ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার আগামী ২১ অক্টোবর, ২০২২ সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পজন্ত সারাদেশে ৬৪ট জেলায় অনুষ্ঠিত হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছু মাস আগে। ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। সে অনুযায়ী পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করুণ ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর, ২০২২। সীট প্লান দেখুন এখানে।
সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী (ইউনিয়ন)
গণিত অংশ সমাধানঃ
১. x-y = 2 এবং xy = 24 হলে (x-y)2 এর মান কত? উত্তরঃ 100
২. কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? উত্তরঃ ৬/৫
৩. কোনটি বড়? উত্তরঃ ০.৫৫
৪. ল.সা.গু এর পূর্ণরুপ কী? উত্তরঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক
৫. বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে? উত্তরঃ পরিধি
৬. কোনটি বর্গ সংখ্যা নয়? উত্তরঃ ৫
৭। দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুইটি কত? উত্তরঃ ১ও ২
৮. কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর এবং তিনি ৪২০০ টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পাবে? উত্তরঃ ১০০০ টাকা
৯. ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তরঃ ৮%
১০. কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত? উত্তরঃ ৮ মিটার
১১. x = 2, y = 4 হলে 7x – 3y = ? উত্তরঃ 2
১২. কোনো আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বর্ধিত সুদের হার কত? উত্তরঃ ২০%
১৩. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? উত্তরঃ সমকোণী ত্রিভুজ
১৪. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ কত? উত্তরঃ ৬০°
১৫. দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী? উত্তরঃ পূরক কোণ
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১৬। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? উত্তরঃ ফা-হিয়েন
১৭। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করে- উত্তরঃ ১২০৪ সালে
১৮। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তরঃ হূমায়ুন
১৯। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের মুঘল সুবেদার কে ছিলেন? উত্তরঃ ইসলাম খান
২০। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১ জুলাই ১৯২১ সালে
২১। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? উত্তরঃ ১৯১১ সালে
২২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে? উত্তরঃ ১৭ বার
২৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত? উত্তরঃ ১৫৩
২৪। মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
২৫। গ্রিনপিস’ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? উত্তরঃ নেদারল্যান্ডস
২৬। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তরঃ ১৯৩টি
২৭। A.C.U এর পূর্ণরুপ কী? উত্তরঃ Asian Clearing Union
২৮। বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? উত্তরঃ নিউজউইক ম্যাগাজিন
২৯। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? উত্তরঃ ইউক্রেন
৩০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন? উত্তরঃ ১৭ মার্চ ১৯২০
বাংলা অংশ সমাধানঃ
৩১। দুই বিঘা জমি কার লেখা? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩২। ছেলেটি দ্রুত দৌড়ায় – দ্রুত কোন পদের উদাহরণ? উত্তরঃ ক্রিয়া বিশেষণ
৩৩। মন রূপ মাঝি = মনমাঝি কোন সমাসের উদাহরণ? উত্তরঃ রূপক কর্মধারয়
৩৪। শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ মুমূর্ষু
৩৫। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ অর্ক
৩৬। বাংলা বর্ণমালায় মাত্রহীন বর্ণ কয়টি? উত্তরঃ ১০টি
৩৭। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? উত্তরঃ কার
৩৮। যা ক্রিয়া সম্পাদান করে তাকে কী বলে? উত্তরঃ কারক
৩৯। বাংলা উপসর্গ কয়টি? উত্তরঃ ২১টি
৪০। সংখ্যা গণনার মূল একক? উত্তরঃ এক
৪১। চোখের বালি বাগধারাটির অর্থ কী? উত্তরঃ বিরক্তিকর বন্ধু
৪২। উভয় সংকট বাঘধারাটির অর্থ? উত্তরঃ দুই দিকে বিপদ
৪৩। বাংলা লিপির উৎস কী? উত্তরঃ ব্রাহ্মী লিপি
৪৪। বাংলাদেশের জাতীয় কবি? উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৪৫। বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়? উত্তরঃ এক সেকেন্ড
৪৬। কোন পুরুষ বাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে? উত্তরঃ দেবর
৪৭। তারিখ কোন ভাষার শব্দ? উত্তরঃ ফারসি
৪৮। কবর কবিতাটি কে লিখেছেন? উত্তরঃ জসীমউদ্দিন
৪৯। রবীন্দ্র শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তরঃ রবি + ইন্দ্র
৫০। ক্রিয়া কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার
ইংরেজি অংশ সমাধানঃ
৫১। He has no appetite ——– found. উত্তরঃ for
৫২। His would confirmation——- his work. উত্তরঃ to [সঠিক উত্তর প্রশ্নে ছিলনা]
৫৩। One of the students —– failed. উত্তরঃ has
৫৪। The thief run away after he —–. উত্তরঃ had seen
৫৫। Which of the following is plural? উত্তরঃ geese
৫৬। He got his house —- last month. উত্তরঃ painted
৫৭। She made her daughter —- homework. উত্তরঃ do
৫৮। The man get used to —- a walk every morning. উত্তরঃ taking
৫৯। He doesn’t like company. So he has — friends. উত্তরঃ few
৬০। There was —- water in the jug. She could quench her thirst. উত্তরঃ a little
৬১। Which of the following is singular? উত্তরঃ athletics
৬২। Truth triumphs —– falsehood. উত্তরঃ over
৬৩। The jury —- unanimous in giving verdict. উত্তরঃ was
৬৪। They were sitting by a swimming pool. Here the underlined word is a —-. উত্তরঃ participle
৬৫। A stitch in time saves ——–. উত্তরঃ nine
৬৬। The child saw a flying bird. Here the underlined word is a —. উত্তরঃ participle
৬৭। It was necessary that she —- the meeting. উত্তরঃ join
৬৮। If he helped me, I ——— the work. উত্তরঃ would do
৬৯। I introduced my friend — my parents. উত্তরঃ to
৭০। Vice results —- misery. উত্তরঃ in
DSS Union Somaj Kormi Exam Date, Admit Card, Seat Plan
এর আগেও তারিখ ঘোষণা করা হয় কিন্তু অনিবার্য কারণবশত পরীক্ষার দুদিন আগেই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এর পর জনমনে দেখা দেয় শঙ্কা। অনেকেই প্রশ্ন করে বসেন ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে ?
অবশেষে তারিখ ঘোসনা করা হয়েছে এবং ২১ অক্টোবর ২০২২ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। তাই হোক আপনার এই পরীক্ষার জন্য প্রিপারেশন কেমন তা আপনি যাচাই করে নিতে পারেন আমাদের এই সাইট এ কিছু সাজেশন দেওয়া আছে। আছাডা পরীক্ষা শেষে আপনি পাবেন প্রশ্নের সমাধান যা আপনাকে পরিক্ষায় টিকার জন্য সাহায্য করবে। আসুন দেখে নাই আপনার পরীক্ষার প্রিপারেশন কেমন ।
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ ২০২২
২১ অক্টোবর, ২০২২ তারিখে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা রয়েছে। তবে সেটি ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা নয়। যদি সমাজসেবা অধিদপ্তরের নোটিশ দেখান তাহলে স্পষ্ট ভাবে সেখানে লেখা আছে কোন কোন পদের পরীক্ষা হবে।
সমাজসেবা অধিদপ্তর সারসংক্ষেপ
পদ :সমাজকর্মী ইউনিয়ন
এমসিকিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
স্থান: পরীক্ষা ঢাকা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোর অনুষ্ঠিত হবে (গাজীপুর ,নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ইত্যাদি)
পরীক্ষার তারিখ :২১ অক্টোবর ২০২২
আবেদনকারীর সংখ্যা -৬,৬২,২৭০ জন
(প্রতি পদের বিপরীতে ১৪৩০ জন)
পদসংখ্যাঃ ৪৬৩ টি (গ্রেড-১৬)
ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়েছে। তারিখ ঘোষিত ুনুজায়ী আমাদের ওয়েবসাইটে থেকে প্রবেশ পত্র ডাউনলোড করে নিতে পারেন। এবং এডমিট কার্ড ডাউনলোডের অপশন যুক্ত করে দেওয়া হলো। ডাউনলোড এডমিট কার্ড ক্লিক হেয়ার।
সমাজকর্মী (ইউনিয়ন) পরীক্ষার চুডান্ত প্রস্তুতি
আপনি কি আগামী ২১ অক্টোবর সমাজকর্মী পদের পরীক্ষায় বসতে যাচ্ছেন? তাহলে এখনই সময় ভালোভাবে প্রিপারেশন নেওয়ার।
বিগত বছরের প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে আপনি আপনার পরীক্ষা প্রস্তুতি কে শক্তিশালী করতে পারেন। এছাড়াও বাজারে বিভিন্ন প্রস্তুতি নির্দেশিকা পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে চর্চা করতে পারেন।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য বিগত বছরগুলোর প্রশ্ন অনুশীলন করা প্রয়োজন। এবং সেসব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা বিগত বছরগুলোর ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব।
আপনারা জেনে থাকবেন পরীক্ষার্থীর সংখ্যা অনেক। সে কারণেই কম্পিটিশনের লেভেল হবে অনেক উচ্চ। এজন্য ভালো এবং সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এখনই পড়াশোনায় মনোযোগ দিন এবং ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেন।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে তা আপনি সহজে জেনে নিতে পারেন আমাদের এই সাইট থেকে। পরীক্ষা শেষ হবার পর পরই আমরা পনাদের জন্য সঠিক সমাধান সহ উত্তর প্রধান করে থাকি। যে সব প্রশ্নের উত্তর দিছেন সেসব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কি না তা জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব।
বাংলা অংশ সমাধানঃ
১. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) যথেষ্ট= যথা+ইষ্ট
খ) দিগন্ত= দিক্ + অন্ত
গ) সংযম= সম্ + যম
ঘ) পরিষ্কার= পরি+কার
ঙ) নাবিক= নৌ+ইক
২. এক কথায় প্রকাশ করুন।
ক) যা দমন করা যায় না=অদম্য
খ) যা খুব শীতল বা উষ্ণ নয়= নাতিশীতোষ্ণ
গ) যা কষ্টে লাভ করা যায়=দুর্লভ
ঘ) যে মেয়ের বিয়ে হয়নি= কুমারী
ঙ) যার কোন উপায় নেই= নিরুপায়
৩. বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন।
ক) অকূল পাথার= (ভীষণ বিপদ) -চাকরি হারিয়ে সুমন আজ অকূল পাথারে পড়েছে।
খ) কৈ মাছের প্রাণ= (যা সহজে মরে না/ দীর্ঘজীবী)- ১০ তলা ছাদ থেকে পড়েও সুমনের কিছুই হয়নি এ যেন কৈ মাছের প্রাণ।
গ) গোঁফ খেজুরে= (নিতান্ত অলস)- সুমনের মত এত গোঁফ খেজুরে লোক জীবনে দেখিনি।
ঘ) ব্যাঙের সর্দি= (অসম্ভব ঘটনা)- জেলের বাস্তু ঘুঘুকে দেখাচ্ছে জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি!
ঙ) মণিকাঞ্চন যোগ= (উপযুক্ত মিলন)- যেমন বর, তেমনি কনে, একেবারে মণিকাঞ্চন যোগ।
ইংরেজি অংশ সমাধানঃ
৪. Translate into English.
- a) আমাকে সেখানে যেতেই হবে= I have to go there.
- b) আকাশ মেঘাচ্ছন্ন=The sky is overcast with clouds.
- c) বালিকাটি নাচতে নাচতে আসছে= The girl is coming to dance.
- d) লোকটি তিন দিন যাবত জ্বরে ভুগছে=The man has been suffering from fever for three days.
- e) রহিম একজন সফল কৃষক= Rahim is a successful farmer.
৫. Fill in the Blanks.
- a) —-Sky is blue. উত্তরঃ The
- b) I eat ——apple every day. উত্তরঃ an
- c) We should abide—-the rules. উত্তরঃ be
- d) He is zealous—freedom. উত্তরঃ for
- e) He is weak—Mathematics. উত্তরঃ in
- f) He is—one-eyed man. উত্তরঃ a
৬. Make sentences with following (with meaning)
- a) Blue Blood= (Noble birth/Aristocrat family) – He comes from a blue Blood.
- b) All day long= (Whole-time)- He works all day long for his livelihood.
গণিতঅংশ সমাধানঃ
৭. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয় । কলমটির ক্রয় মূল্য কত? উত্তরঃ ১০ টাকা
৮. x+y=4 হলে x^3+y^3+12xy এর মান নির্ণয় করুন। উত্তরঃ 64
৯. এক কথার উত্তর দিন।
ক. সমকোণী ত্রিভুজের সমকোণ এর বিপরীত বাহুকে কি বলে? উত্তরঃ অতিভুজ (hypotenuse)
খ. ৩০ ডিগ্রী কোণের পূরক কোণ কত? উত্তরঃ ৬০ ডিগ্রী
গ. কোন বর্গের একবাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? উত্তরঃ ৩ গুণ
ঘ. ০.৫ এর শতকরা ২০ কত? উত্তরঃ 0.1
ঙ. এক সরল কোণ এর পরিমাণ কত? উত্তরঃ ১৮০ ডিগ্রী
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
ক. ”উইজার্ড অব দি ডি্রবল”হত দিয়াগো ম্যারাডোনা কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ২৫ নভেম্বর ২০২০
খ. বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়? উত্তরঃ ১৫ আগস্ট
গ. বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তরঃ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১ এ ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়)
ঘ. করোনাভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? উত্তরঃ হুবেই প্রদেশে ( চীনের হুবেই প্রদেশের উহান শহরে)
ঙ. মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তরঃ ১১ টি সেক্টরে (আর ৬৪ সাব-সেক্টরে ভাগ করা হয়)
ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ডাউনলোড পিডিএফ
ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আপনি উত্তর গুলো ডাউনলোড করে সহজে দেখতে পারেন। সঠিকভাবে পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে তা আপনি সহজে জেনে নিতে পারেন আমাদের এই সাইট থেকে। পরীক্ষা শেষ হবার পর পরই আমরা পনাদের জন্য সঠিক সমাধান সহ উত্তর প্রধান করে থাকি।
ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান
যে সব প্রশ্নের উত্তর দিছেন সেসব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কি না তা জানার জন্য অবশ্যই সমাধানের সাহায্য নেওয়া উচিত। আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। যদি এই উত্তর ডাউনলোড করতে কোন সমস্যা হয় তা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা আশা করি তা সহজেই সমাধান করে দিতে পারবো।
সমাজসেবা অধিদপ্তর ( DSS ) নিয়োগ বিগত সালের MCQ প্রশ্ন সমাধান PDF সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার আগামী ২১ অক্টোবর ২০২২ বিকাল ৩টা সারাদেশে অনুষ্ঠিত হবে।আপনারা এই পরীক্ষার জন্য নিজেরে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য বিগত সালের সকল প্রশ্ন গুলো ভালো করে দেখুন।
11 comments
Pingback: ১২৬০ জন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড - Kormojog
Pingback: পরিবার পরিকল্পনা সহকারীপদের পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান - Kormojog
Pingback: ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ - Kormojog
Pingback: Union Somaj kormi Job Exam Question Solution 2022 PDF Download - Kormojog
Pingback: ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ | Dss exam result 2022 - Kormojog
Pingback: বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক প্রশ্ন সমাধান ২০২২ - Kormojog
Pingback: Community Based Healthcare Job Admit Card Download 2022 - Kormojog
Pingback: কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার প্রশ্ন সমাধান ২০২২ - Kormojog
Pingback: এইচএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্ন ও সমাধান ২০২২ | HSC English 2nd Paper Suggestion 2022 - Kormojog
Pingback: এইচএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্ন ও সমাধান ২০২২ - Kormojog
Pingback: পরিবার পরিকল্পনা সহকারীপদের পরীক্ষার চুডান্ত প্রস্তুতি প্রশ্ন সমাধান - কর্মযোগ