আগামী সপ্তাহে ফরম পূরণের অর্থ ফেরত পাবেন এইচএসসি শিক্ষার্থীরা

আগামী সপ্তাহে ফরম পূরণের অর্থ ফেরত পাবেন এইচএসসি শিক্ষার্থীরা

আগামী সপ্তাহে ফরম পূরণের অর্থ ফেরত পাবেন এইচএসসি শিক্ষার্থীরা ।আগামী সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার অব্যবহৃত অর্থ ফেরত পাবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।

তিনি বলেন, আন্তঃবোর্ডের বৈঠকে অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষাবোর্ডগুলো এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এখন আদেশের চিঠি ও টাকার চেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে।

কলেজগুলো ব্যাংকে চেক জমা দিয়ে টাকা উত্তোলন করবেন। এর পর সেই টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। প্রফেসর নেহাল আহমেদ আরও বলেন, ব্যাংকগুলোতে চেক জমা দেয়ার পর অর্থ ছাড়া হতে কিছুটা সময় লাগতে পারে।

তবে আশা করছি আগামী ৮-১০ দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে। ব্যাংক অর্থ ছাড় করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা টাকা পেয়ে যাবেন। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি এইচএসসি পরীক্ষার অব্যবহৃত অর্থ ফেরত দেয়ার বিষয়ে আদেশ জারি করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। আদেশে বলা হয়, বিজ্ঞানের নিয়মিত শিক্ষার্থীরা ১ হাজার ৬৫ টাকা ফেরত পাবেন। ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক বিভাগের নিয়মিত শিক্ষার্থীরা ফেরত পাবেন ৬১৫-৬২৫ টাকা করে।

আরও পড়ুন:

শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ Ministry of Education Job Circular 2021

কক্সবাজারে প্যারাসুট দিয়ে আকাশ ভ্রমণ

 

About Karmojog

Check Also

এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ ১৭ দিনে শেষ হবে পরীক্ষা

এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ : ১৭ দিনে শেষ হবে পরীক্ষা

এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ : ১৭ দিনে শেষ হবে পরীক্ষা বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *