সরকারি-বেসরকারি চাকরির খবর ২০২২ আমাদের ওয়েবসাইট kormojog.com এ প্রকাশ করা হয়। তাই নতুন সকল চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং কর্মযোগ পেজটিতে লাইক দিন।
One comment
Pingback: কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর - apkvlog