অনার্স সিজিপিএ হিসাব করার পদ্ধতি অনার্স সিজিপিএ বের করার নিয়ম ১ম আপনার জানতে হবে কোন ইয়ারে কত ক্রেডিটের পরীক্ষা হয়েছে।
যেমন:
১ম বর্ষে কত ক্রেডিট
২য়+৩য়+৪র্থ সব ইয়ারে কত ক্রেডিট পরিক্ষা দিছেন।
সাধারণত সকল ডিপার্টমেন্টেই ৩য় বর্ষে =৩২ ক্রেডিট
৪র্থ বর্ষে =৪০ ক্রেডিট পরিক্ষা হয়।
১ম+ ২য় বর্ষের ডিপার্টমেন্ট অনুযায়ী ক্রেডিট ভিন্ন হয়ে থাকে ২৪ অথবা ২৮ ক্রেডিট হয়।
উদাহরণ:
- প্রথম বর্ষ পয়েন্ট ধরেন ২.৯০ ক্রেডিট ২৮
- দ্বিতীয় বর্ষে পয়েন্ট ৩.১০ ক্রেডিট ২৮
- তৃতীয় বর্ষে পয়েন্ট ২.৮১ ক্রেডিট ৩২
- চতুর্থ বর্ষে পয়েন্ট ৩.২০ ক্রেডিট ৪০
CGPA:
- ২.৯০*২৮=৮১.২
- ৩.১০*২৮=৮৬.৮
- ২.৮১*৩২=৮৯.৯২
- ৩.২১*৪০=১২৮.৪
মোট পয়েন্ট ৩৮৬.৩২ মোট ক্রেডিট ২৮+২৮+৩২+৪০=১২৮
৩৮৬.৩২÷১২৮ =(৩.০১ CGPA)
বিঃদ্রঃ সিজিপিএ সঠিক পদ্ধতি এটা।
এছাড়া কেউ যদি মোট পয়েন্ট কে মোট ইয়ার দ্বারা ভাগ করেন ২/