এইচএসসির ফল প্রকাশের তিন বিল পাস রোববার

এইচএসসির ফল

পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে তিনটি বিল আগামীকাল রোববার পাস হতে যাচ্ছে। রোববার অনুষ্ঠিতব্য সংসদের বৈঠকের কার্যসূচিতে বিল তিনটি পাসের বিষয়টি রাখা হয়েছে।

গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, সংসদে উত্থাপন করেন।

পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দুটি দুদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বৃহস্পতিবার তিনটি বিলই পরীক্ষা নিরীক্ষা করে সংসদে পাসের সুপারিশ করে প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষা নেওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান রয়েছে। সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের সুযোগ রাখা হয়েছে।এইচএসসির ফল

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে।

কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বিলটি তিনটি সংসদে উত্থাপনের দিন শিক্ষামন্ত্রী সংসদকে জানান, শিক্ষার্থীদের ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, বিল পাস হলেই তা দ্রুত প্রকাশ করা যাবে।

আরও পড়ুন:

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

About Karmojog

Check Also

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৬ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৬ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৬ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা পোস্টে এই অধ্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *