অনার্স সিজিপিএ হিসাব করার পদ্ধতি

অনার্স সিজিপিএ হিসাব করার পদ্ধতি অনার্স সিজিপিএ বের করার নিয়ম ১ম আপনার জানতে হবে কোন ইয়ারে কত ক্রেডিটের পরীক্ষা হয়েছে।

যেমন:

১ম বর্ষে কত ক্রেডিট
২য়+৩য়+৪র্থ সব ইয়ারে কত ক্রেডিট পরিক্ষা দিছেন।

সাধারণত সকল ডিপার্টমেন্টেই ৩য় বর্ষে =৩২ ক্রেডিট
৪র্থ বর্ষে =৪০ ক্রেডিট পরিক্ষা হয়।
১ম+ ২য় বর্ষের ডিপার্টমেন্ট অনুযায়ী ক্রেডিট ভিন্ন হয়ে থাকে ২৪ অথবা ২৮ ক্রেডিট হয়।

উদাহরণ:

  • প্রথম বর্ষ পয়েন্ট ধরেন ২.৯০ ক্রেডিট ২৮
  • দ্বিতীয় বর্ষে পয়েন্ট ৩.১০ ক্রেডিট ২৮
  • তৃতীয় বর্ষে পয়েন্ট ২.৮১ ক্রেডিট ৩২
  • চতুর্থ বর্ষে পয়েন্ট ৩.২০ ক্রেডিট ৪০

 

CGPA:

  • ২.৯০*২৮=৮১.২
  • ৩.১০*২৮=৮৬.৮
  • ২.৮১*৩২=৮৯.৯২
  • ৩.২১*৪০=১২৮.৪

মোট পয়েন্ট ৩৮৬.৩২ মোট ক্রেডিট ২৮+২৮+৩২+৪০=১২৮

৩৮৬.৩২÷১২৮ =(৩.০১ CGPA)

 

বিঃদ্রঃ সিজিপিএ সঠিক পদ্ধতি এটা।

এছাড়া কেউ যদি মোট পয়েন্ট কে মোট ইয়ার দ্বারা ভাগ করেন ২/৪ পয়েন্ট ব্যবধান হবে। যেমন ২.৯০+৩.১০+২.৮১+৩.২১=১২.০২/৪=৩.০৫ আসে কিন্তু এটা ভুল।

About Karmojog

Check Also

ই-পাসপোর্ট তৈরীর নিয়ম ২০২২

ই-পাসপোর্ট তৈরীর নিয়ম ২০২৩

ই-পাসপোর্ট তৈরীর নিয়ম ২০২৩ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *